Thursday, October 16

‘কান্তারা চ্যাপ্টার ১’-এর লাস্যময়ী অভিনেত্রী রুক্মিণী বসন্তকে চিনুন

রুক্মিণী বসন্ত দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ। তবে এই পুজোয় মুক্তি পাওয়া ‘কান্তারা: আ লেজেন্ড- চ্যাপ্টার ১’ এর সৌজন্যে নেটদুনিয়ায় তিনি এখন একরকম পরিচিতির শিখরে।

ছবিতে রাজকন্যা কঙ্কাবতীর চরিত্রে অভিনয় করে তিনি রীতিমত ভাইরাল। আগস্ট মাসের প্রথমে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কঙ্কাবতীর প্রথম লুক উন্মোচন হয়েছিল। তারপর থেকেই তিনি নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রুক্মিণী বসন্তের পিতা হলেন কর্নেল বসন্ত ভেনুগোপাল। ২০০৭ সালে জম্মু ও কাশ্মীরের উরিতে অনুপ্রবেশকারীদের বাধা দিতে গিয়ে তিনি প্রাণ হারান। কর্নেল বসন্ত ভেনুগোপালকে ভারতের সর্বোচ্চ সামরিক সন্মান মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়।

রুক্মিণী আর্মি স্কুল এয়ার ফোর্স স্কুল এবং সেন্টার ফর লার্নিং-এ শিক্ষা লাভ করেন। লন্ডনের রয়েল একাডেমি অফ ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ে শিক্ষাগত যোগ্যতাও অর্জন করেন তিনি।

রুক্মিণী বসন্ত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নন। ২০১৯ সালে ‘বীরবল’ ট্রিলজিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। ২০২৩-এর ‘সপ্ত সাগরদাছে এল্লো- সাইড এ’ ছবিতে ‘প্রিয়া’র ভূমিকায় তাঁর অভিনয় দর্শক এবং সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

২০২২ সালে মুক্তি পায় কন্নড় ছবি ‘কান্তারা’। ঋষভ শেট্টি অভিনীত, রচিত ও পরিচালিত সেই ছবি ভারতীয় চলচিত্রে আলোড়ন তোলে। ফলে সেই ছবির প্রিকুয়েল ‘কান্তারা: আ লেজেন্ড- চ্যাপ্টার ১’-এর প্রতি দর্শকের প্রত্যাশা স্বাভাবিকভাবেই ছিল আকাশছোঁয়া।

এই প্রিকুয়েলেরই নতুন মুখ হিসেবে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত। ছবিতে ঋষভ শেঠীর বিপরীতে কঙ্কাবতীর ভূমিকায় তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে। 

তবে ছবিতে রাজকন্যা ‘কঙ্কাবতী’ হয়ে ওঠা মোটেই সহজ ছিল না। প্রস্তুতি নিয়েছিলেন দীর্ঘদিন ধরে। ‘কঙ্কাবতী’র শরীরী ভাষা, দৃষ্টিভঙ্গি, আচরণ- সবই আয়ত্ত করতে হয়েছে গভীর মনোযোগ দিয়ে।

করাবলি দক্ষিণ ভারতের এক সমৃদ্ধ সাংস্কৃতিক অঞ্চল। যেখানে লোকবিশ্বাস, ধর্মীয় রীতি আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা একে অপরের সঙ্গে জড়িত। ‘কান্তারা-২’ সেই সংস্কৃতিরই রূপান্তর, যেখানে মানুষ, মাটি ও দেবতার সংমিশ্রনে সিনেমার কাহিনি গড়ে উঠেছে।

‘কান্তারা: আ লেজেন্ড- চ্যাপ্টার ১’ ছবিতে তাঁর চরিত্রের জন্য তাকে ভূতপ্রেত, দেব-দেবীর পূজা এবং করাবলির আচার সম্পর্কে বিশদে জানতে হয়েছিল। আসলে এই ছবি তাকে অনেককিছু শিখিয়েছে। এই ছবি তাঁকে শুধু বড় পরিসরে নিয়ে যায়নি, বরং নিজের ভেতরের শক্তিকেও নতুনভাবে চিনতে শিখিয়েছে। যাইহোক, ‘কান্তারা-২’এর পর খুব শিগগিরই নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকঁকে। শোনা যাচ্ছে ‘টক্সিক’ ছবিতে যশের বিপরীতে নাম লিখিয়েছেন এই কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্ত। 

সব ছবি-

অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজ থেকে।