Dev’s Raghu Dakat
‘ধূমকেতু’র সাফল্যের মধ্যেই বাংলা সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক। পুজোর মরশুমে আসছে পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের নতুন ছবি ‘রঘু ডাকাত’। ১৫ই আগস্ট ২০২৫, স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে এই সিনেমার ব্লকবাস্টার টিজার। মাত্র দেড় মিনিটের এই টিজারে দেবের লুক দর্শক মহলে ঝড় তুলেছে। এই বছরের শুরুতে সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ নিয়ে ছবিতে দেবের ফার্স্ট লুক সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তবে টিজারে আরও ভয়ানক, আরও দুর্ধর্ষ অবতারে ধরা দিলেন তিনি। দেড় মিনিটের ঝলকে তৈরি হল টানটান উত্তেজনা। ঘাত প্রতিঘাতের আবহে ধরা পড়ল অবিচারের বিরুদ্ধে তাঁর রুখে দাঁড়ানোর অদম্য সাহস ও প্রতিশোধের তীব্র অগ্নিশিখা।
টিজারের শুরুতেই ধরা পড়েছে অন্ধকারাচ্ছন্ন গ্রামবাংলায় নিপীড়িত মানুষের অসহায়তা আর ব্রিটিশ অপশাসনের প্রতিচ্ছবি। আর সেখানেই পরিত্রাতা হয়ে আবির্ভাব রঘুর। তিনি নিছক একজন ডাকাত নন, তিনি বিদ্রোহের প্রতীক। ক্যাপশনে স্পষ্ট লেখা- ‘বিদ্রোহ যার শিরায়, প্রতিশোধ যার রক্তে’।
বিদ্রোহ যার শিরায়…প্রতিশোধ যার রক্তে
রঘু ডাকাত আসছে… 🔥Presenting the official teaser of #RaghuDakat, a film by @dhrubo_banerjee
Brace yourself for an epic journey, #ThisPuja ✨@idevadhikari @devpl_official @abhishekdagaa @shrikantmohta @iammony #SVF pic.twitter.com/1XAiPsclJ2
— SVF (@SVFsocial) August 15, 2025
ছবির প্রধান চরিত্রে রয়েছেন দেব। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সম্পূর্ণ নতুন অবতারে হাজির তিনি- লম্বা চুল, ঘন দাড়ি, হাতে রক্তমাখা খড়গ, আর তীক্ষ্ণ দৃষ্টি। দুর্ধর্ষ এই রবিনহুড ঘরানার চরিত্রের জন্য তিনি যে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন টিজারের টুকরো টুকরো ঝলকে তা স্পষ্ট বোঝা যায়। লাঠিখেলা, অশ্বচালনা থেকে শুরু করে মারকাটারি অ্যাকশন দৃশ্যের জন্য দিনের পর দিন নিজেকে ঝালিয়ে নিয়েছেন। শান দিয়েছেন দিনের পর দিন।
টিজারের সুত্রেই প্রকাশ্যে এসেছে ‘রঘু ডাকাত’ ছবির আরেক বড় চমক কাস্টিং। ক্রূর খলনায়কের চরিত্রে সাদা চুলে অহিন্দ্র বর্মণের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। টিজারে অনির্বাণের লুক নিয়ে হইচই পড়ে গেছে দর্শক মহলে। সঙ্গে রয়েছেন ডাকাত দলের নেত্রী গুঞ্জার ভুমিকায় সোহিনী সরকার, সৌদামিনীর চরিত্রে ইধিকা পাল এবং ডাকাত মায়ের ভুমিকায় রূপা গাঙ্গুলি। টিজারে তাদের প্রত্যেকের লুকও নজর কেড়েছে।
আরও পড়ুন – 50 Years of Sholay: কিংবদন্তি শোলে, মুক্তির পঞ্চাশ বছর পরেও কমেনি তার জৌলুস
ছবি শুরুর শুভ মুহূর্ত ছিল এ বছরের সরস্বতী পূজার দিন। দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতুরি পর ছবির শুটিং শুরু হয় মার্চ মাসে ২০২৫। দীর্ঘ চার বছর পরিকল্পনা, এই প্রজেক্ট এর জন্য গবেষণা ও চিত্রনাট্য নির্মাণ করেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। পরিচালকের এটা স্বপ্নের ছবি, যেখানে ইতিহাস, লোককথা আর অ্যাকশন মিলেমিশে একাকার হয়ে গেছে।
‘রঘু ডাকাত’ (Dev’s Raghu Dakat)-এর প্রেক্ষাপট উপনিবেশিক বাংলা এবং এর কাহিনী তে রয়েছে ফ্যান্টাসি ও ফোকলোরের সংমিশ্রণ। এই কাহিনীতে এক সাধারন ব্যক্তির ব্যক্তিগত ক্ষোভ রূপ নেয় বৃহত্তর বিদ্রোহে। ইতিহাস, লোককথা আর ফ্যান্টাসির মিশেলে তৈরি হয় এক মহাকাব্যিক কাহিনি। যেখানে এক সাধারণ মানুষের ব্যক্তিগত ক্ষোভ রূপ নেয় বিদ্রোহে, আর সেটিই জ্বালিয়ে দেয় স্বাধীনতার আগুন। তাই ছবির প্রেক্ষাপটে বাস্তবতা ফুটিয়ে তুলতে বিশেষ যত্ন ও সতর্কতা নেওয়া হয়েছে।
আরও পড়ুন – আত্মজীবনী
পুজোর মরশুমে মুক্তি পেতে চলা এই সিনেমা দর্শকের চিত্ত বিনোদনের সাথে সাথে দেশবাসীর মনে নিঃসন্দেহে দেশপ্রেম উদ্রেক ঘটাবে। টিজারে (Dev’s Raghu Dakat Teaser) শক্তিশালী ভিস্যুয়াল, প্রতি দৃশ্যের নাটকীয়তা দর্শকদের মুগ্ধ করবে। ছবির মূল আকর্ষণগুলির মধ্যে থাকছে ডাকাত সর্দার দেবের অবতার, অনির্বাণ এর চরিত্রের নাটকীয়তা, ঐতিহাসিক প্রেক্ষাপট, লোককথা এবং অ্যাকশন ভরপুর দৃশ্য। ছবির শুভমুক্তি পুজোর আগে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথম সপ্তাহে। ছবিটির প্রযোজনা রয়েছে এসভিএফ।