India-Pakistan Ceasefire: টানা কয়েকদিনের ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার পর অবশেষে দুই দেশ ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। আজ শনিবার ১০ মে ভারতীয় সময় বিকাল ৫ টা থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হল। শনিবারই বিকেলেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেন।
‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশকে তাঁদের বোধশক্তি এবং বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ।”

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান জানায় যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সমাজ মাধ্যমে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের কথা ঘোষণা করেন।
ভারতের তরফে বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। নিশ্চিত করেন যুদ্ধবিরতির বিষয়টি। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব জানিয়েছেন, ভারত ও পাকিস্তান এ বিষয়ে সরাসরি আলোচনা করেছে। তিনি এও জানিয়েছেন শনিবার বিকেল ৫ টা থেকে দুই দেশ জল, স্থল ও আকাশ পথে একে অপরের ওপর হামলা করবে না। আগামী ১২ মে দুই দেশের সামরিক প্রধানরা বৈঠক করবেন।
এর আগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সীমান্তে ছিল প্রবল উত্তেজনা। দফায় দফায় গোলাবর্ষণ চলে।পাকিস্তানের তরফে ড্রোন হামলা ও গোলাবর্ষণে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকা। ফিরোজপুরে পাকিস্তানের গোলাবর্ষণ একটি পরিবারের তিনজন গুরুতর আহত হন। শনিবার ভোররাতে অবশ্য তার যোগ্য জবাব দেয় ভারত। পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, পাঞ্জাব প্রদেশের রফিকি বিমানঘাঁটি এবং পাঞ্জাবের মুরিদ বিমানঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নাগরিকের প্রাণ হারানোর পর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। অবশেষে, শনিবারের যুদ্ধবিরতির ঘোষণা সাময়িক স্বস্তি দিয়েছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে। তবে বিশেষজ্ঞ মহলের সংশয়, এই যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে, তা এখনই বলা কঠিন।