Friday, October 17

বিনোদন

মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ‘সেরা’ ছবি ‘ধূমকেতু’, টিজার থেকে গান ভাইরাল সর্বত্র

মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির 'সেরা' ছবি 'ধূমকেতু', টিজার থেকে গান ভাইরাল সর্বত্র
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে থিয়েটারে 'ধূমকেতু'।- ছবি: এক্স।

Dev-Subhashree Dhumketu

দীর্ঘ ৯ বছর পর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। ২০১৬ থেকে ২০২৫। টলিউডের অন্যতম সেরা এই রোম্যান্টিক জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। প্রায় এক দশক আগে যে সিনেমার শুটিং শুরু হয়েছিল, নানা আইনি জটিলতায় তা এতদিন মুক্তি পায়নি। তবে এখন জট কেটেছে। আগামী ১৪ আগস্ট পেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় ‘ধূমকেতু’ ছবির কাজ শুরু হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে। চিত্রগ্রহণ শেষ হয় ২০১৭ সালে। টলিউডে সে সময়ের অন্যতম হিট জুটি ছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সময়ে ছবিটিকে নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে যথেষ্ট উত্তেজনাও তৈরি হয়েছিল। কিন্তু প্রযোজনা সংক্রান্ত সমস্যায় ছবিটির মুক্তি আটকে যায়। অনেকেরই ধারণা ছিল যে ছবিটি আর হয়তো থিয়েটারে মুক্তি পাবে না। তবে অবশেষে অনেক প্রচেষ্টার ফলস্বরূপ হিসেবে ছবিটি প্রকাশ পেতে চলেছে। প্রযোজক রানা সরকার ও দেবের উদ্যোগে অবশেষে ১৪ই আগস্ট ২০২৫ ‘ধূমকেতু’ মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ছবি মুক্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রচারও।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এই ছবির ট্রেলার। ছবির ট্রেলারে দেখা গেছে দেবের অভিনয়ের এক পূর্ণ রূপ। ট্রেলারে এক প্রকারের ব্যাথা, বেদনা ও প্রতিক্ষার দৃশ্য ফুটে উঠেছে।

দেব-শুভশ্রীর এই হিট জুটিকে এক সাথে দেখা গিয়েছিল এক দশক আগে বড়ো পর্দায়। বাংলা সিনেমা জগতে তখন জনপ্রিয় মুখ ছিল তারা। সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরেও তারা এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন। কারণ ছিল এই ছবির রুদ্ধশ্বাস গল্প।

আরও পড়ুন – Avatar 3 Trailer: মুক্তি পেল ‘অবতার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির ট্রেলার, কোথায় এবং কিভাবে এটি দেখবেন?

সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির প্রচারে উদ্দেশ্যে এক আলোচনাসভায় দেবকে বলতে শোনা যায় , দেব নাকি শুভশ্রীর জন্যই এই সিনেমাতে অভিনয় করতে রাজি হয়েছিল। শুভশ্রী এর উত্তরে জানিয়েছে যে এই ছবি তার কাছে অনেক স্মৃতির সাক্ষী, দেবের কাছে নিজের প্রসংশা শুনে আপ্লুত হয়েছেন শুভশ্রী।

‘ধুমকেতু’ আদ্যোপান্ত একটি কমার্শিয়াল ছবি। গল্পে রয়েছে মা ছেলের সম্পর্কে, বিচ্ছেদ, সামাজিক বিচার ও আত্মপরিচয়ের প্রশ্ন। এটি একটি নিছকই প্রেমের গল্প নয়, বরং সমাজে টিকে থাকার এক লড়াই। ইতিমধ্যে মুক্তি পেয়েছে অনুপম রায়ের কণ্ঠে এই ছবির দ্বিতীয় গান ‘মা’। সারেগামাপা অফিসিয়াল-এর তরফ থেকে প্রকাশিত যে গান দেখে আবেগে ভাসলেন স্রোতারা।

এক নজরে ‘ধূমকেতু’

মুক্তির তারিখ – ১৪ই আগস্ট, ২০২৫
কাস্ট – দেব, শুভশ্রী গাঙ্গুলি, চিরঞ্জিত চক্রবর্তী, পরম্ব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ।
পরিচালক – কৌশিক গঙ্গোপাধ্যায়
প্রযোজনা – রানা সরকার ও দেব।
নির্মাতা সংস্থা – দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures)।
জানা গেছে যে ছবিটি পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পাবে।

আরও পড়ুন – সাইয়ারা ছবির সাফল্যের কারণ কি? ‘আশিকি ২’ এর ধাঁচে ছবি তৈরি করেই কি বাজিমাত করলেন মোহিত সুরি?

ধূমকেতু শুধু একটি সিনেমা নয়, এটি একটি অসমাপ্ত অধ্যায়। ছবি মুক্তির মধ্য দিয়েই যার পুনর্জন্ম। তারা আবার প্রমাণ করলেন- ‘এভাবেও ফিরে আসা যায়’। যে গল্প শুরু হয়েছিল দীর্ঘ ১০ বছর আগে, তা এখন পরিণত হতে যাচ্ছে। বাংলা সিনেমায় ইতিহাসে যা স্মরণাতীতকালে দেখা যায়নি। তাই ১৪ই আগস্ট শুধু বড়পর্দায় নয়, পুরোনো স্মৃতি রোমন্থনের সাথে সাথে মানুষের হৃদয়কাশে জ্বলজ্বল করবে এই ‘ধূমকেতু’।

ফলো করুণ-