Saturday, October 18

বিনোদন

Rajinikanth Coolie Movie: অগ্রিম বুকিংয়ে ঝড়, ‘কুলি’ জ্বরে আক্রান্ত ‘কাশ্মীর টু কন্যাকুমারী’, অভিনয় জীবনের ৫০তম বছরে ইতিহাস গড়ার পথে রজনীকান্ত

Rajinikanth Coolie Movie: অগ্রিম বুকিংয়ে ঝড়, 'কুলি' জ্বরে আক্রান্ত 'কাশ্মীর টু কন্যাকুমারী', অভিনয় জীবনের ৫০তম বছরে ইতিহাস গড়ার পথে রজনীকান্ত
ইতিহাস তৈরির পথে। Rajinikanth@50। ছবি- এক্স।

Rajinikanth Coolie Movie

কেই বোধহয় বলে রজনীকান্ত। রজনীকান্ত মানেই তোলপাড় বক্স অফিস। চুরমার সব রেকর্ড। আগামীকাল ১৪ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে লোকেশ কানাগরাজ পরিচালিত ছবি ‘কুলি’। তবে মুক্তির আগেই বক্স অফিসে আগুন ধরালো এই ছবি। হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির চারদিন আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়েছে ‘কুলি’। দেশ-বিদেশ মিলিয়ে বিক্রি হয়েছে ৫০ কোটি টাকার টিকিট। ‘স্যাকনিক’-এর রিপোর্ট অনুসারে, মুক্তির একদিন আগে আয়ের এই অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৭৫ কোটিতে। যার মধ্যে শুধু ভারতেই আয় হয়েছে ৩০ কোটির বেশি। এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে অগ্রিম টিকিট বুকিংয়ে সর্বকালের সেরা রেকর্ড গড়ার পথে সান পিকচার্স প্রযোজিত ‘কুলি’ (Rajinikanth Coolie Movie)। ভেঙে যেতে পারে ২০২৩ সালের নেলসন দিলীপ কুমার পরিচালিত ‘জেলার’-এর সাড়ে ৯৬ কোটির মাইলফলক।

Rajinikanth Coolie Movie: ছোঁয়াচে হয়ে উঠেছে ‘কুলি’র আকর্ষণ

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। আমির খান থেকে শুরু করে নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ এবং পূজা হেগড়ের মত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন এই ছবিতে। ফলে দর্শকদের মধ্যে অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবির আকর্ষণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে রজনীকান্তের ক্রেজ রীতিমত ছোঁয়াচে হয়ে উঠেছে। এমনিতেই রজনীকান্তের ছবি মুক্তি পাওয়ার খবর লোকমুখে ভাইরাসের মত ছড়ায়। এর আগেও বহুবার যখনই সুপারস্টারের ছবি এসেছে, দর্শকদের মধ্যে উন্মাদনার ঢেউ বয়ে গেছে। কুলির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বরং ক্রেজ চক্রবৃদ্ধি হারে বেড়েছে। ফলে লাফিলে লাফিয়ে বাড়ছে টিকিট বিক্রির সংখ্যা।

Rajinikanth Coolie Movie: বিদেশে প্রিমিয়ার শো বুকিংয়ে বাজিমাত

বিদেশের বাজারেই প্রথম ‘কুলি’র প্রি-সেল শুরু হয়েছিল। তবে সেখানেও উত্তেজনা ছিল প্রবল। প্রিমিয়ার শো’র অগ্রিম টিকিট বিক্রির আয় প্রায় ২ মিলিয়ন ডলারে (প্রায় ১৭ কোটি টাকা) গিয়ে পৌঁছেছে শুধু উওর আমেরিকাতেই। এমন দৃশ্য এই প্রথম। এক্স হ্যান্ডেলে এই রেকর্ড শেয়ার করে জানিয়েছে খোদ সান পিকচার্স। এর আগে ২০২৩ সালে লোকেশ কানাগরাজের ‘লিও’ অভূতপূর্ব সাফল্যের মুখ দেখেছিল। প্রকাশের দিন ১.৩ মিলিয়ন ডলার আয় করেছিল ‘লিও’। তারও আগে রজনীকান্তেরই আর একটি ব্লকবাস্টার মুভি ‘কাবালি’ প্রিমিয়ার সেলে ১.৯ মিলিয়ন ডলার ঘরে তুলেছিল। তামিল ছবি হিসাবে তাই এখন সেই মুকুট গেল রজনীকান্তের ‘কুলি’র মাথায়। রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ভাবে ছবির মোট প্রি-বুকিং ইনকাম এখন গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটিতে , যা দক্ষিণী সিনেমার কাছে এক বিরলতম সাফল্য।

