Dhurandhar Movie

প্রায় তিন দশকের এই অভিনয় জীবনে ২০২৫ সাল অক্ষয় খান্নার জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। ‘বিশেষ করে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য।

ইতিমধ্যেই ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ এবং ঋষভ শেটির ‘কান্তারা চ্যাপ্টার ১’-কে পিছনে ফেলে মাত্র ২১ দিনেই মাইলস্টোন গড়েছে এই ছবি।

ধুরন্ধর’ ছবির নির্মাতারা এশিয়ারই একটি প্রসিদ্ধ শহরে নিপুণ হাতে তৈরি করেছেন অবিকল এই শহরকে। অসাধারণ শৈল্পিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ফুটিয়ে তুলেছেন লিয়ারির রাস্তাঘাট, ঘরবাড়ি এবং স্থানীয় সংস্কৃতিকে।

গত রবিবার, আদিত্য ধর পরিচালিত এই ছবি সানি দেওলের ‘গদর ২’ (৫২৫ কোটি) এবং শাহরুখ খানের ‘পাঠান’ (৫৪৩ কোটি টাকা)-এর আজীবন আয়কে ছাড়িয়ে গেছে।

ছবির প্লট থেকে শুরু করে ছবির হাই অক্টেন অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাদের হাড় হিম করা উপস্থিতি দেশজুড়ে এখন চর্চার কেন্দ্রে। এরই মধ্যে শোনা গেল খুব তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘বছরের সেরা ব্লকবাস্টার ছবি।’

অভিনয়ের পাশাপাশি, সারা অর্জুন মডেলিং দুনিয়াতেও পরিচিত একটি নাম। মাঝে মাঝেই সমাজমাধ্যমে গ্ল্যামারাস লুকে তিনি ধরা দেন তাঁর অনুরাগীদের কাছে।

ভক্তদের কেউ কেউ FA9LA গানে অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি মুহূর্তটি ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের ‘জামাল কুদু’ গানের সঙ্গে সরাসরি তুলনা করেছেন। তাঁদের বক্তব্য, এটাই অক্ষয় খান্নার ‘জামাল কুদু’ মুহূর্ত।

রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের একগুচ্ছ তারকা। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন এবং দক্ষিণী নায়িকা সারা অর্জুন।

প্রায় দুবছর পর ধুরন্ধর ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরলেন রণবীর। মূলত রোম্যান্টিক হিরো হিসেবে বলিউডে তিনি পরিচিত হলেও, ধুরন্ধর ছবিতে তাঁকে একেবারে নতুন অবতারে দেখা গেছে।

কাউন্টার টেরোরিজম নিয়ে নির্মিত এই ছবির চরিত্রগুলোর সঙ্গে নাকি ‘হুবহু’ মিল রয়েছে বাস্তব জীবনের বিভিন্ন গল্পের। কি সেই গল্প? ছবির চরিত্রের সঙ্গে বাস্তবের কোন চরিত্রের মিল রয়েছে?