ইতালীয় স্কুটার নির্মাতা ভেসপা (Vespa) ভারতের বাজারে উন্মোচন করল বিলাসবহুল নতুন স্কুটার লাইনআপ। বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়। এই রেঞ্জের মধ্যে আছে ভেসপা, ভেসপা এস, ভেসপা টেক এবং ভেসপা টেক এস- এর মত মডেলগুলি।
Vespa Scooter: Vespa Tech এবং Vespa Tech S মডেল
তবে নতুন এই সিরিজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে Vespa Tech এবং Vespa Tech S মডেল দুটি। মডেলগুলোতে অত্যাধুনিক ফিচার্স যেমন – কী-লেস ইগনিশন, ইন-বিল্ট নেভিগেশন ও ৫ ইঞ্চি TFT ডিজিটাল ডিসপ্লে ও ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া, স্কুটারগুলো পাওয়া যাবে ১২৫ সিসি এবং ১৫০ সিসি ইঞ্জিনের বিকল্পে।
Vespa Scooter: মেহেন্দি শিল্পের অনুপ্রেরণায় Vespa Qala
বিশেষ আকর্ষণ হিসেবে বাজারে এসেছে Vespa Qala। ভারতীয় মেহেন্দি শিল্পের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে এই সংস্করণ। পাশাপাশি রয়েছে Vespa S Oro, যেখানে স্বর্নাভ আভায় স্কুটারে ফিনিশিং আনা হয়েছে। ভারতের ঐতিহ্য ও স্বর্ণের প্রতি আবেগকেই এখানে তুলে ধরা হয়েছে। দুটো মডেলই রঙে যেমন চিত্রাকর্ষক তেমনি আধুনিক বৈশিষ্ট্যে ভরপুর।
ভেস্পার ক্লাসিক মডেল এবং S সংস্করণেও আনা হয়েছে নতুন রঙ ও ডিজাইন। ইঞ্জিনে আপগ্রেডেশন আনা হয়েছে। ইঞ্জিন ব্যবহৃত হয়েছে ১২৫ ও ১৫০ সিসি অপশনের।

Vespa Scooter: ভারতের বাজারে দাম
ভেসপার দাম শুরু হচ্ছে ১,৩৩,৫০৪ টাকা (এক্স-শোরুম, কর্ণাটক) থেকে। অন্যদিকে Vespa S এর দাম ১,৩৭,৩৮০ টাকা (এক্স-শোরুম, কর্ণাটক) থেকে শুরু হবে। পাশাপাশি, উন্নত প্রযুক্তিনির্ভর মডেলগুলোর মধ্যে Vespa Tech-এর দাম শুরু হচ্ছে ১,৯৩,৩০৭ টাকা থেকে এবং Vespa Tech S শুরু হবে ১,৯৭,১৮৩ টাকা থেকে। সমস্ত মডেল কর্ণাটকের সব ভেস্পা ডিলারশিপেই পাওয়া যাচ্ছে।
Vespa S 125
তুলনামূলকভাবে, Vespa S 125 স্কুটি সাবেকি ডিজাইনের। এই মডেলে ১২৪.৪৫ সিসির সিঙ্গল সিলিন্ডার, 4-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহৃত হয়েছে যার সর্বোচ্চ শক্তি ৯.৩ bhp। এছাড়া, সঙ্গে আধুনিক সাসপেনশন, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার ও আধা-ডিজিটাল কনসোলও দেওয়া হয়েছে।
Vespa S 150
অন্যদিকে Vespa S 150 মডেলে ইঞ্জিন শক্তি বেড়ে হয়েছে ১১.২ bhp। ব্যবহার করা হয়েছে 149.5cc সিঙ্গেল-সিলিন্ডার, 4-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন। এখানে রয়েছে ABS যুক্ত ফ্রন্ট ডিস্ক ব্রেক ও টিউবলেস টায়ার। স্টাইল, পারফরম্যান্স এবং সেফটির ভারসাম্য রেখে তৈরি হয়েছে এই মডেলগুলো। সঙ্গে আধুনিক সাসপেনশন সহ টিউবলেস টায়ার ও আধা-ডিজিটাল কনসোলও দেওয়া হয়েছে।
Vespa Qala 125, Tech 125 এবং Tech S 125

Vespa Qala 125, Tech 125 এবং Tech S 125 এই তিনটি স্কুটারেরই স্পেসিফিকেশন একই রকম, যার মধ্যে 124.45cc সিঙ্গেল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। সমস্ত মডেলেই ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম সহ ফোর্সড-এয়ার কুলিং এবং একটি ইলেকট্রিক স্টার্টার ব্যবহার করা হয়েছে। এছাড়া, মডেলগুলোতে আধুনিক সাসপেনশন, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার ও আধা-ডিজিটাল কনসোলও দেওয়া হয়েছে।
Vespa Qala 150, Tech 150 এবং S Tech 150
আবার, Vespa Qala 150, Tech 150 এবং S Tech 150 মডেলগুলো একই ধরনের স্পেসিফিকেসন বহন করে। সবকটিতেই 149.5cc সিঙ্গেল-সিলিন্ডার, 4-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। প্রত্যেকেরই ইঞ্জিন শক্তি 11.2bhp। সমস্ত মডেলেই ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম সহ ফোর্সড-এয়ার কুলিং এবং একটি ইলেকট্রিক স্টার্টার ব্যবহার করা হয়েছে। এছাড়া, মডেলগুলোতে আধুনিক সাসপেনশন, ABS যুক্ত ফ্রন্ট ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার ও আধা-ডিজিটাল কনসোলও দেওয়া হয়েছে।
Vespa Scooter: ফুয়েল ট্যাঙ্ক ও নির্গমন
ভেসপার সবকটি স্কুটারে ৭.৪ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এছাড়া, BS VI OBD2 Stage B নির্গমন মানের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে এই স্কুটারগুলো। ভেস্পার দাবি, শহরের রাস্তায় দৈনন্দিন ব্যবহারের জন্যেও এই স্কুটারগুলি উপযুক্ত হয়ে উঠবে।
তাছাড়া, ডিজাইন ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে Qala ও Oro সংস্করণে ভেস্পা আলাদা একটি লুক তৈরি করতে চাইছে, যেখানে গ্ল্যামার, ইতিহাস ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটেছে। পছন্দের রকমভেদে অনেক বেশি গ্রাহকের কাছে পৌঁছতেই সংস্থার এরকম পদক্ষেপ।