জীবনের অনেক কিছুই সময় নিয়ে হয়—গাছ বড় হতে সময় লাগে, সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে, স্বপ্ন পূরণ হতেও সময় লাগে। ঠিক তেমনই, ভবিষ্যতের জন্য সঞ্চয়ও যদি ধাপে ধাপে হয়, তবে সেটা বহন করা সহজ, চালিয়ে যাওয়া অনেক স্বস্তিদায়ক। আর এখানেই আসে SIP-এর গল্প।
SIP আসলে কি?
SIP মানে ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান’। সহজ বাংলায় বললে, অল্প অল্প করে নিয়মিত টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার এক সহজ উপায়। ধরুন, আপনি প্রতি মাসে ৫০০ টাকা আলাদা করে রাখছেন। আপনি সেই টাকা সরাসরি মিউচুয়াল ফান্ডে জমা করছেন মাসের একটা নির্দিষ্ট দিনে। এইটুকুই।
কেন SIP করবেন?
১. ছোট ছোট বিনিয়োগ
সবাই লাখ টাকা একসাথে বিনিয়োগ করতে পারেন না। কিন্তু মাসে ৫০০ বা ১০০০ টাকা বিনিয়োগ করা অনেকের পক্ষেই সাধ্যের মধ্যে। ছোট থেকে শুরু করে বড় লক্ষ্য পৌঁছানোটাই এই প্ল্যানের মূল বৈশিষ্ট্য।
২. রূপী কস্ট অ্যাভারেজিং
অনেকেই বাজার পড়ে গেলে আতঙ্কিত হয়ে পড়েন। তারা মনে করেন বিনিয়োগের মূল্য কমে যাওয়ার জন্য SIP বন্ধ করলে হয়তো ক্ষতির পরিমাণ আরও কিছুটা কমানো যাবে। কিন্তু মজার বিষয় হল SIP ঠিক তখনই বেশি কাজের। দাম যখন কম থাকে তখন আপনি বেশি ইউনিট কেনেন, আবার দাম বাড়লে কম ইউনিট কেনেন । এতে করে গড় ক্রয়মূল্য কম থাকে। এই সুবিধার নাম হল ‘রূপী কস্ট অ্যাভারেজিং’। নামটা জটিল হলেও ব্যাপারটা কিন্তু একদম সহজ।
৩. চক্রবৃদ্ধি সুদের সুবিধা
যত বেশি সময় ধরে আপনি বিনিয়োগ ধরে রাখবেন, আপনার জমানো টাকার উপরে আবার নতুন টাকা পাবেন। এটাই চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক। অর্থাৎ আপনি রিটার্নের উপর রিটার্ন পাচ্ছেন। টাকায় টাকা আসে অনেকটা সেরকম। বিয়ার মার্কেটের সময় আপনি যদি SIP বন্ধ করে দেন, তাহলে এই চক্রবৃদ্ধি সুদ পাওয়ার সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন।
SIP বন্ধ না করে যদি ধরে রাখতে পারেন তাহলে সময়ের সাথে সাথে একটা বড় তহবিল গড়ে তোলার সুযোগ পাবেন।
৪. নিয়মিত সঞ্চয়ের অভ্যাস
যেভাবে সাবস্ক্রিপশন চার্জের বিল সময়মতো কেটে যায়, তেমনি SIP-ও আপনার সঞ্চয়কে অভ্যাসে পরিণত করতে সহায়তা করে। SIP বিনিয়োগ আপনাকে নিয়মিতভাবে বিনিয়োগ করতে বাধ্য করে। এই ‘অটো’ নিয়মটাই আপনার ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করে।
৫. ভবিষ্যতের জন্য নিরাপত্তা
চাকরি হোক, ব্যবসা হোক বা পড়াশোনা—SIP সবার জন্য। কারণ এটি শুধু বিনিয়োগ নয়, এটি একটি অর্থনৈতিক অভ্যাস।
আর সঞ্চয়ের অভ্যাস জীবনের শুরু থেকেই শুরু করা ভালো। সঞ্চয়ের অভ্যাস আপনাকে একটা সুন্দর, চিন্তামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে।
বিশেষ দ্রষ্টব্য- মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারের ঝুঁকির অধীন। সমস্ত স্কিম সম্পর্কিত তথ্য ও নথি সাবধানে পড়ুন। বিনিয়োগ করার আগে আবশ্যই আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।