Rajinikanth Coolie Movie: অগ্রিম বুকিংয়ে ঝড়, 'কুলি' জ্বরে আক্রান্ত 'কাশ্মীর টু কন্যাকুমারী', অভিনয় জীবনের ৫০তম বছরে ইতিহাস গড়ার পথে রজনীকান্ত
সুপারস্টার রজনীকান্ত। কুলি। ছবি- এক্স।

Rajinikanth Coolie Movie: দেশে প্রি-বুকিং কত?

আন্তর্জাতিক বাজারের মত ‘কুলি’ সমান জনপ্রিয়তা পেয়েছে দেশীয় বাজারে। গত শুক্রবার থেকে দেশের বাজারে অগ্রিম টিকিটের বিক্রি ভয়াবহ গতি নিয়েছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিকের মতে, আজ সকাল পর্যন্ত ব্লক সিট সহ ‘কুলি’ প্রায় ৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে এদেশের বাজারে। মুক্তির প্রথম দিনের জন্য ছবির সাফল্য পৌঁছে গেছে একেবারে তুঙ্গে। হিন্দি, তামিল, কন্নড় ও তেলুগু ভাষা মিলিয়ে বিক্রিত টিকিটের সংখ্যা প্রায় ১২ লাখ ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন – Darjeeling: শেলপু পাহাড়ের কোলেই আছে অহলদারা ভিউ পয়েন্ট, পুজোয় দার্জিলিং গেলে এই জায়গা মিস নয়

Rajinikanth Coolie Movie: অভূতপূর্ব পরিস্থিতি?

প্রতীক্ষায় সময় গুনছে ‘কুলি’র দর্শকরা। প্রেক্ষাগৃহে প্রথম দিনের প্রথম শো নিয়ে দর্শকের মধ্যে উচ্ছ্বাস আকাশছোঁয়া।
চেন্নাইতে ফার্স্ট ডে ফার্স্ট শো (FDFS) দেখার জন্য ব্ল্যাকেও টিকিট বিক্রি হচ্ছে। গুজব পাওয়া যাচ্ছে, টিকিটের মূল্য ৪৫০০ টাকা পর্যন্ত গিয়ে পৌঁছেছে সেখানে। এছাড়াও সিঙ্গাপুর এবং ভারতের কোনো কোনো সংস্থা কর্মীদের ছুটি ঘোষণা করেছে, যাতে তাঁরা মুক্তির দিন রজনীকান্তের ‘কুলি’ (Rajinikanth Coolie Movie) দেখতে পারেন।

আরও পড়ুন – ২৩-এ পা দিলেন দিতিপ্রিয়া রায়, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার ‘রানিমা’কে

Rajinikanth Coolie Movie: অভিনয় জীবনের ৫০ বছর

রজনীকান্তের অভিনয় জীবনের ৫০তম বছরে মুক্তি পাচ্ছে এই ছবি। বলা যেতে পারে তাঁর অভিনয় জীবনের গোল্ডেন জুবিলি উদযাপনে ‘কুলি’ বাণিজ্যিক সাফল্যের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের রুপ নিচ্ছে। পরিচালক লোকেশ কানাগরাজ এই ছবিকে দক্ষিণী সিনেমার নতুন দিগন্ত বলে বর্ণনা করেছেন। ছবির সঙ্গীত ও চূড়ান্ত মিক্সকে অসাধারন বলেছেন পরিচালক । যার কারণে দর্শকের প্রত্যাশা এর উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে উঠেছে। ভক্তদের উম্মাদনা, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অগ্রিম বুকিংয়ের রেকর্ড, রজনীকান্তের অদম্য জনপ্রিয়তা, দেশীয় উচ্ছাস- সব কিছু মিলিয়ে বক্স অফিসে তুফান উঠতে চলেছে আগামীকাল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ফলো করুণ-