Saturday, October 18

বিনোদন

Serial TRP List: চলতি সপ্তাহের টিআরপি লিস্ট, ‘পরশুরাম’ এবং ‘ফুলকি’র জমজমাট লড়াই, প্রথম স্থান কার দখলে? বেহাল অবস্থা কার?

Serial TRP List: চলতি সপ্তাহের টিআরপি লিস্ট, 'পরশুরাম' এবং 'ফুলকি'র জমজমাট লড়াই, প্রথম স্থান কার দখলে? বেহাল অবস্থা কার?
প্রথম স্থান কার? কে পিছিয়ে গেল? ছবি- ইন্সটাগ্রাম।

Serial TRP List This Week

সামনে এল এ সপ্তাহের বাংলা মেগা সিরিয়ালগুলির টিআরপি তালিকা। টিআরপি লিস্টে কোন সিরিয়াল এগোল আর কে পিছিয়ে গেল, সেই নিয়ে সপ্তাহভর থাকে অপেক্ষা। সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা বা তাঁদের সিরিয়াল জায়গা ধরে রাখতে পারলো কিনা এই লিস্টেই তা জানা যায়। নম্বর ভালো পেলে তো ভালোই, যদি এদিক-সেদিক হয় তাহলেই বদলে যায় অনেক কিছু। দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি লিস্টে কোন সিরিয়াল কত নম্বর পেল।

গত কয়েকমাসের মতোই টিআরপি তালিকার প্রথমেই রয়েছে স্টার জলসার সিরিয়াল ‘পরশুরাম’। এ সপ্তাহেও তার অন্যথা হয়নি। এই সপ্তাহেও ৭.৪ নম্বর পেয়ে টিআরপি তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে ‘পরশুরাম’। দ্বিতীয় স্থানে অবস্থানে করছে ‘ফুলকি’ সিরিয়ালটি। প্রত্যেক সপ্তাহে তালিকা বদল হলেও ফুলকি মোটামুটি প্রথম স্তরেই থাকে। ফুলকি’র ঝুলিতে আছে ৬.৯ নম্বর।

এই সপ্তাহে তিন নম্বরে রয়েছে একসঙ্গে দুটি সিরিয়াল – ‘চিরসখা’ ও ‘জগদ্ধাত্রী’। দুটি সিরিয়ালই ৬.৬ নম্বর নিয়ে টিআরপির তৃতীয় স্থানে রয়েছে। ‘রানী ভবানী’ নতুন সিরিয়ালটিও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। ৬.৫ নম্বর নিয়ে চতুর্থ স্থানে আছে এই সিরিয়াল।

পাঁচ নম্বরে রয়েছে ‘রাঙামতি’ ও ‘পরিণীতা’। এই দুটিরই প্রাপ্ত নম্বর ৬.৪। ৫.৭ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। সপ্তম নম্বরে আছে দুটি সিরিয়াল। ‘গৃহ প্রবেশ’ ও ‘অনুরাগের ছোয়া’ সিরিয়াল দুটি যথাক্রমে ৫.৫ নম্বর নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে।

আট নম্বরে ৫.৪ নম্বর নিয়ে রয়েছে ‘আমাদের দাদামনি’। প্রথম থেকেই টিআরপি এর প্রথম দিকের স্থান দখল করে থাকলেও এ সপ্তাহে ৫.৩ নম্বর নিয়ে ‘কথা’ সিরিয়াল আছে নবমস্থানে। ‘কোন গোপনে শন ভেসেছে’ আছে দশম স্থানে, এর প্রাপ্ত নম্বর ৪.৪।

আরও পড়ুন – সাইয়ারা ছবির সাফল্যের কারণ কি? ‘আশিকি ২’ এর ধাঁচে ছবি তৈরি করেই কি বাজিমাত করলেন মোহিত সুরি?

টিআরপি তালিকা (Serial TRP List) হিসাবে সেরা সিরিয়াল

প্রথমস্থান- পরশুরাম (৭.৪)

দ্বিতীয়স্থান – ফুলকি (৬.৯)

তৃতীয়স্থান – জগদ্ধাত্রী, চিরসখা (৬.৬)

চতুর্থস্থান – রাজরাজেশ্বরী রানী ভবানী (৬.৫)

পঞ্চম স্থান – পরিণীতা, রাঙামতি তীরন্দাজ (৬.৪)

ষষ্ঠ স্থান – চিরদিনই তুমি যে আমার (৫.৭)

সপ্তম স্থান – গৃহপ্রবেশ, অনুরাগের ছোয়া (৫.৫)

অষ্টম স্থান – আমাদের দাদামনি (৫.৪)

নবম স্থান – কথা (৫.৩)

দশম স্থান – কোন গোপনে মন ভেসেছে (৪.৪)

আরও পড়ুন – Ahaan Panday and Aneet Padda: ‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে গোটা দেশ, এই মুভির নতুন জুটিকে কতটা চেনেন?

প্রত্যেক সপ্তাহেই টিআরপি-তে কোনো সিরিয়ালের নম্বর বাড়ে আবার কোনোটার কমে। প্রতি বৃহস্পতিবার সেই অপেক্ষায় থাকে সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সাধারন মানুষও। তাই পরের সপ্তাহে আবার অপেক্ষায় থাকা কোন সিরিয়াল কত নম্বরে আছে সেটা দেখার জন্য।

আরও পড়ুন – West Bengal Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে, সোমবার অবধি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ

 

ফলো করুণ-