রামায়নের নতুন থ্রিডি প্রোমো
২০২৫-এর ৩ জুলাই প্রথমবার প্রকাশ্যে এসেছিল সাই পল্লবী এবং রণবীর কাপুর অভিনীত রামায়ণ-এর প্রথম ঝলক। ইন্টারনেটে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা দর্শককুলে উন্মাদনার ঝড় তুলেছিল। খবর পাওয়া যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর মহাকাব্যিক রামায়নের নতুন থ্রিডি প্রোমো আত্মপ্রকাশ করবে পেক্ষাগৃহে। তাও আবার জেমস ক্যামেরনের অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার সঙ্গে।
জেমস ক্যামেরনের ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। হলিউডের মেগা বাজেটের এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ১ তারিখ। ছবিটি নিয়ে নেটদুনিয়ায় চর্চা এখন তুঙ্গে। এরই মধ্যে ভারতীয় দর্শকদের জন্য সুখবর। প্রকাশিত খবর অনুযায়ী, অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমা চলাকালীন পেক্ষাগৃহে দেখানো হবে ‘২০২৬ সালের সবথেকে বড় ছবি’ রামায়নের নতুন থ্রিডি প্রোমো। ছবির নির্মাতারা এটিকে অবতার ভক্তদের জন্য বিশেষ চমক বলেই মনে করছেন। ২০২৬ এর দীপাবলিতে মুক্তি পেতে পারে রণবীর কাপুর অভিনীত রামায়ণ। তার আগে এই প্রোমোর মাধ্যমে ছবির আর এক ঝলক দেখার সুযোগ পাবেন দর্শকরা।
সাই পল্লবী, যশ এবং রণবীর কাপুর অভিনীত রামায়ণ-এর প্রথম ঝলকে ভিজ্যুয়াল এফেক্টের কাজ প্রশংসা পেয়েছিল। ৮ বারের অস্কারজয়ী প্রখ্যাত স্টুডিও ডিএনজি এই ছবির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে। ফলে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি দর্শকদের জন্য বড়পর্দায় নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে, এমনটাই মনে করছেন ছবির নির্মাতারা।
নীতেশ তিওয়ারির রামায়ণ ছবিটি প্রযোজনা করেছে নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিও এবং সহ প্রযোজনা করেছে যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে রামায়ণের রামের ভূমিকায়। সাই পল্লবীকে দেখা যাবে সীতার চরিত্রে, লক্ষণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে থাকবেন যশ। রামভক্ত হনুমানের চরিত্রে নেওয়া হয়েছে সানি দেওলকে। রামায়ণ সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন যৌথভাবে এআর রহমান এবং গ্রামি পুরস্কার জয়ী হ্যান্স জিমার। খবর অনুযায়ী মোট দুটি ভাগে মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত রামায়ণ। প্রথম পার্ট মুক্তি পাওয়ার কথা ২০২৬ এর দীপাবলিতে এবং তার পরের বছর অর্থাৎ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবির দ্বিতীয় ভাগ।
তথ্যসূত্র- হিন্দুস্থান টাইমস
আরও পড়ুন – আসছে ‘বর্ডার’-এর সিক্যুয়েল, টিজার প্রকাশের আগেই সামনে এল বর্ডার ২ সিনেমার পাওয়ার প্যাকড পোস্টার
আরও পড়ুন – মাথা, গোঁফ কামানো; হাতে-গলায় আদিবাসীদের মত গয়না, এ কোন রূপে ধরা দিলেন ‘স্ট্রিট ফাইটার বিদ্যুৎ জামাল’?


