একটি নতুন প্রজাতির মাছ আবিষ্কার হল ভারতে। মাছটি দেখতে না দেশী পোনার মতন না হুবহু সরপুঁটির মতন। তবে চেহারায় চাকচিক্য আছে। গঠনেও বেশ মজবুত বলেই মনে হয়। এই নতুন প্রজাতির মাছ আগে কোথাও কখনও দেখা যায় নি। তাই আবিষ্কার হওয়ার সাথে সাথেই করা হয়েছে নামকরণ। নতুন মাছটির নাম রাখা হয়েছে পেথিয়া ডিব্রুগরেনসিস (Pethia Dibrugarhensis)।
অসমের ব্রহ্মপুত্র নদীতে মাছের সন্ধান করার সময় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই নতুন প্রজাতির মাছ। ঐতিহাসিক ডিব্রুগড় শহরের নামে রাখা হয়েছে নতুন মাছের নাম। পেথিয়া ডিব্রুগরেনসিসকে মাছেদের সাইপ্রিনিড পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে আমাদের রুই, কাতলাও পড়ে। বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় মিঠা জলের মাছগুলির মধ্যে এই মাছ অচিরেই অন্যতম হয়ে উঠবে বলে আশা করছেন বিজ্ঞানীদের একাংশ।
বহুদিন ধরে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় জলজ প্রাণীদের জীববৈচিত্র্যের জরিপ করছিলেন বিজ্ঞানীরা। এমন সময় তাঁরা খেয়াল করেন, এক ধরনের মাছ জলের উপর থেকে নিচে বেশ খেলা করছে। দেখামাত্রই বিজ্ঞানীরা কৌতূহলী হয়ে পড়েন। মাছটিকে ধরে নিয়ে শুরু করা হয় পরীক্ষা নিরীক্ষা। দেখা যায়, অন্যান্য মাছের থেকে পাশে মাছটি বৈশিষ্ট্যে সম্পূর্ণ আলাদা। এরপর একে চিহ্নিত করা হয় ভিন্ন প্রজাতির মাছ হিসাবে।
আরও পড়ুন – জলজ্যান্ত একটা মানুষকে আস্ত গিলে খেল অজগর সাপ, ভয়াবহ কান্ডে ঠান্ডা হয়ে আসবে হাত-পা
মাছটির লেজের কাছে একটি কালো স্পট শনাক্ত করা হয়েছে। যেটি একেবারেই অন্য মাছেদের থেকে আলাদা। আবার অদ্ভুতভাবে লেজের চারপাশে আঁশের সংখ্যা ঠিক ১০। এই মাছের বারবেলও দেখতে পাওয়া যায় না। এতসব বৈশিষ্ট্যের সমন্বয়ে এই মাছকে তাই সহজেই চেনা যায়। এই মাছ খেতেও নাকি অপূর্ব। সুতরাং অদূর ভবিষ্যতে আমাদের খাদ্যতালিকায় এই মাছ বিশেষ স্থানও পেতে পারে।
এই মাছের আবিষ্কার ব্রহ্মপুত্র নদীর অববাহিকার জীববৈচিত্র্যপূর্ণ চরিত্রের পরিচয় দেয়। ফলে, ভবিষ্যতে এরকম আরো অনেক নতুন প্রজাতির মাছ সেখান থেকে পাওয়া যেতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা।