Sunday, December 21

বিনোদন

ফিরে দেখা: ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমা

২০২৫ সাল বলিউডের জন্য ছিল অন্যতম সফল একটি বছর। কমেডি থেকে রোম্যান্স, অ্যাকশন প্যাকড থ্রিলার থেকে সাসপেন্স- কি পায়নি দর্শকরা! শুধু বড়পর্দায় নয়, ওটিটিতেও ঝোড়ো ইনিংস খেলেছে বেশ কিছু ছবি।
ফিরে দেখা: ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমা
ফিরে দেখা ২০২৫। এবছরের সেরা ১০ সিনেমা। ছবি- ইনস্টাগ্রাম।

২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমা

০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমার তালিকা তৈরি করার শুরুতেই অনুভব করছিলাম এ কাজ মোটেই সহজ হবে না। আর হলও তাই। আসলে এই বছরটা ছিল বলিউডের। একের পর এক ছবি বক্সঅফিসে সাফল্য পেয়েছে। দর্শকরাও একাধিক মনের মতন ছবি পেয়েছে এবছর। ‘ছাবা’, ‘রেইড ২’, ‘সিতারে জমিন পর’-এর মত একগুচ্ছ বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে ২০২৫ সালে। বলা যায়, ২০২৫ সাল বলিউডের জন্য ছিল অন্যতম সফল একটি বছর। কমেডি থেকে রোম্যান্স, অ্যাকশন প্যাকড থ্রিলার থেকে সাসপেন্স- কি পায়নি দর্শকরা! শুধু বড়পর্দায় নয়, ওটিটিতেও ঝোড়ো ইনিংস খেলেছে বেশ কিছু ছবি। তাই নতুন বছরের একেবারে দোরগোড়ায় পৌঁছে একবার দেখে নেওয়া যাক ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমার তালিকায় কোন কোন ছবি জায়গা করে নিতে পারল।

২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমা

 

হোমবাউন্ড

 

বলা যায় এবছরের ‘সেরা ছবি’। ভারত থেকে অস্কারের দৌড়ে গেছে এবার এই ছবি। পরিচালক নিরজ ঘাওয়ান। অভিনয়ে আছেন ইশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুরের মত তারকারা। ২০২০ সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত বশরত পীরের লেখা একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির কাহিনী। এ ছবি দুই বন্ধুর গল্প। সমাজের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসা তাঁদের স্বপ্নের গল্প। এবছরের কান চলচ্চিত্র উৎসবে এই ছবি ব্যাপক প্রশংসা পেয়েছিল। ২০২৫ সালের সেরা ১০ ছবির তালিকায় হোমবাউন্ড সবার উপরে। ২৬ সেপ্টেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীরজের ‘হোমবাউন্ড’।

ধুরন্ধর

 

২০২৫ সালের ‘সবচেয়ে বেশি আলোচিত’ ছবিগুলির মধ্যে অন্যতম আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। বিতর্ক, চর্চা এবং সমালোচনার মধ্যে এই ছবির গতি এখনো অব্যহত। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং আর মাধবন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ, ভারতীয় এক স্পাইয়ের সেই সন্ত্রাসের রন্ধ্রে ঢুকে পড়া এবং পাকিস্তানের লিয়ারি শহরের রাজনীতি এবং গ্যাংস্টারদের কাহিনী নিয়ে গড়ে উঠেছে ছবির প্লট। ছবিতে এফএ৯এলএ গানের দৃশ্যে অক্ষয় খান্নার এন্ট্রি ইন্টারনেটে ঝড় তুলেছে। ধুরন্ধর ২০২৫ এর শেষে বলিউডের ব্লকবাস্টার মুভি। বক্স অফিস কালেকশনে ইতিমধ্যে এই ছবি মুক্তির ১৬ দিনের মাথায় বিশ্বব্যাপী প্রায় ৭৮০ কোটি টাকার ব্যবসা করেছে (প্রাপ্ত তথ্য অনুযায়ী)।

ছাবা

 

অক্ষয় খান্না এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাটি চলতি বছরে ব্যাপক সাড়া ফেলেছিল। ২০২৫ এর হিন্দি ছবির তালিকায় সর্বোচ্চ আয়কারি সিনেমাগুলির মধ্যে অন্যতম লক্ষণ উতরেকার পরিচালিত এই ছবি। ঐতিহাসিক ড্রামা, অসাধারন অভিনযের সংমিশ্রণে ছবিটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। মোঘলরাজা ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না এবং মারাঠা রাজা শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল অসাধারণ অভিনয় করেছেন। সম্ভাজির স্ত্রীর চরিত্রে ছবিতে দেখা গেছে রশ্মিকা মন্দান্নাকে। আবহসংগীতে এআর রহমান। রিপোর্ট অনুযায়ী, এই ছবির বক্সঅফিস কালেকশন প্রায় ৮০৭ কোটি টাকা।


ফিরে দেখা: ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমা

সালটা কি অক্ষয় খান্নার?

