Sunday, January 25

বিনোদন

চলতি বছরের শেষেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’

গত বছর, শাহরুখ খান তাঁর ৬০তম জন্মদিনে “কিং” ছবির প্রথম টিজার প্রকাশ্যে আনেন। শনিবার, তিনি নিজের ইনস্টাগ্রামে ছবির ঝলকটি শেয়ার করে বলেছেন যে, এই বছরেই অর্থাৎ ২০২৬ সালের…
চলতি বছরের শেষেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি 'কিং'
'কিং' টিজারের একটি দৃশ্যে শাহরুখ খান। ছবি- সংগৃহীত।

শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’

খুব শিগগিরই বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা। কিং খানের ভক্তদের জন্য বছরের শুরুতেই সুখবর। চলতি বছরের শেষেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’। তার প্রায় ১১ মাস আগে প্রকাশ্যে এল ছবির মুক্তির তারিখ এবং অবশ্যই সঙ্গে একটি টিজার।

ছোট্ট ঝলকের শুরুতেই কালো স্ক্রিনে উঠে আসছে লেখা- ‘গর্জে ওঠার সময় এসে গেছে’। তারপরই বরফে মোড়া পাহাড়ের চূড়ায় সাদা শার্ট এবং নীল জিন্সে দাঁড়িয়ে রীতিমত হুংকার দিতে দেখা গেছে কিং খানকে। রক্তাক্ত তাঁর গোটা শরীর। সুবিশাল একটি কাঁচের ছাদ ভেঙে তিনি ঝাঁপিয়ে পড়ছেন। চোখে মুখে প্রতিশোধের ছাপ স্পষ্ট। প্রথম ঝলকেই বোঝা গেল এবার ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে ফিরছেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষিত এই ছবিতে শাহরুখ খানের লুক ভক্তদের মোহিত করেছে। বলিউড বাদশাকে এই ছবিতে একটি শক্তিশালী অবতারে দেখা মিলবে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। ছোট্ট এই টিজার তাঁকে বলতে শোনা গেছে শক্তিশালী এক সংলাপ- “ডর নেহি, দেহশত হুঁ” (‘ভয় নই, আমি আতঙ্ক’)।

শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর কাস্টিং নিয়ে রয়েছে চমক। কারণ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবিতেই দেখা যাবে শাহরুখ কন্যা সুহানা খানকে। ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি এবং জয়দীপ আহলাওয়াত-এর মতো অভিনেতাদের।

গত বছর, শাহরুখ খান তাঁর ৬০তম জন্মদিনে “কিং” ছবির প্রথম টিজার প্রকাশ্যে আনেন। শনিবার, তিনি নিজের ইনস্টাগ্রামে ছবির ঝলকটি শেয়ার করে বলেছেন যে, এই বছরেই অর্থাৎ ২০২৬ সালের ২৪ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে ছবিটি মুক্তি পেতে চলেছে। অ্যাকশনে ভরপুর এই সিনেমা শাহরুখ অনুরাগীদের কাছে একেবারে যে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে, টিজারে তা একেবারেই স্পষ্ট।

 

 

আরও পড়ুন – দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নিচ্ছেন নেহা কক্কর?

আরও পড়ুন – অস্কারের চূড়ান্ত তালিকা থেকে বাদ ‘হোমবাউণ্ড’

ফলো করুণ-