‘টক্সিক’-এ রুক্মিণী বসন্তর ফার্স্ট লুক
কিয়ারা আদভানি, হুমা কুরেশি এবং নয়নতারার পর অবশেষে রুক্মিণী বসন্ত। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির সর্বশেষ নায়িকা হিসেবে এবার প্রকাশ্যে এল রুক্মিণী বসন্তের ফার্স্ট লুক। রীতিমত মোহময়ী লুকে ধরা দিয়েছেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী। পোস্টারে তাঁকে ‘মেলিসা’ হিসেবে পরিচয় করানো হয়েছে। ‘কেজিএফ’ খ্যাত যশের এই ছবি ঘিরে এমনিতেই নেটভুবনে আলোচনা তুঙ্গে। তারমধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়ে প্রকাশ পাচ্ছে একের পর এক রহস্যময় পোস্টার। মঙ্গলবার ছবির পরিচালক এবং যশ দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রুক্মিণীর প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন।
‘টক্সিক’ ছবির প্রথম লুকেই রুক্মিণী নজর কেড়েছে অনুরাগীদের। পোস্টারে দেখা গেছে প্রবাল সবুজ রঙের উরু পর্যন্ত স্লিট করা গাউনে তিনি পার্টির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। ধোঁয়াটে ঘরের দুপাশ জুড়ে দাঁড়িয়ে আছে পার্টিতে মত্ত নারী-পুরুষ, যাঁরা এই আমেজকে জমিয়ে উপভোগ করছেন। বান করা চুলে এবং নরম মেকআপে রহস্যময়ী অবতারে রুক্মিণীকে দেখে মনে হচ্ছে গভীর কোনো উদ্দেশ্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন। রুক্মিণীর এহেন লুক দেখে সমাজমাধ্যমে তাঁর ভক্তরা প্রশংসায় ভরিয়েছে।
পিরিয়ড গ্যাংস্টার ঘরানার এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ‘কেজিএফ’ খ্যাত যশকে। কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ এবং যশ নিজে। ছবিটি লিখেছেন পরিচালক গীতু মোহনদাস এবং যশ যৌথভাবে। শোনা যাচ্ছে ইংরেজি এবং কন্নড় এই দুই ভাষায় ছবিটি তৈরি হচ্ছে। তবে হিন্দি, তেলেগু, তামিল, সহ বেশ কয়েকটি ভাষায় ছবিটির ডাবিং সংস্করণও বেরোবে বলে খবর। ১৯ মার্চ ২০২৬ পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’।
আরও পড়ুন – ‘হোমবাউন্ড’-এর পর এবার অস্কারের দৌড়ে ‘দশাবতার’
আরও পড়ুন – একই বছরে ২০০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেললেন অক্ষয়


