মিস ইউনিভার্স ২০২৫ ফতিমা বোশ
প্রায় ১০০ জনেরও বেশি প্রতিযোগীকে পিছনে ফেলে ৭৪তম মিস ইউনিভার্স ২০২৫- এর মুকুট ছিনিয়ে নিলেন মেক্সিকোর ফতিমা বোশ। এবছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আসর বসেছিল থাইল্যান্ডের থাইল্যান্ডের ননথাবুরি-তে। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস ভেনিজুয়েলা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে মিস মেক্সিকোর মাথায় শিরোপার মুকুট তুলে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী, ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ। ৫ বছর পর ফের মেক্সিকোতে ফিরল এই খেতাব। মেক্সিকোর হয়ে শেষবার জিতেছিলেন আন্দ্রেয়া মেজা, ২০২০ সালে।
এবারের মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল রাউন্ডে উঠে এসেছিলেন আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস, মেক্সিকোর ফাতিমা বোশ, ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের মা. অহতিসা মানালো এবং থাইল্যান্ডের প্রভিনার সিং।
ভারতের মণিকা বিশ্বকর্মা শেষ শীর্ষ ১২ জনের মধ্যে উঠে আসতে পারেননি।
মিস ইউনিভার্স ২০২৫ ফতিমা বোশ
মিস ইউনিভার্স ২০২৫ ফতিমা বোশ জন্মগ্রহণ করেন ২০০০ সালে টাবাস্কোর ভিলাহেরমোসা শহরে। ছোটবেলার পড়াশোনা সারেন ওই শহরেই। পরে ইবেরো আমেরিকান বিশ্ব বিদ্যালয় থেকে ফ্যাশন ও অ্যাপারেল ডিজাইন নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, ইতালির নুয়োভা অ্যাকাডেমিয়া দি বেল আর্তি এবং লিন্ডনের লিণ্ডন ইনস্টিটিউট থেকে তিনি শানিয়েছেন নিজের দক্ষতা। টেকসই ফ্যাশনের প্রতি তার ঝোঁক ছিল বরাবরই। পরিত্যক্ত উপকরণ ব্যবহার করে নতুন ডিজাইন তৈরি করতে তিনি ভালোবাসেন। পশুদের প্রতিও তিনি অত্যন্ত স্নেহশীল এবং সহমর্মী।
ফতিমা বোশ ছোটবেলায় ডিসলেক্সিয়া, এডিএইচডি এবং হাইপারঅ্যাকটিভিটিতে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু মন থেকে কখনও ভেঙে পড়েননি। দুর্বলতাগুলোকে সময়ের সাথে নিজের শক্তিতে পরিণত করেছেন তিনি।
২০১৮ সালে টাবাস্কোতে ফ্লোর ডি ওরো খেতাব জিতে ফতিমা তাঁর পেজেন্ট জার্নি শুরু করেন। ২০২৫ এর সেপ্টেম্বরে মিস মেক্সিকোর মুকুট আসে তাঁর মাথায়। তারপর নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে যোগদান করেন। আর সেখানেই আজ তিনি জিতে নিলেন সৌন্দর্য প্রতিযোগিতার সেরা শিরোপা- মিস ইউনিভার্স ২০২৫।
তথ্যসূত্র- ইনস্টাগ্রাম
সব ছবি- ইনস্টাগ্রাম
আরও পড়ুন – মিস ইউনিভার্স ২০২৫: শেষমেষ শিরোপা উঠল মেক্সিকোর মাথায়, টপ ৫এ কারা? মনিকা বিশ্বনাথ থামলেন কোথায় গিয়ে?
আরও পড়ুন – স্টার-প্যাকড ‘ধুরন্ধর’ ট্রেলার মুক্তি পেতেই তোলপাড় নেটদুনিয়া





