Monday, January 26

বিনোদন

দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ অভিনেত্রীর ১০টি নজরকাড়া লুক

ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে জমজমাট এ বছরের ফেস্টিভ ফ্যাশন। কেউ বেছে নিলেন সিল্ক, কেউ শাড়ি, কেউ আবার ঝলমলে লেহেঙ্গা লুকে হাজির হলেন উৎসবের সন্ধ্যায়।
দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ অভিনেত্রীর ১০টি নজরকাড়া লুক
দীপাবলি ফ্যাশন। গ্ল্যামারের ঝলকানি।

দীপাবলি ফ্যাশন মুডের ১০ লুক

দীপাবলির সাজে সাজলেন সিনে দুনিয়ার নায়িকারা। আলোর উৎসবে মেতে উঠলেন রঙবেরঙের লুকে। দীপাবলির সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় যেন ঢেউ খেলে গেল গ্ল্যামার আর ঐতিহ্যের ঝলকে। বলিউড থেকে টলিউডের তারকারা মেতে উঠলেন উৎসবের আমেজে। নিজেদের সেরা রূপে ধরা দিলেন অনুরাগীদের সামনে। উৎসবের সন্ধ্যায় কেউ বেছে নিলেন ঐতিহ্যবাহী পোশাক, কেউ আবার আধুনিক ফিউশন স্টাইল। দেখুন ছবি-


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

রশ্মিকা মন্দানা

 


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

রাজকীয় আভিজাত্য

 

আলোর উৎসবের রশ্মিকা মন্দানা পরেছেন ডিজাইনার অঞ্জনা বোহরার ‘মহারানি কালেকশন’-এর ভানিয়ারা শারারা সেট। পোশাকের মূল রঙ আইভরি অর্থাৎ দুধ-সাদা বা লাইট অফ-হোয়াইট। এর সঙ্গে মিলিয়ে রশ্মিকা পরেছেন গাঢ় সবুজ রঙের কদওয়া জরির ঘরচোলা দুপাট্টা। দুপাট্টার প্রান্তে রয়েছে ঝুল বা ট্যাসেল ডিটেলিং, যা তাঁর পুরো লুকটিতে এনে দিয়েছে রাজকীয় আভিজাত্য আর আধুনিকতা।


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

আলিয়া ভাট

 

আলিয়া ভাটের আউটলুকে ছিল এমব্রয়ডারি করা সফট পিঙ্ক অর্গ্যানজা চিকনকারি কুর্তা এবং একটি প্লিটেড মিন্ট গ্রীন স্কার্ট।


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

প্রতিভা রান্তা

 

এনসেম্বেল ইন্ডিয়ার লাল শাড়িতে ‘লাপাতা লেডিস’ খ্যাত প্রতিভা রান্তার ডেস্টিভ লুক ছিল এককথায় অনবদ্য।


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

সাজের সাতকাহন মানুষী চিল্লার

 

দীপাবলি ফ্যাশন মুডে মানুষী চিল্লার। শাড়ির জৌলুস কখনও ফিকে হয় না। শাড়িতেই বদলে যায় সাজের সাতকাহন। পিঙ্ক আউটফিটের সঙ্গে মানুষী বেছে নিয়েছেন একজোড়া বড়মাপের ইয়াররিং এবং ব্যাঙ্গলস। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, ‘পিঙ্ক শেডে উৎসব আরও সুন্দর হয়ে ওঠে, তাই না?’


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

চোখের ইশারা- প্রিয়া পি ভারিয়ারও

 

উৎসবের দিনে লাল শাড়িতে সেজেছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ারও। মালায়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এ প্রিয়ার সেই চোখের ইশারার কথা নিশ্চয় সবার মনে পড়বে।


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

পিছিয়ে নেই টলিউড- তৃণা সাহা

 

‘কলের বউ’ তৃণা সাহা বেছে নিয়েছিলেন পিঙ্ক-পিচ রঙের লেহেঙ্গা আউটফিট। সঙ্গে ছিল ডিপ নেকলাইনের স্লিভলেস ব্লাউজ। পোশাকের সূক্ষ্ম এমব্রয়ডারি এবং সিকুইনের কাজ ছিল দেখার মত।


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

‘রক্তবীজ’-এর পর- মিমি চক্রবর্তী

 

মাটির প্রদীপ জ্বালিয়ে দীপাবলীর সন্ধ্যায় উৎসবের আমেজে ভেসেছেন মিমি চক্রবর্তী। পুজোয় ‘রক্তবীজ’-এর সাফল্যের পর তিনি এখন বেশ ফুরফুরে মেজাজে। এথনিক স্কার্ট-টপে বেশ মানিয়েছে তাঁকে।


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

স্লিমার শাড়িতে দিব্যা খোসলা কুমার

 

দীপাবলি ফ্যাশন মানেই ট্র্যাডিশনাল আউটফিট। শাড়ির সাজে কথা বলে নারীর রূপ। দুধসাদা স্লিমার শাড়িতে অনবদ্য হয়ে উঠেছেন ভূষণ কুমার ঘরনী দিব্যা খোসলা কুমার।


দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ জন অভিনেত্রীর ৯টি নজরকাড়া লুক

বন্ধু পাশে না থাকলে পুজোর আমেজ মাটি- মৌনী রয় এবং দিশা পাটানি

 

পুজোয় ব্যস্ত দুই বন্ধু- মৌনী রয় এবং দিশা পাটানি। সঙ্গে ছিলেন মৌনীর হাসব্যান্ড সুরজ নাম্বিয়ার। এদিন উৎসবের আমেজে হলুদ-গোলাপী সিল্কের শাড়ি বেছে নিয়েছিলেন মৌনী। দিশার পরনে ছিল সাদা রঙের কুর্তি এবং সবুজ ব্যাঙ্গেলস।

 

সব ছবি- অভিনেত্রীদের ইনস্টাগ্রাম পেজ থেকে

আরও পড়ুন – লেহেঙ্গা লুকে ‘বিশ্বসুন্দরী’ মানুষী চিল্লার, দেখুন ফেস্টিভ ফটোশ্যুটের সেই ছবি

আরও পড়ুন – উৎসবের মরশুমে লাল লেহেঙ্গা চোলিতে আয়না চ্যাটার্জির চোখ ধাঁধানো লুক

ফলো করুণ-