 

সিতারে জমিন পর

 

তারে জমিন পর ছবির সাফল্যের পর অনেকটা বছর কেটে গেছে। আমির খানের একের পর এক ছবি যখন বক্স অফিসে মুক্ত করে পড়ছে, সেসময়, এবছর রুপোলি পর্দায় তিনি কামব্যাক করলেন বড় ধামাকা নিয়ে। গত ২১ জুন মুক্তি পায় সিতারে জমিন পর। প্রথম দিন গতানুগতিক গেলেও মুক্তির দ্বিতীয় দিন থেকে পেক্ষাগৃহে দর্শক টানতে শুরু করে এই ছবি। রিপোর্ট অনুযায়ী প্রথম ৪ দিনেই এই ছবি ১১০ কোটি টাকা ঘরে তুলেছিল। বিশেষভাবে সক্ষম কিছু মানুষদের নিয়ে তৈরি হয়েছে ভিন্ন স্বাদের এই সিনেমা। আর পাঁচটা মানুষের মতো এই মানুষগুলোর জীবন নয়। ছবিতে একটি বাস্কেটবল টিমের লড়াইয়ের মধ্যে দিয়ে আমির খান অসাধারণ বার্তা নিয়ে দিয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। প্রযোজনা করেছেন আমির খান ও অপর্ণা পুরোহিত। ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমার তালিকায় জায়গা করে নেওয়া এই ছবি ভালো ফল করেছে।

সাইয়ারা

 

অহন আর অনীতের প্রেমেই বাজিমাত করেছে ‘সাইয়ারা’। যশ রাজ ফিল্মস-এর ব্যানারে মোহিত সুরি পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। বেশ কয়েক সপ্তাহ সাইয়ারা জ্বরে ভুগেছে গোটা দেশ। ভাইরাল হয়েছে এই জুটির অনস্ক্রিন রোম্যান্স। প্রথম ছবিতেই নবাগত এই দুজন অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছে। অহন-অনীতের কেমিস্ট্রি ছাড়াও এই ছবির গানগুলো ভীষণ শ্রুতিমধুর। ছবির দৃশ্য, দুজনের প্রেম, তাঁদের নীরব, নিষ্পাপ অভিব্যক্তি, প্যাশন দর্শকদের মন ছুঁয়ে গেছে। মুক্তির পর প্রথম ৪ দিনে ‘সাইয়ারা’ ১০০ কোটির গণ্ডি পার করেছিল। ৩০০ কোটির ক্লাবে ঢুকেছিল ১৭ দিনে।

জলি এলএলবি ৩

 

২০২৫ শে ফের অক্ষয় কুমার ম্যাজিক দেখালেন লিগ্যাল কমেডি ঘরানার ‘জলি এলএলবি ৩’ সিনেমায়। সঙ্গে আরশাদ ওয়ার্সি, হুমা কুরেশি ও অমৃতা রাও এর মতো তারকারা। ২০১৩ সালের ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। কমেডি, ড্রামাতে ভরপুর এই ছবি এবছর বক্স অফিসে দর্শককে ভরপুর হাসিয়েছে। তেমনি মন জয় করেছে তাঁদের অসাধারণ অভিনয়। গত ১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘জলি এলএলবি ৩।’ মাত্র ১৩ দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল এই ছবি।

থামা

 

চলতি বছরের ২১ অক্টোবর মুক্তি পায় হরর কমেডি মুভি ‘থামা’। দীনেশ ভিজনের ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের নতুন অধ্যায় হল থামা। ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ ও ‘মুঞ্জ্যা’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম সংযোজন এই ছবি। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দান্না অভিনীত এই ছবিতে চিরাচরিত প্রেম কাহিনী নেই। আছে বেতালের গল্প। আছে ভৌতিক কর্মকাণ্ড আর নির্ভেজাল হাসির খোরাক। এছাড়া নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনয় দেখার মতন। এই ছবির গল্প এবং তারকাদের অভিনয় সিনেমার সাফল্যের পথ প্রশস্ত করেছে। রিপোর্ট মোতাবেক প্রথম ৭ দিন থামা ৯৫ কোটি টাকা আয় করেছিল।

কেশরি চ্যাপ্টার ২

 

