রেট্রো লুকে নতুন সংযোজন। ভারতে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ নিউ মডেল ২০২৫। বাইকের নতুন সংস্করণে বিশেষত উপরের ভেরিয়েন্টগুলোতেই একাধিক প্রযুক্তিগত ও আরামদায়ক সুবিধা আনা হয়েছে। পরিবর্তন এসেছে রঙের বৈচিত্র্যে। পাশাপাশি যোগ করা হয়েছে অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থা ও ফাস্ট চার্জিং পোর্ট। তবে ইঞ্জিন ও গিয়ারবক্স সেটআপে কোনও পরিবর্তন আনা হয়নি। বিশেষত, রাইডিং কমফোর্টে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে বলে সংস্থার দাবি।
এই মডেলের রিয়ার সাসপেনশন নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এবার প্রগ্রেসিভ স্প্রিং ব্যবহার করে আগের লিনিয়ার সেটআপে বদল আনা হয়েছে। এর ফলে খারাপ বা এবড়ো-খেবড়ো রাস্তাতেও বাইকে চড়ার অভিজ্ঞতা আরো আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
হান্টার ৩৫০ নিউ মডেল ২০২৫: ডিজাইন
এনফিল্ডের মতে ২০২৫ Hunter ৩৫০-এ আরোহীদের আরাম বাড়াতে বাইকের সিটে ব্যবহৃত হয়েছে বেশি ঘনত্বের ফোম। আগের মাপ ও গঠন অপরিবর্তিত রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। রাতে বাইক চালাতে যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য বাইকের সামনে দেওয়া হয়েছে উন্নত LED হেডলাইট।
হান্টার ৩৫০ নিউ মডেল ২০২৫: প্রযুক্তি
প্রযুক্তিগত দিক থেকে, এবার হান্টার ৩৫০-তে যোগ হয়েছে রয়্যাল এনফিল্ডের নিজস্ব ট্রিপার নেভিগেশন সিস্টেম। ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করলেই গুগল ম্যাপের সাহায্যে টার্ন-বাই-টার্ন নির্দেশনা মিলবে। এর সঙ্গে থাকছে টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিং পোর্ট। তবে, আগের ডিজি-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অপরিবর্তিত রয়েছে।
হান্টার ৩৫০ নিউ মডেল ২০২৫: কালার ভ্যারিয়েন্ট
রয়্যাল এনফিল্ডের মূল আকর্ষণ হল এর লুক। তাই রঙের দিকে থেকে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। নতুনভাবে যুক্ত হয়েছে টোকিও ব্ল্যাক, লন্ডন রেড ও রিও হোয়াইট কালার ভ্যারিয়েন্ট। অপরদিকে বাজারে কম চাহিদার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ড্যাপার হোয়াইট, ড্যাপার গ্রিন, রেবেল ব্ল্যাক এবং রেবেল রেড। রেবেল ব্লু, ড্যাপার গ্রে ও ফ্যাক্টরি ব্ল্যাক রঙগুলো যথারীতি বহাল রাখা হয়েছে।
হান্টার ৩৫০ নিউ মডেল ২০২৫: ইঞ্জিন
তবে ইঞ্জিন স্পেসিফিকেশন এবং চ্যাসিসে বিশেষ কোনও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই থাকছে ৩৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন, যা ৬১০০ আরপিএম(RPM)-এ ২০ হর্সপাওয়ার শক্তি এবং ৪০০০ আরপিএম(RPM)-এ ২৭ নিউটন-মিটার (Nm) শক্তি উৎপন্ন করে। ৫-স্পিড কনস্ট্যান্ট মেশ গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ সিস্টেম অপরিবর্তিত থাকছে।

হান্টার ৩৫০ নিউ মডেল ২০২৫: চেসিস ও সাসপেনশন
২০২৫ রয়্যাল এনফিল্ড ৩৫০-এ চেসিস ও সাসপেনশনেও গুরুত্বপূর্ণ কোনও পরিবর্তন আসেনি। বাইকটি আগের মতোই টুইন ডাউনটিউব স্পাইন ফ্রেম ভিত্তিক। সামনে ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক, পিছনে ৬-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্ভার। ৭৯০ মিমি সিট হাইট এবং ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের কারণে শহরের ভিড় রাস্তায় বাইকটি পরিচালনা করা তুলনামূলকভাবে সহজ হবে। ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনের চাকায় ৩০০ মিমি ডিস্ক এবং পেছনের চাকায় ২৭০ মিমি ডিস্ক ব্রেক আছে। স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে থাকছে ডুয়াল চ্যানেল এবিএস।
হান্টার ৩৫০ নিউ মডেল ২০২৫: দাম
হান্টার ৩৫০ ফ্যাক্টরি ব্ল্যাক ভেরিয়েন্টের দামে কোন পরিবর্তন আনা হয়নি। আগের মতই এটি ১.৫০ লক্ষ টাকায় মিলবে। রিও হোয়াইট ও ড্যাপার গ্রে ভেরিয়েন্ট পাওয়া যাবে ১,৭৬,৭৫০ লক্ষ টাকায়। শীর্ষ তিনটি ভ্যারিয়েন্ট যথা, রেবেল ব্লু, লন্ডন রেড ও টোকিও ব্ল্যাক- এর দাম নির্ধারণ করা হয়েছে ১,৮১,৭৫০ টাকা। এর থেকে বোঝা যাচ্ছে, একাধিক আপডেট আসার সঙ্গে সঙ্গে আপার ভ্যারিয়েন্টগুলির দাম গড়ে ৬ হাজার ৫০০ টাকা করে বেড়েছে। সংস্থার দাবি, নতুন সংযোজিত বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে এই দাম বৃদ্ধি যুক্তিযুক্ত।
২০২৫ রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ এই মুহূর্তে সংস্থার অন্যতম বেস্টসেলিং মডেল। নতুন সংস্করণে আনা পরিবর্তনগুলি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অটো বিশেষজ্ঞরা।