Friday, October 17
Kiara Advani War 2

‘সাইয়ারা’ ঝড়ের পর এবার কিয়ারা দাপট, ‘ওয়ার ২’ ছবিতে কিয়ারা আদভানির লুকে বুঁদ নেটপাড়া , দেখুন ছবি

আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে কিয়ারা আদভানি, হৃতিক রোশন এবং দক্ষিনী সুপারস্টার জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘ওয়ার ২’ 

Share

সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’ ছবির প্রথম গান- ‘আভান জাভান’। আর প্রথম দৃশ্যেই রীতিমত নজর কেড়েছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। গ্ল্যামারাস লুকে ঝড় তুলেছেন নেটদুনিয়ায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিয়ারার স্টানিং এন্ট্রি।

তীক্ষ্ণ অবতারে কিয়ারা আদবানি। এতদিন এই বলিউড অভিনেত্রীকে রোমান্টিক ও ড্রামাটিক চরিত্রে দেখতে তাঁর ভক্তরা অভস্ত্য ছিলেন। তবে, সদ্য প্রকাশিত ‘ওয়ার ২’ ছবির টিজারে আর প্রথম গানে তার লুক সব কিছুকে ছাপিয়ে গেল।

ভেঙে গেলো চেনা ছক। টিজারে দেখা যাচ্ছে একাধিক হাই অক্টেন অ্যাকশন দৃশ্যের পাশাপাশি কিয়ারার উপস্থিতি দর্শকের মনে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড়ো চমক হতে চলেছে বলে অনেকের ধারণা।

‘ওয়ার ২’ ছবির পরিচালক অয়ন মুখার্জী । যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’-র মত ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তবে ‘ওয়ার ২’-তে অ্যাকশন থ্রিলারে নতুন মাত্রা যোগ হচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। যশ রাজ ফিল্মস এর সবচেয়ে ব্যয়বহুল এই ছবি অন্যতম হতে চলেছে।

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ‘আভান জাভান’ ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ ছুঁয়ে গেছে। ইনস্টাগ্রাম, টুইটার সর্বত্রই কিয়ারার প্রশংসায় মুখর। স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ইতোমধ্যেই। ক্যাটরিনা কাইফের পর নাকি স্পাই ইউনিভার্সের নতুন মুখ হিসেবে ধরা দিতে চলেছে কিয়ারার নতুন অবতার।

এই ছবির অন্যান্য চরিত্রে আছেন হৃতিক রোশন, দক্ষিনী সুপারস্টার জুনিয়র এনটিআর। তবে এই দুই নায়কের চরিত্রে সীমাবদ্ধ ছবির গল্প সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন অনেকেই। ‘ওয়ার ২ ছবিতে’ কিয়ারার উপস্থিতি গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। তাঁকে কেন্দ্র করেই ছবির মোড় ঘুরতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

‘আভান জাভান’ বলিউডের এক নতুন নারী কেন্দ্রিক অ্যাকশন চরিত্রের শুভ সূচনা। তাই এটিকে শুধু টিজার বলা যায় না। কিয়ারার নতুন অবতার তারই প্রমাণ। শুধু তাই নয় এটি তাঁর কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা, এক নতুন মাইল ফলক।

‘আভান জাভান’ বলিউডের এক নতুন নারী কেন্দ্রিক অ্যাকশন চরিত্রের শুভ সূচনা। তাই এটিকে শুধু টিজার বলা যায় না। কিয়ারার নতুন অবতার তারই প্রমাণ। শুধু তাই নয় এটি তাঁর কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা, এক নতুন মাইল ফলক।

‘আভান জাভান’ গানে কিয়ারা আদভানি আর ঋত্বিক রোশনের অন-স্ক্রিন রোম্যান্স দর্শকদের নজর কেড়েছে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধি। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম। গানের কথা দিয়েছেন অমিতাভ ভট্টাচার্য।

গত বৃহস্পতিবার কিয়ারার জন্মদিন ছিল। তাই বলা হচ্ছে, গানটি যশ রাজ ফিল্মস-এর পক্ষ থেকে অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাঁর ভক্তদের জন্য একটি দারুণ উপহার। টানটান আবেগ আর অ্যাকশনের মধ্যে কিয়ারার নতুন রূপ দেখার সুযোগ পেলেন দর্শকরা।