১৯৯৫ সালের যশ রাজ ফিল্মস – নির্মিত বলিউড ব্লকবাস্টার ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) র রোম্যান্টিক জুটি শাহরুখ খান ও কাজল—অর্থাৎ রাজ ও সিমরানের ব্রোঞ্জ মূর্তি স্থান পেতে চলেছে লন্ডনের ঐতিহাসিক লেস্টার স্কোয়ারে। এই বছর অক্টোবরে ছবিটির মুক্তির ৩০ বছর পূর্ণ হবে। সিনেমায় ‘রাজ’ ও ‘ সিমরানের’ একটি আইকনিক ভঙ্গিকে ফুটিয়ে তোলা হবে ব্রোঞ্জের মূর্তিতে।
বুধবার হার্ট অফ লন্ডন অ্যালায়েন্স একটি ঘোষণায় জানিয়েছে যে খুব শিগগিরই DDLG লেস্টার স্কোয়ারের ‘সিন্স ইন দ্য স্কয়ার’ এ যোগ দিতে চলেছে।
লন্ডনের লেস্টার স্কোয়ার বহু বছর ধরে বিশ্ব চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানকার ‘Scenes in the Square’ নামের স্থায়ী প্রদর্শন প্রকল্পে ইতিমধ্যে স্থান পেয়েছেন হ্যারি পটার, মেরিলিন মনরো, মিস্টার বিন, লরেল ও হার্ডি-র মতো বিশ্ববিখ্যাত চরিত্ররা। এবার সেই তালিকায় প্রথমবারের মতো যুক্ত হল ভারতীয় চলচ্চিত্রের রোমান্টিক জুটি—রাজ ও সিমরান।

সিনেমার সংজ্ঞা বদলে দেওয়া ক্লাসিক এই চলচ্চিত্র শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের দর্শকের মনে এক বিশেষ স্থান দখল করে আছে। আজও রাজ ও সিমরানের প্রেমের গল্প আপামর দর্শকের মনকে রোমাঞ্চিত করে। অপরূপ এক ভালবাসার জগতে আমাদের কল্পনাকে পৌঁছে দেয়। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে আর একবার মনে করিয়ে দেয় আমাদের সকলকে।
আদিত্য চোপড়া পরিচালিত DDLG শুধু একটি প্রেমের গল্প নয়—এ এক প্রজন্মের আবেগ, যা শুরু হয়েছিল ঠিক লন্ডন শহর থেকেই। সিনেমার প্রথমভাগে দেখা যায় রাজ ও সিমরান নিজেদের পরিবার নিয়ে লন্ডনে বসবাস করেন। লন্ডনের বিভিন্ন বিখ্যাত স্থান—টাওয়ার ব্রিজ, কিংস ক্রস স্টেশন, হাইড পার্ক, সাউথ ব্যাংকের রাস্তাঘাট, এমনকি বুক স্টোরের দৃশ্য পর্যন্ত—সব কিছুই সেই সিনেমার অংশ হয়ে উঠেছিল।

সিমরানের ইউরোপ ঘুরতে যাওয়ার স্বপ্নের সূচনা হয় লন্ডনের বুকস্টোরে একটি ট্র্যাভেল গাইড কিনে। এরপর এগিয়ে যেতে থাকে সিনেমার গল্পে – রাজ-সিমরানের প্রথম পরিচয়, ঝগড়াঝাঁটি, মজা, ভুল বোঝাবুঝি এবং শেষ পর্যন্ত প্রেম—এ সবকিছুরই প্রেক্ষাপট ছিল ইউরোপ সফর, যার সূচনা লন্ডন শহর থেকেই। সিনেমায় রাজ-সিমরানের সেই বিখ্যাত ট্রেনের দৃশ্য, একসঙ্গে ইউরোপ ঘোরার মুহূর্ত, লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটা—সবই দর্শকের কাছে এক নস্ট্যালজিক সফর।
এই সম্মান গোটা বলিউড তথা দেশের কাছে একটি গর্বের মুহূর্ত। ডিডিএলজে শুধু একটি নিছক প্রেম কাহিনি নয়, ভারতীয় সংস্কৃতি, সম্পর্ক এবং ভালোবাসাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার সফল প্রয়াস।
ছবি মুক্তির ২৭ বছর পরও শাহরুখ কাজলের DDLG আজও প্রতিদিন মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে প্রদর্শিত হয়। আর এবার, লন্ডনের মত শহরে তার স্মৃতিচিহ্ন স্থাপন সেই ভালোবাসাকে আরও একবার বিশ্বের দরবারে নিয়ে এল।