Horrifying Moment in Brazil
বন্ধু-বান্ধবদের সঙ্গে নদীতে গিয়েছিল রাইসা নামের একটি ছোট মেয়ে। আর পাঁচজন যেমন যায় আনন্দ করে। কিন্তু পরিণতি হল ভয়ঙ্কর। সেই নদীর জলে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিল মেয়েটি। শত চেষ্টাতেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁর দেহ। শেষে, এক সাংবাদিক ঘটনাটির লাইভ কভার করার সময় নাটকীয়ভাবে উদ্ধার হয় তাঁর দেহ।
ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব ব্রাজিলের বাকাবালের মেয়ারিম নামের একটি নদীতে। এই নদীতেই মেয়েটিকে শেষবার দেখা গিয়েছিল। উদ্ধার করার পর মেয়েটির শরীরে কোন আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাই অনুমান করা হচ্ছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে তার।
মেয়েটি নিখোঁজ হওয়ার পর থেকেই তার খোঁজখবর নেওয়া শুরু হয়। অনেক খোঁজাখুঁজি করলেও প্রথমে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশ্চর্যের বিষয়, পরে ওই নদীতেই এমন একটি ঘটনা ঘটে যার পরই মেয়েটির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। কি সেই ঘটনা?
মেয়েটি যেদিন জলে ডুবে যায় সেদিন এই মর্মান্তিক ঘটনাটি লাইভ কভার করার জন্য লেনিল্ডো ফ্রেজাও নামের একজন সাংবাদিক সেখানে আসেনে। ‘দ্য সান’ এর প্রতিবেদন অনুসারে, মেয়েটি যেখানে সাঁতার কাটছিল সেখানে নদীর গভীরতা ঠিক কতটা তা দেখানোর জন্য ওই সাংবাদিক নদীতে নেমেছিলেন। গভীর জলের দিকে এগোতে এগোতে তিনি ক্যামেরার সামনে রিপোর্ট করছিলেন। ঠিক এই সময় ঘটে মর্মান্তিক ঘটনাটি।
Brazilian journalist discovers body of missing 12yo girl while filming report about her disappearance pic.twitter.com/73ygG2tGYh
— RT (@RT_com) July 21, 2025
এভাবে নামতে নামতে জল যখন তাঁর প্রায় গলা অবধি এসে পৌঁছায়, তখন তিনি হঠাৎ লাফিয়ে ওঠেন। বলেন, ‘আমার মনে হচ্ছে এখানে জলের তলায় কিছু একটা আছে’। প্রথমে তিনি বেশ ভয় পেয়ে যান। তারপর ওখানে আর না দাঁড়িয়ে দ্রুত জল থেকে থেকে উঠে আসতে শুরু করেন। ওই প্রতিবেদক আরো বলেন, ‘ আমার পায়ে যা ঠেকল, মনে হচ্ছিল ওটা কারোর হাত, মেয়েটার কি? তবে ওটা তো মাছও হতে পারে, আমি কিছুই বুঝতে পারছি না’।
আরও পড়ুন – Ahaan Panday and Aneet Padda: ‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে গোটা দেশ, এই মুভির নতুন জুটিকে কতটা চেনেন?
ঘটনাটা বুঝতে সময় লাগেনি। এই খবর যেতেই, উদ্ধারকারী দল তৎক্ষনাৎ সেখানে ছুটে আসে এবং মেয়ারিম নদীর সেই জায়গায় তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পরে, অনুসন্ধানকারী দল সাংবাদিকের নির্দেশিত স্থান থেকে নিখোঁজ মেয়েটির নিথর দেহ উদ্ধার করে এবং প্রাথমিক পরীক্ষার পর তারা নিশ্চিত করে যে মৃতদেহটি রাইসার। ময়নাতদন্তে জানা গেছে দুর্ঘটনার কবলে পড়েই রাইসার মৃত্যু হয়েছে। খবরে প্রকাশ, উদ্ধার হওয়ার পর দেহটিকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং ওইদিন সন্ধ্যাতেই তার সৎকার্য করা হয়।
জানা গেছে, প্রচণ্ড গরমের জন্য মেয়েটি নদীতে স্নান করতে গিয়েছিল। খরস্রোতা এই নদীর তলদেশে থাকা গর্তের জন্য এখানে সাঁতার কাটা বেশ বিপজ্জনক। রাইসার মৃত্যু এবং বিশেষ করে তাঁর মৃতদেহ উদ্ধারের কাহিনী সকলকে নাড়িয়ে দিয়েছে। তাঁকে নিয়ে খবর করার সময় তারই শরীরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনা একদিকে যেমন বিরল তেমনি হৃদয়বিদারক।
তথ্যসুত্র- এনডিটিভি