IRCTC Update: ভ্রমন হোক বা কাজ, সারা বছর ট্রেনে করে যাওয়া আসা লেগেই থাকে। আর ট্রেন সফর করতে গেলে কনফার্ম টিকিট প্রয়োজন। অনেকসময় এই কনফার্ম টিকিটে যদি যাত্রীর নাম ভুল হয়ে যায় তাহলেই শুরু টেনশন। তবে যাত্রীদের এইসব সমস্যার কথা ভেবেই আইআরসিটিসি একটি সহজ নিয়ম চালু করেছে। টিকিটে নামের বানান ভুল হলে এখন খুব সহজেই সেই নাম সংশোধন করা যাবে। শুধু তাই নয়, প্রয়োজনে পরিবারের সদস্যের নামে টিকিট ট্রান্সফারও করা যাবে। আর এই পুরো কাজটাই অনলাইন ও অফলাইন- দুভাবেই আপনি করতে পারবেন।
প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে সফর করেন। এমন পরিস্থিতিতে টিকিট কাটার সময় অসাবধানতাবশত নামের বানান ভুল হওয়া খুব স্বাভাবিক ব্যপার। তাছাড়া, অনেকসময় ট্রেন যাত্রার একেবারে শেষ মুহূর্তে পরিবারের অন্য কারোর নামে টিকিট ট্রান্সফার করার প্রয়োজন হয়ে পড়ে। আগে এই ধরণের সমস্যায় পড়লে ভোগান্তির শেষ ছিল না। কিন্তু এখন নতুন সুবিধায় এই কাজ একেবারে ঝক্কিহীন। আর দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ানোরও প্রয়োজন নেই।
IRCTC Update: অনলাইনে যাত্রীর নাম পরিবর্তন/সংশোধন করা যাবে কীভাবে?

প্রথমে রেজিস্টার করা লগ ইন আইডি ব্যবহার করে আইআরসিটিসি অ্যাকাউন্টে ঢুকতে হবে।
এরপর ড্যাসবোর্ড থেকে “Change Boarding Point and Passenger Name Request” অপশনটি খুঁজে নিন।
সেখান থেকে এই সংক্রান্ত একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে পুনরায়
পূরণ করা ফর্মটি সাইটে আপলোড করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট পরিচয়পত্রের কপিও জুড়ে দিতে হবে। অনুরোধ জমা পড়ার পর আইআরসিটিসি তা প্রক্রিয়া করবে।
আরও পড়ুন –
SwaRail App: ভারতীয় রেলের নতুন অ্যাপ; এখন এক ক্লিকেই মিলবে ট্রেন সংক্রান্ত যাবতীয় পরিষেবা
IRCTC Update: অফলাইনে নাম পরিবর্তন/সংশোধন কীভাবে করা যাবে?
ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে বুক করা টিকিটের একটি প্রিন্ট কপি নিয়ে নিকটবর্তী রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে। সঙ্গে রাখতে হবে টিকিটে নাম থাকা যাত্রীর আসল পরিচয়পত্র ও তার একটি ফটোকপি। এরপর নিকটবর্তী রেল রিসার্ভেশন কাউন্টারে গিয়ে সংশ্লিষ্ট অফিসারের কাছে নাম পরিবর্তন বা ট্রান্সফার সংক্রান্ত আবেদনটি জমা করতে হবে ।
তবে মনে রাখা প্রয়োজন, এই সুবিধাটি একটি টিকিটে শুধু একবারই ব্যবহার করা যাবে। সুতরাং, সিদ্ধান্ত নিলে চিন্তাভাবনা করেই তবে এই আবেদন করা উচিৎ।