Thursday, November 27

বিনোদন

‘রই রই বিনালে’র মুক্তি ঘিরে আবেগে ভাসছে গোটা অসম, জুবিনকে অন্তত একবার ‘ছুঁয়ে’ দেখতে চায় তাঁর ভক্তরা

জুবিনের মৃত্যুর খবর পাওয়ার পর রীতিমত কান্নায় ভেসেছিল গোটা অসম। বন্ধ করে দেওয়া হয়েছিল ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল, যা আগামী ডিসেম্বরের ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল।
'রই রই বিনালে'র মুক্তি ঘিরে আবেগে ভাসছে গোটা অসম, জুবিনকে অন্তত একবার 'ছুঁয়ে' দেখতে চায় তাঁর ভক্তরা
জুবিন গর্গ। ছবি- ইনস্টাগ্রাম।

জুবিনের শেষ ছবি ‘রই রই বিনালে’

নপ্রিয় সঙ্গীত শিল্পী, অভিনেতা ও সঙ্গীত পরিচালক জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ অসম সহ গোটা দেশ। অসমবাসী যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর মৃত্যুকে। তবে যার কন্ঠে এই প্রজন্ম বারবার মুগ্ধ হয়েছে, যার কন্ঠ ছড়িয়ে রয়েছে গোটা ভারত জুড়ে, সে চলে গেলেও নিভে যায়নি তাঁর সৃষ্টির আলো। তাই শোকের মধ্যেও আজ মুক্তি পাচ্ছে জুবিনের শেষ ছবি ‘রই রই বিনালে’। এই ছবিতে জুবিন তাঁর জীবনের শেষ অভিনয় করেছিলেন। গোটা অসম তাই আজ আবেগে ভাসছে এই ছবিকে ঘিরে। জুবিন ভক্তদের মধ্যে উন্মাদনা এমন জায়গায় পৌঁছেছে যে ছবির প্রি বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট।

জুবিন গর্গ অভিনীত এই সিনেমাটি অসমীয়া ভাষায় এক মিউজিক্যাল রোমান্টিক ড্রামা। যেখানে জুবিন গর্গকে এক অন্ধ গায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটির সঙ্গীত ও কাহিনিতে রয়েছে জুবিনের ভাবনা। জুবিনের ইচ্ছা অনুযায়ী ৩১ অক্টোবর ছবির মুক্তির তারিখ স্থির করা হয়েছে। ‘রই রই বিনালে’র মুক্তির তারিখ নিশ্চিত করেছেন প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এর স্ত্রী গরিমা। জানা গেছে, দীর্ঘ তিন বছর ধরে ছবিটির শুটিং চলেছিল। সবচেয়ে বড় কথা, এই ছবি নিয়ে জুবিন চেয়েছিলেন যে, তাঁর এই সৃষ্টি বড় পর্দায় পৌঁছাক, দর্শকদের ভালোবাসায় বাঁচুক। শুধুমাত্র অসম নয়, কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মত বড় শহরেও মুক্তি পাচ্ছে এই ছবি।

খবর পাওয়া গেছে, অসমের অন্তত ৯০টি হলে মুক্তি পাচ্ছে ‘রই রই বিনালে’। খুলে দেওয়া হয়েছে সকাল ৬টা এবং রাত ১২টার শো। প্রথমদিনে সমস্ত হলে ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রিয় গায়ককে ফের পর্দায় একবার দেখার জন্য মুখিয়ে আছে অসমবাসী।

জুবিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য করমুক্ত করে দেওয়া হয়েছে ছবিটি। এমনকি সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যাচ্ছে যে, ছবি থেকে উপার্জিত জিএসটি বাবদ সমস্ত অর্থ তুলে দেওয়া হবে গায়কের ফাউন্ডেশনের হাতে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নর্থ ইস্ট ফিল্ম ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। কিন্তু সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ মৃত্যু হয় শিল্পীর। তারপরই শোকের ছায়া নেমে আসে অসম জুড়ে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তার শেষ যাত্রায়। প্রায় দেড় মাস পর রই রই বিনালের মুক্তির দিন সেই আবেগে ভেসে অন্তত হাতে না হোক মন থেকে ছুঁয়ে দেখতে চায় জুবিন ভক্তরা।

আরও পড়ুন – ২০ বছর আগে এনরিকের কনসার্ট দেখতে গিয়ে কেঁদেছিলেন বিদ্যা বালান

ফলো করুণ-