Drinking Alcohol
একমাস ধরে শুধু বিয়ার পান করে শেষে মারা গেলেন এক ব্যক্তি। কেবলমাত্র বিয়ার খেয়েই তিনি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তা হল না। হওয়ার কথাও নয়। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রায়ং প্রদেশে। ৪৪ বছর বয়সী এই লোকটির নাম ছিল থাওয়েসাক নামওয়ংসা।
কিন্তু কি কারণে এমন আজব সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? কোনো খাবার না খেয়ে শুধু মদ্যপান করলে একসময় তিনি যে আর সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন না, তা কি তিনি জানতেন না? নিশ্চই জানতেন। তা সত্বেও তিনি এরকমভাবেই জীবন কাটাতে চেয়েছিলেন। এর কারণ হল তার মানসিক অবস্থা।
জানা গেছে, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের জটিলতার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। যার কারণে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন – মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ‘সেরা’ ছবি ‘ধূমকেতু’, টিজার থেকে গান ভাইরাল সর্বত্র
প্রতিবেদন অনুসারে খবর, থাওয়েসাক মানসিক যন্ত্রণায় যাবতীয় খাবার এমনকি জল খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। এর বদলে সারাদিন তিনি শুধু বিয়ার খেতেন। অতিরিক্ত মদ্যপান করার ফলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। মৃত্যুর আগে তিনি খিঁচুনি ও অসংলগ্ন আচরণে ভুগছিলেন।
থাওয়েসাকের ছেলে জানিয়েছেন, বাবার হাতে রান্না করা খাবার দিলেও তিনি তা খেতে অস্বীকার করতেন। উল্টে ঘরজুড়ে খালি বিয়ারের বোতল দিয়ে নিজেকে ঘিরে রাখতেন। এমনকি বিছানায় ওঠার জন্য খালি বোতলের মাঝ বরাবর একটি সরু পথ বানিয়েছিলেন যাতে সহজে তিনি যাওয়া-আসা করতে পারেন।
১৬ জুলাই, বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এমার্জেন্সী নম্বরে ফোন করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুর আগে থাওয়েসাকের হাত-পা নীল হয়ে গিয়েছিল।
আরও পড়ুন – Avatar 3 Trailer: মুক্তি পেল ‘অবতার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির ট্রেলার, কোথায় এবং কিভাবে এটি দেখবেন?
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই থাওয়েসাক অবসাদে ভুগতে শুরু করেন। বাড়তে থাকে মদ্যপানের প্রবণতা। সবশেষে তা এতটাই চরমে পৌঁছায় যে, জীবনধারণের জন্য প্রয়োজনীয় রসদটুকুও ত্যাগ করেন।
এক মাস ধরে কেবল বিয়ার খেয়ে বেঁচে থাকার এই প্রবণতা অস্বাভাবিক এবং তার পরিণতি যে মারাত্মক তা প্রমানিত হল। সেই সঙ্গে রেখে গেল সামাজিক ও স্বাস্থ্য সংক্রান্ত একধিক প্রশ্ন।
তথ্যসূত্র- ইন্ডিয়া টুডে