Sunday, January 25

বিনোদন

‘বিজয়নগরের হীরে’র সন্ধানে এবার কাকাবাবু, প্রকাশ্যে ট্রেলার

রহস্যের সমাধান করতে ‘কাকাবাবু’ এবার মরিয়া। ট্রেলারের বিভিন্ন দৃশ্যের ঝলকে উঠে এসেছে তাঁর রহস্য উন্মোচনের খন্ড খন্ড অধ্যায়।
'বিজয়নগরের হীরে'র সন্ধানে এবার কাকাবাবু, প্রকাশ্যে ট্রেলার
আসছে 'বিজয়নগরের হীরে'। ছবি- সংগৃহীত।

‘বিজয়নগরের হীরে’

ফের একবার রহস্যের সমাধান করতে বড়পর্দায় আসছেন ‘রাজা রায়চৌধুরী’ অর্থাৎ ‘ কাকাবাবু’। এবারের গন্তব্য কর্নাটকের ঐতিহাসিক বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি। বিজয়নগরে গিয়ে বহুমূল্য হীরের সন্ধান করবেন সাহিত্যের পাতা থেকে উঠে আসা সকলের প্রিয় এই চরিত্র- ‘ কাকাবাবু’। ‘বিজয়নগরের সম্রাটের কাছে নাকি এমন এক হীরে ছিল যেটা আকারে এবং ওজনে কোহিনূরের চেয়েও বড়’। সেই হীরেকে নিয়েই এই ছবির গল্প। মুক্তি পাবে আগামী ২৩ জানুয়ারি। তার আগে আজ প্রকাশ্যে এল ‘বিজয়নগরের হীরে’র টানটান উত্তেজনায় ভরা ট্রেলার।

 

View this post on Instagram

 

A post shared by SVF (@svfsocial)

ট্রেলারের প্রথমেই ‘ কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেছে স্বভাবসিদ্ধ অ্যাকশন অবতারে। তারপরই ট্রেনে করে সোজা তিনি হাজির হয়েছেন হাম্পিতে। বিরূপাক্ষ মন্দিরের সামনে দেখা যায় কাকাবাবু ও তাঁর সাঙ্গপাঙ্গদের। ট্রেলারে তুঙ্গভদ্রা নদীর তীরে হাম্পির ভাস্কর্যমন্ডিত প্রাচীন মন্দির ও প্রাকৃতিক সৌন্দর্যের ঝলক দেখে মন ভরে যায়। কাকাবাবুকে বলতে শোনা যায় এই হাম্পিতেই নাকি রয়েছে ‘বিজয়নগরের হীরের অমীমাংসিত রহস্য’। আর সেই রহস্যের সমাধান করতে তিনি এবার মরিয়া। ট্রেলারের বিভিন্ন দৃশ্যের ঝলকে উঠে এসেছে তাঁর রহস্য উন্মোচনের খন্ড খন্ড অধ্যায়।

প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি হল ‘কাকাবাবু’। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘মিশর রহস্য’ ছবিতে প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘কাকাবাবু’র চরিত্রে দেখা গিয়েছিল। এরপর ২০১৭ সালে এই একই চরিত্রে ভিন্ন গল্প ‘ইয়েতি অভিযান’ নিয়ে ফেরেন তিনি বড়পর্দায়। সেবারও পরিচালকের ভূমিকায় ছিলেন সৃজিত। তবে এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে নির্মিত ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটির পরিচালনা করেছেন চন্দ্রাশিস রায়। মুক্তি পাবে চলতি মাসের ২৩ জানুয়ারি।

ছবিতে কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সন্তুর ভূমিকায় আরিয়ান ভৌমিকের পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজনন্দিনী পাল, অনুজয় চট্টোপাধ্যায়, পুষণ দাশগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্যর মত তারকারা। ‘বিজয়নগরের হীরে’ ছবিটির প্রযোজনা করেছেন যৌথভাবে এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন। ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

 

আরও পড়ুন – জানা গেল ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ

আরও পড়ুন – গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা চোপড়ার হীরের নেকলেসটি দেখুন

 

ফলো করুণ-