Darjeeling tour: তুষারের চাদরে বাঙ্গালির প্রিয় ডেসটিনেশন দার্জিলিং। দক্ষিণবঙ্গে গরম যখন দাপট দেখাচ্ছে, দার্জিলিংয়ের পাহাড়ে তখন হঠাৎ করেই তুষারপাত। তবে মে মাসের শুরুতে দার্জিলিংয়ের এমন দৃশ্য সত্যিই বিরল।
সারাবছরই প্রায় দার্জিলিংয়ে পর্যটকদের ঢল দেখতে পাওয়া যায়। তবে ঋতুর বৈচিত্রে পর্যটকের হার কমে বাড়ে। বিশেষত, দক্ষিণবঙ্গে যখন তীব্র দাবদাহ চলতে থাকে, ঠিক তখনই পাহাড় বেশি করে টানে। এই কারনেই বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কে পর্যটকরা বেছে নেন তাঁদের প্রিয় গন্তব্যস্থল দার্জিলিংকে।
Darjeeling tour: সান্দাকফু-তে তুষারপাত
তবে এ বছরে দার্জিলিংয়ে, চলতি মাসে পর্যটকদের উপরি পাওনা ছিল সান্দাকফু-তে তুষারপাত। বৃহস্পতিবার সকাল থেকেই তুষারে ঢাকা পড়ে সান্দাকফু (Sandakphu)। আগামী কয়েকদিনও এরকম তুষারপাত হতে পারে বলে জানা যাচ্ছে। দার্জিলিংয়ে তুষারপাত সাধারণত হয় শীতকালেই। বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি হল তুষারপাতের সময়। তবে, দার্জিলিংয়ের বেশ কিছু পাহাড়ী এলাকা যেমন রিশপ, সান্দাকফু, লাভা, লোলেগাঁও প্রভৃতি জায়গায় তুষারপাতের সম্ভাবনা বেশি থাকে।

দার্জিলিংয়ে বিভিন্ন আকর্ষণীয় টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি জনপ্রিয় স্পট হল সান্দাকফু। সারা বছর জুড়ে এখানে নানান ভ্রমনপিপাসু মানুষ ভিড় করেন। তাছাড়া, আবহাওয়া মনোরম থাকলেও সান্দাকফু-তে অন্যান্য বছর এইরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। তাই দক্ষিণবঙ্গের এই চাঁদিফাটা রোদ ছেড়ে অনেকেই পাড়ি দিচ্ছেন উত্তরে। ভাগ্য ভালো থাকলে মিলতে পারে বরফের দেখা।
তাই ঘুরতে যাবার কোনো প্ল্যান এখনও পর্যন্ত যাদের নেই, তারাও এই সুযোগে প্ল্যান করে ফেলতে পারেন। দার্জিলিংয়ের চোখ জুড়ানো মনোরম দৃশ্যের সঙ্গে যদি তুষারপাতও দেখতে পাওয়া যায়, তাহলে তার থেকে বেশি পাওনা আর কি হতে পারে?
পর্যটকদের ভিড় বাড়ার সাথে সাথে দার্জিলিংয়ের ব্যবসায়ী দোকানদাররাও লাভের মুখ দেখছেন। কারন, অন্য বছর এই সময় টুরিস্টদের দেখা মিললেও, এবার তুষারপাতের জন্য সাধারণের তুলনায় বেশি মানুষজন ভিড় জমাবেন পাহাড়ে। ফলে ব্যবসাসিক ক্ষেত্রে তারাও লাভবান হবেন এমনটাই আশা করছেন অনেকে। শুধু দোকান গুলোই নয়, বিভিন্ন হোটেল গুলোও এবার পর্যটকদের ভিড়ের আশায় তাকিয়ে আছে।
Darjeeling tour: দার্জিলিং ভ্রমণের সেরা সময়

এইসময় দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকে ২০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। তাই দক্ষিণবঙ্গের চাঁদিফাটা গরমের থেকে রেহাই পেতে এটাই দার্জিলিং ভ্রমণের উপযুক্ত সময়। ঝকঝকে সুন্দর আবহাওয়া, গরম না থাকার জন্য পর্যটকরাও পাহাড়কে কাছ থেকে উপলব্ধি করার সুযোগ পাবেন। পরিষ্কার আকাশ পেলে চোখ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ পাবেন।
পাশাপাশি থাকছে টাইগার হিলে সূর্যোদয়ের অভূতপূর্ব দৃশ্য। এ ছাড়া চাবাগান তো আছেই। বর্তমানে দার্জিলিংয়ে প্যারাগ্লাইডিং সহ আরও অনেক রোমাঞ্চকর রাইড আছে যা পর্যটকদের আকর্ষণের অন্যতম কারন। শীতের (অক্টোবর থেকে ফেব্রুয়ারি) সঙ্গে এই সময়টাই দার্জিলিং ভ্রমনের উপযুক্ত সময় হিসেবে অনেক পর্যটক মনে করেন। এরপর বর্ষা চলে এলে পাহাড়ি রাস্তা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই সুযোগ থাকলে বেরিয়ে পড়তে পারেন ব্যাগ গুছিয়ে।