পুজোর মুখে জলমগ্ন কলকাতা
পু জোর মুখে ভাসল শহর। সোমবার রাতভর মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা ও শহরতলির স্বাভাবিক জনজীবন। রাজপথ সহ বিভিন্ন গলিপথ হয়েছে জলমগ্ন। ব্যাহত যান চলাচল ব্যবস্থা। আজ মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে পরিস্থিতি আরো অবনতি হতে পারে। যদিও জল বার করার চেষ্টা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
সোমবার রাত থেকেই আকাশে মেঘের সঞ্চার হতে শুরু করেছিল। রাত বাড়তেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাত ১২টা থেকে ভোর প্রায় ৪টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে পড়ে। রেকর্ড বৃষ্টিতে বহু বাড়ি গাড়ি জলের তলায়। জল ঢুকেছে বহু দোকানে, গ্যারেজে। অধিকাংশ জায়গা জলমগ্ন হওয়ায় জল নামতেও দেরি হচ্ছে। রাস্তাঘাটে জল জমায় পথচারীদের যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছে। বিঘ্ন যান চলাচল ব্যবস্থাও। ফলে সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তায় বহু নিত্যযাত্রী এবং অফিসযাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। ক্ষতিগ্রস্ত বিভিন্ন পুজো প্যান্ডেলও। একেবারে পুজোর মুখে এই বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরাও।

আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। এর আগে হাওয়া অফিস জানিয়েছিল আগামী বৃহস্পতিবার তৃতীয়ার দিন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। চতুর্থির দিন নিম্নচাপ আরো ঘনীভূত হতে পারে। বৃষ্টি হতে পারে পুজোর সময়। বিশেষ করে পুজোর শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আরও পড়ুন – একদিন আগেই বড় পর্দায় আসছে ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, কোন কোন বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে এ সপ্তাহে?
আপাতত যা খবর, আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ প্রায় সব জেলার আকাশ। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্গোৎসবের দোরগোড়ায় বৃষ্টি এবং নিম্নচাপের ভ্রুকুটি মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি এখন কোনদিকে যায় সেটাই এখন দেখার।