বিজয়-রশ্মিকার বিয়ে
বিনোদন জগতে খুশির হাওয়া। ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন ছিল, খুব তাড়াতাড়ি নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দান্না এবং অভিনেতা বিজয় দেবেরকোন্ডা। বিজয়-রশ্মিকার বিয়ের খবরে বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল নেটদুনিয়া। অবশেষে, বহুদিনের সেই জল্পনার অবসান হতে চলেছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়ছেন তাঁরা।
সব ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে বিয়ের পিঁড়িতে বসছেন রশ্মিকা এবং বিজয়। তবে অনুষ্ঠান জমকালো নয়। নিতান্তই ঘরোয়া এবং পরিমিত আয়োজনে চার হাত এক হবে বলে শোনা যাচ্ছে। সঙ্গে থাকবেন দুই পরিবার এবং তাঁদের নিকট আত্মীয়রা।
জানা গিয়েছে, বিয়ের পর হায়দ্রাবাদে আয়োজন করা হবে জমকালো রিসেপশন। আর সেখানেই দেখা যেতে পারে বিনোদন দুনিয়ায় এই জুটির বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের। বিজয়-রশ্মিকার প্রেম অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। ‘থামা’ অভিনেত্রীর অনামিকায় ঝলমলে আংটি দেখে আগেই আঁচ করা গিয়েছিল যে এবার তাঁরা নতুন সংসার পাততে চলেছেন। আর সেই জল্পনায় এবার সিলমোহর পড়ল।
সব ছবি- ইনস্টাগ্রাম
আরও পড়ুন – ২৪,০০০% মুনাফা! ‘ধুরন্ধর’, ‘কান্তারা’কে টপকে ২০২৫ সালের সবচেয়ে বড় হিট এখন এই ছবি
আরও পড়ুন – নিজের এআই সম্পাদিত ছবি দেখে বেজায় ক্ষুব্ধ কঙ্গনা রানাওয়াত




