Thursday, October 16

বিনোদন

হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক

ব্লাশ পিঙ্ক ড্রেপড স্কার্টের সঙ্গে শ্যাম্পেন-টোন করসেট ব্লাউজের নিখুঁত ফিটিংস আর সুইটহার্ট নেকলাইন বাণীর লুকে এনে দিয়েছিল আধুনিকতার ছোঁয়া।
হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক
বাণী কাপুর

মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি

ফি বছরের মত এবারেও ইতিমধ্যে শুরু হয়েছে মণীশ মালহোত্রার ‘দিওয়ালি ব্যাশ’। বলা বাহুল্য মনীশের এই পার্টিতে যোগ দেওয়ার জন্য একরকম মুখিয়ে থাকেন সিনে জগতের তাবড় তাবড় তারকারা। বলিউড থেকে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা নিজেদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে হাজির হন রেড কার্পেটে। কে কাকে টেক্কা দেবেন সেই নিয়ে চলে জোর টেক্কা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের মণীশ মালহোত্রার হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিলেন গৌরী খান, করিনা কাপুর, বাণী কাপুর, শিল্পা শেঠী, সোনাক্ষী সিনহা, তারা সুতারিয়া থেকে অনন্যা পান্ডে, সুহানা খান, জাহ্নবী কাপুরের মতো এক ঝাঁক তরুণ তারকা। ঝলমলে আলো, আভিজাত্যের ছোঁয়া আর বলিউডের গ্ল্যামারে ভরে উঠেছিল গোটা সন্ধ্যা। প্রত্যেকেই তাঁর স্বকীয় রুচি আর ফ্যাশন সেন্সে ভরিয়ে তুললেন মনীশের দিওয়ালি পার্টির পরিবেশ।


হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক

রেড কার্পেটে বাণী কাপুর

 

তবে স্টার-স্টাডেড এই পার্টিতে রীতিমত সকলের নজর কাড়লেন অভিনেত্রী বাণী কাপুর। গোলাপি আর সোনালি রঙের ঝলমলে করসেট গাউনে তাঁর উপস্থিতি হয়ে উঠেছিল একেবারে রাজকীয়। ব্লাশ পিঙ্ক ড্রেপড স্কার্টের সঙ্গে শ্যাম্পেন-টোন করসেট ব্লাউজের নিখুঁত ফিটিংস আর সুইটহার্ট নেকলাইন বাণীর লুকে এনে দিয়েছিল আধুনিকতার ছোঁয়া।


হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক

করসেট গাউনে বাণীর রাজকীয় লুক

 

করসেটের সূক্ষ্ম কারুকার্য আর নরম ড্রেপিংয়ের ভাঁজে মিশে ছিল আধুনিকতা আর রাজকীয় আবেশ।


হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক

মিনিমাল মেক আপ

 

এর সঙ্গে বাণীর মেকআপ ছিল একেবারে মিনিমাল, কিন্তু মার্জিত। কোমল স্কিন ফিনিশ, হালকা হাইলাইট, ন্যুড লিপস্টিক আর চোখে সূক্ষ্ম ব্রাউন শেড- সব মিলিয়ে তাঁর স্বাভাবিক সৌন্দর্যকেই আরও উজ্জ্বল করে তুলেছে।


হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক

অলঙ্কারেও সংযমী বাণী

 

অলঙ্কারেও ছিল সংযমী বাণী- কানে ছোট দুল, হাতে সরু ব্রেসলেট আর একটিমাত্র আঙটির পরিমিত দীপ্তি, ব্যাস।


হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক

নিখুঁত স্টাইল সেন্স

 

ইনস্টাগ্রামে নিজের এই উৎসবমুখর লুকের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তাঁর অভিজাত সৌন্দর্য, নিখুঁত স্টাইল সেন্স এবং মণীশ মলহোত্রার অনবদ্য শিল্পনৈপুণ্যের ছাপ।


হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক

মণীশের ফেস্টিভ মিউজ

 

মিনিমাল মেকআপ, সূক্ষ্ম গয়না আর অনবদ্য ফ্যাশন স্টেটমেন্টে তিনি যেন একেবারে মণীশের ফেস্টিভ মিউজ।


হাইভোল্টেজ প্রি-দিওয়ালি পার্টিতে বাণী কাপুরের গ্ল্যামারাস ফ্যাশন লুক

ঐতিহ্য আর রুচিশীলতার ঝলক

 

সব মিলিয়ে মণীশ মলহোত্রার প্রি-দিওয়ালি ব্যাশ ছিল এক ফ্যাশন ফেয়ারি টেল- যেখানে গ্ল্যামার, ঐতিহ্য আর রুচিশীলতার ঝলক একসঙ্গে মিশে তৈরি করেছে উৎসবের পরিপূর্ণ ছন্দ।

সব ছবি- ইনস্টাগ্রাম

ফলো করুণ-