দেশের ইলেকট্রিক স্কুটারের বাজারে নতুন চমক Bajaj Auto-র। জনপ্রিয় Chetak-35 সিরিজে আনা হয়েছে আরও একটি নতুন মডেল- Chetak 3503। তবে এই স্কুটারটি বাজাজের একটি এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে স্কুটারটি।
Bajaj Chetak 3503: দাম কত?
নয়া এই স্কুটারটি বাজাজের ৩৫ সিরিজের সবচেয়ে সস্তা মডেল। দাম রাখা হয়েছে ১ লক্ষ ২ হাজার পাঁচশো টাকা (এক্স-শোরুম)। পূর্বে সংস্থার তরফ থেকে Chetak 3501 ও 3502 মডেল বাজারে আনা হয়েছিল। তবে তার সঙ্গে নতুন এই মডেলের পাওয়ারট্রেন এবং হার্ডওয়্যারে তেমন কিছু পার্থক্য নেই। তবে, বেশ কিছু ফিচার কমিয়ে আনা হয়েছে এই নতুন মডেলে।
Bajaj Chetak 3503: ব্যাটারি প্যাক

Chetak 3503 স্কুটারে দেওয়া হয়েছে ৩.৪ কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারি প্যাক। একবার সম্পূর্ণ চার্জ দিলেই প্রায় ১৫১ কিমি ছুটবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৩ কিমি। এছাড়া, চার্জিং সময়ও বেশ দ্রুত। শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে সময় লাগতে পারে মোটামুটি সাড়ে ৩ ঘণ্টা।
Bajaj Chetak 3503: কি কি বাদ পড়ল
বাজাজের এই নতুন স্কুটারে আছে ইকো ও স্পোর্টস হিসাবে দুটি রাইডিং মোড। এছাড়া রয়েছে হিল হোল্ড ফিচারের সুবিধাও। তবে, বেশ কিছু আধুনিক ফিচারও এই মডেল থেকে বাদ পড়েছে। যেমন, সিকোয়েন্সিয়াল ব্লিঙ্কার বা ফুল অ্যাপ কানেক্টিভিটি এই মডেলে থাকছেই না। আবার ডিস্ক ব্রেকের বদলে থাকছে ড্রাম ব্রেক। টার্ন বাই টার্ন নেভিগেশনও বাদ পড়েছে।
Bajaj Chetak 3503: অন্যান্য বৈশিষ্ট্য

তবে Chetak 3503-এ অনেকগুলো দারুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন, কালার এলসিডি ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা, এলইডি হেডলাইট। এর পাশাপাশি থাকছে ৩৫ লিটারের বড় বুট স্পেস, মানে সিটের নিচে জিনিসপত্র রাখার জায়গা বেশ বড়। এর ফলে শহুরে রাস্তায় দৈনন্দিন যাওয়া আসার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
তুলনামূলকভাবে কম দামে একসাথে এতগুলো ফিচারের সমন্বয় নিশ্চিতভাবে গ্রাহকদের নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁরা বাজেটের মধ্যে ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তাঁদের জন্য Bajaj Chetak 3503 একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।