চলতি বছরেই ১৮ই এপ্রিল মুক্তি পায় ‘কেশরি চ্যাপ্টার ২’। ১০৬ বছর আগের ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায়কে তুলে ধরা হয়েছে ছবিতে। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের আধারে নির্মিত হয়েছে ছবিটি। অভিনয়ে আছেন অক্ষয় কুমার, অনন্যা পান্ডে আর মাধবনের মতো তারকারা। করণ সিং ত্যাগী পরিচালিত, ধর্মা প্রোডাকশনের এই ছবিতে ইতিহাসের মর্মান্তিক স্মৃতি উঠে এসেছে রুপোলি পর্দায়। ছবিতে অক্ষয় কুমারকে আইনজীবী সি শঙ্করান নাইয়ারের ভূমিকায় ব্রিটিশদের বিরুদ্ধে কোর্টে লড়াই করতে দেখা গেছে৷ অন্যদিকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ছবিতে অনন্যা পান্ডের অভিনয় দর্শক মনে রাখবে। আর মাধবনও এখানে অসাধারণ। তবে এত ভালো কিছু থাকা সত্ত্বেও এই ছবি নিয়ে বিতর্ক রয়েছে। তথ্য ‘বিকৃত’ করার অভিযোগ উঠেছে ছবির বিরুদ্ধে। যাই হোক ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমার তালিকায় এই ছবিকে মনে রাখতেই হবে।

ওয়ার ২

 

চলতি বছরে আরো একটি অন্যতম ছবি হৃত্বিক রোশন অভিনীত ‘ওয়ার ২’। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবি ২০১৯ এর ‘ওয়ার’ ছবির সিক্যুয়েল। অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে হৃতিক রোশন, দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণীকে। স্যকনিল্ক এর রিপোর্ট অনুযায়ী ছবির লাইফটাইম কালেকশন ৩৬৪ কোটি টাকা। এবছর ১৪ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি।

রেইড ২

 

২০২৫ সালের মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে নজর কেড়েছে রাজ কুমার গুপ্তার ‘রেইড ২’। দুর্নীতি, কালোটাকা আর রাজনীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির প্লট। আইআরএস ডিসিপি অময় পটনায়কের ভূমিকায় অজয় দেবগন এবারও অসাধারণ। ভিলেনের চরিত্রে রিতেশ দেশমুখ অভিনয়ে তাঁর জাত দেখিয়েছেন। ২০২৫ এর ১ মে পেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তথ্য অনুযায়ী, প্রথম ৯ দিনের শেষে আয়ের নিরিখে ছবিটি ১০০ কোটির গণ্ডি পার করেছিল।


এই হল ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমার তালিকা। আমার সঙ্গে দর্শকদের মত এখানে কিন্তু ভিন্ন হতে পারে। তবে বিচার, বিশ্লেষণ করেই এই তালিকা চুড়ান্ত করা হয়েছে। আরও দুটি সিনেমা, যাদেরকে এই লিস্টে রাখার চেষ্টা করেও রাখা গেল না এবার দিয়ে দিলাম। ব্যক্তিগত মতানুযায়ী এই সিদ্ধান্ত।

সিকন্দর

 

২০২৫ সালের সেরা ১০টি সিনেমার তালিকায় সলমন খানের এই ছবিটি রাখতে হল। চলতি বছরের শুরুতেই ২৮ মার্চ ঈদের দিন মুক্তি পেয়েছিল ‘সিকন্দর’। রশ্মিকার হাত ধরে সলমন খানের এই ছবি প্রত্যাশামত ফল না করলেও ছবির মুক্তির দিন কিন্তু সলমন খান ভালোই দর্শক টেনেছিল। যদিও পরে শো-এর সংখ্যা এবং দর্শক দুটোই কমে যায়। ‘গজিনি’ খ্যাত এআর মুরুগাদোস এই ছবিতে স্ক্রিপ্টের দিকে না তাকিয়ে স্টারকাস্টে ফোকাস করতে গিয়ে আসল ‘ভুল’টা করে বসলেন। পরে অবশ্য এ দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন পরিচালক।

হাউজফুল ৫

 

৩৫০ কোটি বাজেটের ছবি ‘হাউসফুল ৫’। ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন এই সিনেমা। পরিচালক তরুণ মনসুখানি। প্রযোজনার দায়িত্বে সাজিদ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার, হৃতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, ডিনো মোরিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, চিত্রাঙ্গদা সিং, নার্গিস ফকরি, ববি দেওল, শ্রেয়াশ তলপাড়ে, চিত্রাঙ্গদা সিংয়ের মতো একগুচ্ছ তারকা অভিনয় করেছেন কমেডি থ্রিলার ঘরানার এই সিনেমায়। ‘হাউসফুল ৫’ কমেডি সিনেমা হিসেবে তাঁর ভক্তদের মন কতটা জয় করেছে তা নিয়ে আলোচনা না করাই ভালো। তবে সমালোচনা অনেক সহ্য করতে হয়েছে। ৬ জুন মুক্তি পেয়ে ‘হাউসফুল ৫’ ১০০ কোটির গণ্ডি পার করেছিল চতুর্থ দিনে।

-বক্স অফিস কালেকশনের সমস্ত তথ্য সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী। প্রতিবেদনের মতামত নিজস্ব।

আরও পড়ুন – ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা?

আরও পড়ুন – ২০২৬ সালের অস্কারের দৌড়ে নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’

ফলো করুণ-