Thursday, November 27

বিনোদন

স্টার-প্যাকড ‘ধুরন্ধর’ ট্রেলার মুক্তি পেতেই তোলপাড় নেটদুনিয়া

‘ধুরন্ধর’ ট্রেলার জুড়ে ফুটে উঠেছে দমদার স্টার-প্যাকড স্ক্রিন। সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপালকে একের পর এক অধ্যায়ে পরিচয় করানো হয়েছে। অক্ষয় খান্না এবং অর্জুন রামপালকে দেখানো হয়েছে অত্যন্ত হিংস্র এবং আগ্রাসী চরিত্রে।
স্টার-প্যাকড 'ধুরন্ধর' ট্রেলার মুক্তি পেতেই তোলপাড় নেটদুনিয়া
স্টার-প্যাকড 'ধুরন্ধর' ট্রেলার। ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

‘ধুরন্ধর’ ট্রেলার

বশেষে প্রকাশ্যে এল রণবীর সিং অভিনীত অ্যাকশন স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার। মাত্র ৪ মিনিটের ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ইয়ামী গৌতমের স্বামী, পরিচালক আদিত্য ধর যে দুর্ধর্ষ অ্যাকশন ড্রামা নিয়ে কামব্যাক করছেন, ট্রেলারে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। বড়দিন এবং নতুন বছরের আগে তাই এই ছবি পেক্ষাগৃহে মেগা ধামাকা হতে চলেছে। ট্রেলার মোতাবেক ছবিতে রয়েছে শক্তিশালী কাস্টিং এবং টানটান উত্তেজনা। ট্রেলারে স্পষ্ট, ছবির গল্পের নেপথ্যে রয়েছে পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দূর্ধর্ষ অভিযানের গল্প।

‘ধুরন্ধর’ ট্রেলার জুড়ে ফুটে উঠেছে দমদার স্টার-প্যাকড স্ক্রিন। সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপালকে একের পর এক অধ্যায়ে পরিচয় করানো হয়েছে। অক্ষয় খান্না এবং অর্জুন রামপালকে দেখানো হয়েছে অত্যন্ত হিংস্র এবং আগ্রাসী চরিত্রে। প্রায় অচেনা অবতারে এই দুজনকে দেখে একেবারে শিউরে উঠেছেন দর্শকরা। ট্রেলারের খন্ড খন্ড দৃশ্যে যেন জীবন্ত হয়ে উঠেছে তাদের নেতিবাচক চরিত্র। ট্রেলার অনুযায়ী, ‘রেহমান ডাকাত’ নামের খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। অর্জুন রামপাল অভিনয় করেছেন ‘মেজর ইকবাল’-এর ভূমিকায়, ‘অজয় সান্যাল’ নামের এক ভারতীয় গোয়েন্দার চরিত্রে দেখা যাবে আর মাধবনকে এবং ‘চৌধুরী আসলাম’-এর ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।

‘ধুরন্ধর’ ট্রেলার- অর্জুন রামপাল

 

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

‘ধুরন্ধর’ ট্রেলার শুরু হতেই রক্তাক্ত অবস্থায় দেখা যায় রনবীর সিংকে। তাঁর ওপর অত্যাচারের পাশবিকতার ভিডিও সামনে এসেছে। ভারতীয় স্পাই এর ভূমিকায় ছবিতে দেখা যাবে তাঁকে। খলনায়ক অক্ষয় খান্নাকে পরিচয় করানো হয়েছে ‘দ্য অ্যাপেক্স প্রিডেটর’ হিসাবে। সোমবার রনবীর সিং তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অক্ষয়ের ফার্স্ট লুক প্রকাশ্যে আনেন। রহস্যময়, হিংস্র ও রণকৌশলে পারদর্শী একজন কঠিন প্রতিপক্ষ হিসাবে তিনি অবতীর্ণ হয়েছেন। ট্রেলারের মাত্র কয়েক সেকেন্ডেই তীক্ষ্ণ দৃষ্টি, ভয়ংকর অভিব্যক্তি এবং ক্রূর লুকে নিজের ওজন স্পষ্ট করে দিয়েছেন তিনি। ইঙ্গিত মিলেছে, নায়কের সামনে তিনিই হয়ে উঠবেন সবচেয়ে জটিল প্রতিপক্ষ।

‘ধুরন্ধর’ ট্রেলার- ‘দ্য অ্যাপেক্স প্রিডেটর’ অক্ষয় খান্না

 

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

এর আগেই অবশ্য অভিনেতা আর মাধবনের প্রথম লুক ইন্টারনেটে ঝড় তুলেছিল। ‘কর্মের সারথি’ হিসেবে তাঁকেও পরিচয় করিয়ে দিয়েছিলেন রনবীর সিং৷ খবর অনুযায়ী, ছবিতে তিনি বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকায় অভিনয় করেছেন। অপরদিকে, সঞ্জয় দত্তর লুকও আগুন ধরিয়েছে দর্শকদের মনে। ‘দ্য জিন’ বলে পরিচয় করান হয়েছে ট্রেলারে।

‘ধুরন্ধর’ ট্রেলার

 

ছবির পরিচালক আদিত্য ধর এর আগে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। ক্রাইম থ্রিলার ঘরানার ছবি তৈরি করতে তিনি সিদ্ধহস্ত। জানা গেছে দুই কিস্তিতে মুক্তি পাবে তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’। প্রথম পার্ট মুক্তি পাচ্ছে এই ডিসেম্বরে। পরের কিস্তি আগামী বছর। ছবিটির প্রযোজনা করেছেন জিও স্টুডিও, সারেগামা ইন্ডিয়া এবং বি৬২ স্টুডিয়ো ৷

 

আরও পড়ুন – দীর্ঘ ১০ বছর পর ফের বড় পর্দায় ফিরছে ‘মুন্নি’, ওরফে হর্ষালি মালহোত্রা

 

ফলো করুণ-