Friday, October 17

বিনোদন

খুব শীঘ্রই আসছে ইন্দু সিজন ৩, হইচই-তে স্ট্রিমিং শুরু কবে?

খুব শীঘ্রই আসছে ইন্দু সিজন ৩, হইচই-তে স্ট্রিমিং শুরু কবে?
আর কয়েকদিনের অপেক্ষা। আসছে ইন্দু সিজন ৩। ছবি- এক্স।

Indu Season 3 Web Series

বাংলা ভাষায় থ্রিলার ওয়েব সিরিজ হিসেবে ‘ইন্দু’ এখন রীতিমত জনপ্রিয়। হইচই ওটিটি প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজের আগের দুটি সিজন দর্শকমহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। ২০২১ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘ইন্দু ১’। তারপর ‘ইন্দু ২’ আসে ২০২৩ সালে। পারিবারিক নাটক আর রহস্যরোমাঞ্চে ভরপুর এই দুটি সিজনই দর্শকমহলে ব্যাপক সাফল্য পায়। তাই ‘ইন্দু সিজন ৩’-র মুক্তি পাওয়ার আশায় অনেকদিন থেকে প্রহর গুনছেন দর্শকরা।

এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে ‘ইন্দু ৩’র শ্যুটিং। সিজন-১ এবং সিজন-২ এর অসমাপ্ত গল্পের পরিণতি কি হবে তা উন্মোচিত হবে এই পর্বে। সম্প্রতি হইচই-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে শ্যুটিং শুরু হওয়ার খবর ঘোষণা করা হয়েছে। মজার একটি এআই ভিডিওতে ‘ইন্দু সিজন ৩’ নিয়ে দর্শকদের মধ্যে যে হাইপ কতটা তা দেখানো হয়েছে। ভিডিওর একেবারে শেষে জানানো হয়েছে যে সিজন-৩ এর শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। এই পুজোয় সিরিজের তৃতীয় পর্বের স্ট্রিমিং শুরু হতে পারে, তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

হইচই এর অন্যতম সফল এই সিরিজ নিয়ে দর্শক মহলে এখন উত্তেজনা তুঙ্গে। ইন্দু ওরফে ইশা সাহা মানেই রহস্য আর গল্পের ভাঁজে টানটান উত্তেজনা। প্রথম দুটি সিজনে ইন্দুর চরিত্রে ইশা সাহার অভিনয় দর্শক মন জয় করেছিল। ‘ইন্দু ১’ থেকেই পরিচালক সায়ন্তন ঘোষাল রহস্যের জাল বুনতে শুরু করেছিলেন। ইন্দুর বিয়ের রাত থেকেই সেই রহস্য জটিল হতে শুরু করে। শ্বশুর বাড়িতে এসে একের পর এক অন্ধকার রহস্যের মুখোমুখি হয় সে। দ্বিতীয় পর্বে এসে সেই রহস্য আরও ঘনিয়ে আসে। দর্শকদের সামনে উন্মোচিত হয় গোপন পারিবারিক বন্ধন, কেলেঙ্কারি এবং রহস্যময় মৃত্যুর ঘটনা। সূত্র খুঁজে আপ্রাণ চেষ্টা করে সে রহস্যের উন্মোচন করতে।

আরও পড়ুন – Darjeeling: শেলপু পাহাড়ের কোলেই আছে অহলদারা ভিউ পয়েন্ট, পুজোয় দার্জিলিং গেলে এই জায়গা মিস নয়

নতুন সিরিজেও আগের মতনই ইন্দুকে ঘিরে থাকছে নতুন চমক, থাকছে জটিলতা। খবর অনুযায়ী এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে নতুন মুখ পূর্বাশা রায়কে। আকাশ আট চ্যানেলে ‘প্রথম কদম ফুল’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। নতুন চরিত্র মানে গল্পে নতুন কিছুর সংযোজন। রহস্য গল্পের মোড়ও ঘুরতে পারে পূর্বাশাকে নিয়ে। তবে তাঁকে কোন অবস্থায় এবং কিভাবে দেখা যাবে সেই নিয়ে এখনই কিছু খোলসা করে বলা যাবে না।

আরও পড়ুন – Tour Ladakh: এবার পুজোয় লাদাখ ভ্রমণ? এই দুটি গ্রামকে রাখতে পারেন আপনার আইটিনারিতে

ইতিমধ্যেই শুরু হয়েছে ‘ইন্দু সিজন ৩’র শুটিং। পরিচালনা ও কাহিনীর চমক এবারও দর্শকদের মন কাড়বে। তবে, এখন শুধু মুক্তির অপেক্ষা। অনুরাগীরা অধীর আগ্রহে সেই দিকেই তাকিয়ে আছেন। নতুন সিজন নিয়ে অনুরাগীদের মধ্যে রয়েছে বাঁধ ভাঙা উম্মাদনা। কারণ প্রত্যেকেই কৌতূহলী যে আগামী অধ্যায়ে ইন্দুর জীবনে কী রহস্যের উন্মোচন হতে চলেছে।

ফলো করুণ-