West Bengal Weather Update
চিন এবং ভিয়েতনামে আছড়ে পড়েছে বিধ্বংসী টাইফুন উইফা। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব এবার পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। চিনসাগর থেকে অতি শক্তিশালী মেঘপুঞ্জ ছুটে এসে জমা হচ্ছে বঙ্গোপসাগরে। তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই সেখানে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল।
একইসঙ্গে, পশ্চিম-মধ্য এবং তার সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাছাড়া, এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু অক্ষরেখা, যেটি বর্তমানে ফিরোজপুর, কার্নাল, মেরঠ, বারাণসী, জামশেদপুর, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে।
এর প্রভাবে আজ থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এর প্রভাবে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন – Ahaan Panday and Aneet Padda: ‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে গোটা দেশ, এই মুভির নতুন জুটিকে কতটা চেনেন?
আবহাওয়ার পূর্বাভাস: দক্ষিণবঙ্গ
২৪ জুলাই, বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৫ জুলাই, শুক্রবার
আগামীকাল ২৫ জুলাই, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া, ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
২৬ থেকে ২৮ জুলাই
আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানে। রবিবার, ২৭ জুলাই পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী সোমবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস: উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুর্যোগের সম্ভাবনা না থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা আছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
সতর্কতা
নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।