Friday, December 26

বিনোদন

অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’-তে কি শেষপর্যন্ত অক্ষয় খান্নাকে দেখা যাবে? কি জানা গেল?

কিছুদিন আগেই জানা গেছে বড়পর্দায় ফিরছেন ‘বিজয় সালগাঁওকর’। আগামী বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুক্তি পাচ্ছে অজয় দেবগণের জনপ্রিয় থ্রিলার ‘দৃশ্যম ৩’।
অজয় দেবগণের 'দৃশ্যম ৩'-তে কি শেষপর্যন্ত অক্ষয় খান্নাকে দেখা যাবে? কি জানা গেল?
'দৃশ্যম ৩'-তে কি দেখা যাবে অক্ষয় খান্নাকে?

অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’-তে অক্ষয় খান্না

দিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে অসাধারণ অভিনয় করে অক্ষয় খান্না ফের একবার শিরোনামে। ছবিতে ‘রেহমান ডাকাইত’-এর নাম ভূমিকায় তাঁর অনবদ্য অভিনয়, লুক এবং ‘ফ্যাসলা’ ট্র্যাকে তাঁর আইকনিক এন্ট্রি এখন ভাইরাল নেটদুনিয়ায়। অক্ষয় খান্নাকে নিয়ে সেই নিয়ে চর্চা যখন মধ্যগগনে, এমন সময় জানা গেল অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’ ছবিতে আর দেখা যাবে না তাঁকে।

এই কিছুদিন আগেই জানা গেছে বড়পর্দায় ফিরছেন ‘বিজয় সালগাঁওকর’। আগামী বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুক্তি পাচ্ছে অজয় দেবগণের জনপ্রিয় থ্রিলার ‘দৃশ্যম ৩’। আর এই খবর ছড়িয়ে পড়তেই উত্তাল নেটপাড়া।

 

View this post on Instagram

 

A post shared by Star Studio18 (@starstudio18)

জানা যাচ্ছে, দৃশ্যম এর প্রথম দুই পর্বের ব্যাপক ব্যবসায়িক সাফল্যের পর নির্মাতারা ছবির তৃতীয় অধ্যায় নিয়ে এগোচ্ছে। জিতু জোসেফের পরিচালনায় দক্ষিণী তারকা মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেক হল অজয় দেবগণের দৃশ্যম। ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল এই ছবি। বক্সঅফিসেও দারুন সাফল্য মেলে। এরপর আসে হিন্দি ‘দৃশ্যম’-এর দ্বিতীয় কিস্তি, যেখানে পুলিশকর্তার চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় আলোচনায় আসে। কিন্তু এবার অক্ষয়কে সেই ভূমিকায় আর দেখা যাবে না বলেই খবর।


অজয় দেবগণের 'দৃশ্যম ৩'-তে কি শেষপর্যন্ত অক্ষয় খান্নাকে দেখা যাবে? কি জানা গেল?

‘দৃশ্যম ২’ ছবিতে অক্ষয় খান্না

 

কিন্তু ‘দৃশ্যম-৩’ থেকে অক্ষয় খান্নার বাদ পড়ার প্রকৃত কারণ কি? সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যে, মূলত পারিশ্রমিক নিয়ে মতবিরোধরের জেরে ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়াচ্ছেন অক্ষয়। পোড়খাওয়া এই অভিনেত্রীর সঙ্গে এই নিয়ে বিরোধ বেঁধেছে প্রযোজকদের। এটাও জানা গেছে, অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ ছবিতে অভিনয়ের জন্য তিনি নাকি দ্বিগুণ পারিশ্রমিক দাবি করছেন।

অন্যদিকে খবর, ছবিতে নিজের লুক নিয়েও অক্ষয় বদল চাইছেন। ২০২৫ সালে বলিউডের দুই ব্লকবাস্টার ছবি ‘ছাবা’ এবং ‘ধুরন্ধর’ তাঁর চরিত্র নির্বাচনে তুমুল পরিবর্তন এনেছে। ভিন্নধর্মী ভূমিকাতে অভিনয়ের প্রতিই তাঁর নাকি আগ্রহ বাড়ছে। ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ চলচ্চিত্রে তিনি ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। ঠিক তেমনি ‘ধুরন্ধর’ ছবিতেও বাস্তবধর্মী ‘রেহমান ডাকাইত’-এর চরিত্রে অভিনয় করে তিনি সাফল্য পেয়েছেন। তাই এই সিদ্ধান্ত। তবে অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’-তে অক্ষয় খান্নার জায়গায় কাকে দেখা যাবে সে নিয়ে কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি। এমনকি এটাও শোনা যাচ্ছে যে, অক্ষয় খান্নাকে শেষ পর্যন্ত এই ছবিতে রাখার চেষ্টা করা হচ্ছে প্রযোজকদের তরফ থেকে। এখন বিজয় সালগাঁওকরের সঙ্গে ২০২৬ এর গান্ধী জয়ন্তীতে শেষ পর্যন্ত অক্ষয় খান্নাকে দেখা যাবে কিনা সেটাই দেখার।

 

সব ছবি– সংগৃহীত

আরও পড়ুন – না ভারত, না পাকিস্তান- ‘ধুরন্ধর’ ছবির লিয়ারি শহরকে বাস্তবে কোথায় গড়ে তোলা হয়েছিল?

আরও পড়ুন – ‘মুরগির ঠ্যাং’ এখন অতীত, ২০২৫-এ পরপর হিট ছবি আর মোহময়ী লুকে আগুন ঝরালেন অনন্যা পান্ডে

ফলো করুণ-