Saturday, October 18

পুজোর সাজ মানে কি শুধু ব্র্যান্ডেড আর দামি পোশাক? পুজোর আসল ফ্যাশন স্টেটমেন্ট কি হওয়া উচিৎ?

পুজোর সাজ মানে কি শুধু ব্র্যান্ডেড আর দামি পোশাক? পুজোর আসল ফ্যাশন স্টেটমেন্ট কি হওয়া উচিৎ?
স্বাচ্ছন্দ্যেই সাজ হোক। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

পুজোর সাজ, পুজোর ফ্যাশন

শারদ উৎসব মানেই নতুন পোশাক। আর পুজোর সাজ মানে নতুন পোশাকে নিজেকে নতুন রূপে প্রকাশ করা। পুজোর ক’টা দিন বাচ্চা থেকে প্রবীণ সবার মধ্যে নতুন পোশাক নিয়ে উচ্ছ্বাস থাকে। বাজারে চোখ রাখলেই দেখা যায় নানান ধরনের ট্রেন্ডি ফ্যাশনের বাহার- ক্রপ টপ, ধুতি, প্যান্ট, কুর্তা, কুর্তি কিংবা নতুন ধরনের ফিউশন ওয়্যার। তবে এত কিছুর মধ্যে একটি বিষয় কিন্তু মোটেই ভুলে গেলে চলবে না। পুজোর সাজ মানে একদিকে যেমন নতুন ফ্যাশনের মোড়কে নিজেকে আচ্ছাদিত করা, তেমনি পুজোর সাজ বলতে বোঝায় স্বাচ্ছন্দ্য। সাজ বা ফ্যাশন যাই বলুন না কেন তা যদি আরামদায়ক না হয় তাহলে নতুন পোশাক পরে কপালে ভোগান্তিও জুটতে পারে।

অনেক সময় দামী বা ভারী পোশাকের মোহে মানুষ সাজে মেতে ওঠেন। কিন্তু দীর্ঘক্ষণ ঠাকুর দেখা, এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘোরাঘুরি কিংবা ভিড় সামলানোর ব্যস্ততায় এসব পোশাকই হয়ে ওঠে বিরক্তির কারণ। নিজের পোশাকের ভারেই তখন উৎসবের আনন্দই হয়ে যায় মাটি।

আজকালকার ফ্যাশন জগতে ট্রেন্ডি, দামি ও ব্র্যান্ডেড পোশাকের প্রতি ঝোঁক ক্রমশই বাড়ছে। কিন্তু ভেবে দেখতে হবে, পুজোর সময়টা একেবারেই অন্যরকম। সারাদিনের বাইরে থাকা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, রাত জেগে প্রতিমা দর্শন, অবিরাম ছবি তোলা- এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন আরাম। পোশাক যতই দামি হোক না কেন, গায়ে চাপানোর পর তা যদি অস্বস্তির কারণ হয়ে ওঠে তাহলে পুজো দেখার আনন্দ ফিকে হয়ে যায়। তাই নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী আরামদায়ক পোশাকই নির্বাচনই পুজোর সাজ হয়ে ওঠা উচিৎ।

পোশাক বাছাইয়ের সময় শুধু পোশাকের দামটাই মূল কথা নয়। নিজের রুচির সঙ্গে সেটি মানানসই হল কিনা নজর দেওয়া জরুরি। হালকা কটন বা সিল্কের শাড়ি, আরামদায়ক কুর্তা-পায়জামা, কিংবা সহজ পোশাক সালোয়ার-কামিজ, জিনস-টপ এসবও হয়ে উঠতে পারে উৎসবের সেরা সঙ্গী। তার সঙ্গে মানানসই আরামদায়ক জুতো আর হালকা কিছু অ্যাক্সেসরিজ যোগ হলে সম্পূর্ণ হবে পূজোর সাজ।

আসলে পুজো মানেই সাজসজ্জা, নতুন পোশাকে নতুন রূপে নিজেকে উপস্থাপন করা। পুজো মানে শুধু দামি পোশাকের মোড়কে নিজেকে ঢেকে ফেলা নয়। বরং প্রকৃত আভিজাত্য লুকিয়ে আছে স্বাচ্ছন্দ্য আর আত্মবিশ্বাসের মধ্যে। তাই যে পোশাক আপনাকে আরাম দেয়, আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে- সেই পোশাকই হবে আপনার পুজোর আসল ফ্যাশন স্টেটমেন্ট।