Thursday, November 27

বিনোদন

সোহিনী ও ঋতাভরীর ‘ব্যক্তিগত’ হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে

কিন্তু ব্যাপারটা আরো রহস্যময় হয়ে ওঠে তার পরেই। কিছু একটা মেসেজ পাঠিয়ে ঋতাভরী সাথে সাথে সেটি ডিলিট ফর এভরিওয়ান করে দেন।
সোহিনী ও ঋতাভরীর 'ব্যক্তিগত' হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে
সোহিনী ও ঋতাভরী। ছবি- ইনস্টাগ্রাম।

সোহিনী ও ঋতাভরীর গোপন চ্যাট

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোহিনী সরকার ও ঋতাভরীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট। চ্যাটের স্ক্রিনশট আপলোড করা হয়েছে সোস্যাল মিডিয়ায়। আর সেখানে দুজনের মধ্যে যা মেসেজ আদানপ্রদান হয়েছে, সেগুলি দেখে মনে হচ্ছে ব্যাপারটা একেবারেই ব্যক্তিগত । চ্যাটের লাইনগুলো দেখে সন্দেহ হয়, তাহলে কি ভুল করে পোস্ট করে ফেললেন দুজনের কেউ? নাকি হ্যাক হয়ে গেল তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট?

ভাইরাল হওয়া স্ক্রিনশটে সোহিনী সরকার পরিষ্কার লিখছেন- ‘ফ্রি আছিস রে? আমি তোর বাড়ি আসছি। ও আবার আমার সঙ্গে ওরকম করল…সবার সামনে…আমি আর মেনে নিতে পারছি না।”

উত্তরে ঋতাভরী লেখেন- ‘এসো, চলে এসো। শান্ত হও চিন্তা করো না। আমার এদিকেও এ কি অবস্থা। তুমি আসো, কিছু একটা সলিউশন বের করে নেব আমরা।’

কিন্তু ব্যাপারটা আরো রহস্যময় হয়ে ওঠে তার পরেই। কিছু একটা মেসেজ পাঠিয়ে ঋতাভরী সাথে সাথে সেটি ডিলিট ফর এভরিওয়ান করে দেন। তাতে সোহিনী একেবারে চরম বিস্ময় প্রকাশ করে লেখেন- ‘কি? এসব কি বলছিস তুই?’

ব্যাস, স্ক্রিনশটে এইটুকুই লেখা। আর তাই পড়েই যেন উত্তাল গোটা সমাজমাধ্যম। কেউ ভেবেই পাচ্ছেন না এ কি তাহলে দুই তারকার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন? নাকি অন্য কিছু?

তবে ব্যাপারটা যতটা সিরিয়াস দেখাচ্ছে, আদতে তা কিন্তু নয়। ঘটনা হল, পরিচালক প্রতীম ডি গুপ্তার নতুন ওয়েব সিরিজ ‘কার্মা কোর্মা’ মুক্তি পাচ্ছে এই ডিসেম্বরে। বিষয়টি তারই একটি অত্যন্ত নিখুঁত প্রমোশন। সিরিজের প্রচারের অংশ হিসেবেই এই চ্যাট ছড়ানো হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

এই সিরিজে দুই নারী চরিত্রের ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তীকে। সঙ্গে আছেন ঋত্বিক চক্রবর্তী। দুই বান্ধবীর গল্প শুরু হয় এক কুকিং ওয়ার্কশপে। তারপর পরিচয় এবং বন্ধুত্ব, যা ধীরে ধীরে পরিণত হয় প্রতিশোধের উত্তাল স্রোতে। এই ডিসেম্বরেই হইচই–তে মুক্তি পাবে ‘কার্মা কোর্মা’ সিরিজ। তার আগে সিরিজের এহেন অভিনব প্রচারে একরকম তাজ্জব নেট নাগরিকরা।

আরও পড়ুন – অর্জুন দত্তর ‘ডিপ ফ্রিজ’- বিচ্ছেদের মধ্যে সুতোর টান

ফলো করুণ-