গরমের সময় বেড়াতে গেলে সঙ্গে অবশ্যই রাখুন প্রয়োজনীয় এই দশটি জিনিসঃ মানুষ মাত্রই কম-বেশি ঘুরতে ভালোবাসে। আর ভ্রমণপিপাসু মানুষেরা সময় ও সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। আবার মে-জুন মাসে কিছু ছুটি-ছাটাও পাওয়া যায়। ফলে ছোট পরিকল্পনা করে ক’দিনের জন্য পাহাড়ে বা সমুদ্রে ঘুরে আসা যায়। ভ্রমণের উদ্দেশ্যে বেরোনোর আগে চলে ব্যাগ গোছানোর প্রস্তুতি পর্ব। এই গরমের দিনে শরীর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে ঘোরার আনন্দ-ও যাতে মাটি না হয় তার জন্য ব্যাগে রাখতে পারেন প্রয়োজনীয় কিছু সামগ্রী। এই সময় তাপমাত্রা বেশ চড়া। তাই সময়পযোগী সামগ্রী সঙ্গে না থাকলে ঘোরার আনন্দ পণ্ড হতে পারে।
১) বেড়াতে গেলে সারাদিন এদিক-সেদিক ঘুরতে হয়। চাইলেই হোটেলে সবসময় ফিরে আসা যায় না। আবার মোবাইল বা হেডফোনে চার্জ শেষ হয়ে গেলে ছবি বা ভিডিও তোলার সুযোগও হাতছাড়া হয়ে যায়। তাই পারলে ব্যগে একটা দুটো পাওয়ার ব্যাঙ্ক রাখলে এই ভয় আর থাকে না।
২) ভ্রমণ মানেই এদিক সেদিক হাঁটাহাঁটি। তাই শরীরের বাকি অঙ্গের মতো পা কে সুস্থ রাখতে সঙ্গে রাখুন এমন এক জোড়া হালকা স্যান্ডেল যা আপনার পা কে আরাম দেবে। হোটেলে থাকার জন্য একজোড়া স্যান্ডেল প্রয়োজন হতে পারে। বাথরুম ব্যবহার এবং কাছাকাছি কোনো রেস্টুরেন্টে হেঁটে আসতে গেলে চটির প্রয়োজন হতে পারে।
৩) অনেকসময় বেড়াতে গেলে এমন জিনিসের প্রয়োজন হয় যা চাইলেই হাতের কাছে পাওয়া যায় না। টর্চ লাইট বা দু-পাঁচটা প্লাস্টিক ব্যাগ কখন যে কোন সময় লাগবে আপনি বুঝতেই পারবেন না। হাতের পাশে থাকলে কাজে লাগবে। পাহাড়ে ঘুরতে গেলে দুটোই অনেকসময় কাজে লাগে।
৪) চড়া রোদে বেড়ানোর সময় সঙ্গে রাখতে হবে ভালো মানের পুনর্ব্যবহারযোগ্য একটি জলের বোতল। এটি রাখা কিন্তু প্রয়োজন। পাহাড়ি অঞ্চলে বা অনেক দুর্গম জায়গায় বেড়াতে গেলে ভালো জল না পাওয়া যেতেও পারে। তখন কাজে আসবে এই জলের বোতল।
৫) হালকা রঙের সুতির এমন পোশাক সঙ্গে রাখুন বা পরিধান করুণ যা এই নাজেহাল করা গরমেও আপনাকে আরাম দেয়।গরমের সময় মাঝে মধ্যেই চলতে থাকে লু। সেই তাপের হল্কা থেকে নিজের মুখে বাঁচাতে সঙ্গে নিতে পারেন সুতির কাপড়ের তৈরি স্কার্ফ। এছাড়া, গরমের সময় আর্দ্রতা জনিত কারণে প্রচুর ঘাম হয়। তাই ঘাম মুছতে সঙ্গে রাখুন তোয়ালে বা রুমাল জাতীয় কোনো দ্রব্য।

৬) আপনার মাথাকে প্রখর রোদের হাত থেকে বাঁচাতে ব্যবহার করুণ ছাতা অথবা ক্যাপ বা টুপি। আজকাল বাজার চলতি নানান সুন্দর সুন্দর টুপি পাওয়া যায় যা আপনাকে সুরক্ষা প্রদানের সাথে সাথে আপনাকে আরো বেশি আকর্ষণীয় ও সুন্দর করে তুলবে। আবার প্রকৃতির খামখেয়ালিপনায় হুট করে বৃষ্টি চলে এলে ছাতারও প্রয়োজন হতে পারে।
৭) বেড়িয়ে পরার আগে সঙ্গে রাখুন ৩০ বা তার বেশি SPF যুক্ত সানস্ক্রিন লোশন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক কে রক্ষা করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরী উপাদান। সমুদ্রসৈকতে ঘুরতে গেলে কাজে আসবে।
৮) প্রখর রোদ থেকে চোখকে রক্ষা করতে UV সুরক্ষা যুক্ত সানগ্লাস সঙ্গে রাখুন। যা সুরক্ষা প্রদানের সঙ্গে চোখের পক্ষে আরামদায়ক।
৯) দীর্ঘ সময় রোদের থাকার ফলে ডিহাইড্রেশন হতে পারে। তাই ডিহাইড্রেশন থেকে শরীর কে রক্ষা করতে সঙ্গে রাখুন ORS বা গ্লুকোজ পাউডার। এছাড়া সঙ্গে অন্যন্য প্রয়োজনীয় কিছু ওষুধ যেমন আমাশা, বমি, মাথাব্যাথা, জ্বরের ওষুধ সঙ্গে রাখা জরুরি।
১০) বেড়াতে গেলে নতুন জায়গায় অনেক নতুন জিনিস নজরে আসে। নিজের সখ এবং ঘর গোছাতে এগুলি কিনতে ইচ্ছে হয়। কিন্তু সঙ্গে যদি একটা অতিরিক্ত এবং হালকা ব্যাগ না থাকে তাহলে কেনার উপায় থাকে না। তাই বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গছানর সময় সঙ্গে নিতে পারেন এরকমই হালকা গোছের দু-একটা ব্যাগ। পছন্দের জিনিস রাখার জায়গা পাবেন।
তাই গরমের সময় বেড়াতে গেলে সঙ্গে অবশ্যই রাখুন প্রয়োজনীয় এই দশটি জিনিস। কাজে আসতে পারে। এই সমস্ত জিনিস সঙ্গে রাখলে ভ্রমণ যেমন একদিকে নিরাপদ ও আরামদায়ক হবে, তেমনি কোনো অংশেই কমবে না ভ্রমণের আনন্দ।