চিনের স্মার্টফোনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো শাওমি রেডমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi Turbo 4 Pro। শক্তিশালী হার্ডওয়্যার, বড় ব্যাটারি এবং নতুন ডিজাইনের এই ফোন ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়ছে। কালো, সাদা এবং সবুজ, এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।
Redmi Turbo 4 Pro: চিপসেট
Redmi-র এই ফোনে রয়েছে Qualcomm-এর নতুন Snapdragon ৮s Gen৪ চিপসেট। ৩.২ গিগা হার্জ ক্লক স্পিডের এই প্রসেসর Adreno ৮২৫ জিপিইউ-এর সঙ্গে অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। মাল্টিটাস্কিং বা হেভি গেমিং চলার জন্যও এই ফোন আদর্শ হয়ে উঠতে পারে।
Redmi Turbo 4 Pro: ক্যামেরা
ছবি তোলার জন্য এই ফোনে থাকছে OIS ও EIS প্রযুক্তিতে তৈরি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনের প্যানেলে দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। দৈনন্দিন ছবি বা ভিডিও শুটিং, উভয় ক্ষেত্রেই ফোনটি চমৎকার পারফর্ম করবে বলে মনে করা হচ্ছে।
Redmi Turbo 4 Pro: ডিসপ্লে
Redmi Turbo 4 Pro ফোনে রয়েছে ৬.৮৩ ইঞ্চির বিশাল ১.৫K OLED ডিসপ্লে। স্ক্রিনটি ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৩২০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৩৮৪০ হার্জ PWM ডিমিং-এর মতো অত্যাধুনিক ফিচার সাপোর্ট করে। এর ফলে ব্যবহারকারীদের চোখে প্রভাব পড়ার সম্ভাবনা কম। এই ফোনের ডিসপ্লে ডলবি ভিশনও সাপোর্ট করে, ফলে ভিডিও দেখা বা গেম খেলার সময় আরও বেশি প্রাণবন্ত বলে মনে হবে।
- 📱 এক নজরে Redmi Turbo 4 Pro-র সব ফিচার দেখুন শেষে
Redmi Turbo 4 Pro: স্টোরেজ
পাশাপাশি, ফোনের স্টোরেজ আর ব্যাটারিতেও রয়েছে নজরকাড়া চমক। Redmi Turbo 4 Pro-তে ১২ জিবি বা ১৬জিবি পর্যন্ত LPDDR5X র্যাম ও ২৫৬ জিবি, ৫১২ জিবি কিংবা ১ টিবি পর্যন্ত দ্রুতগতির UFS ৪.১ স্টোরেজ দেওয়া হয়েছে। সুতরাং বড় ফাইল হোক, ছবি হোক বা একসঙ্গে বহু অ্যাপ চালানো, কোনো ক্ষেত্রেই এই ফোনে স্টোরেজ স্পেসের সমস্যা হওয়ার কথা নয়।

Redmi Turbo 4 Pro: ব্যাটারি
ব্যাটারির কথা বলতে গেলে Redmi Turbo 4 Pro ফোনে দেওয়া হয়েছে বিশাল ৭৫৫০mAh ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যার সঙ্গে ৯০ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। সংস্থার দাবি, ব্যবহারের ফাঁকে ফাঁকে মাত্র কিছু সময় চার্জ দিতে পারলেই ঘণ্টার পর ঘণ্টা ফোন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
Redmi Turbo 4 Pro: সুরক্ষা
Redmi Turbo 4 Pro স্মার্টফোনটি জল বা ধুলোবালি থেকে সুরক্ষার জন্য IP৬৬, IP৬৮ এবং IP৬৯ রেটিং পেয়েছে। এছাড়া এই ফোনে আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, ইআর সেন্সর, NFC, Wi-Fi ৬, ৫জি কানেক্টিভিটি, আর USB টাইপ-সি পোর্ট।
Redmi Turbo 4 Pro: হ্যারি পটার এডিশন
Redmi-র তরফে থেকে এই ফোনে একটি বিশেষ সংস্করণও আনা হয়েছে। তা হল হ্যারি পটার সংস্করণ। হ্যারি পটার ভক্তদের জন্য এটি বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়াবে এমনটাই ধারনা সংস্থার।
ফোনের পটার সংস্করণে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ সহ একটি হ্যারি পটার সংক্রান্ত নকশাও দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে হ্যারি পটারের প্রধান চরিত্র – হ্যারি, হারমায়োনি এবং রন- এর ছায়াচিত্র এবং জাদুদণ্ড দেওয়া হয়েছে। ডিজাইনের আরেকটি সংস্করণে আইকনিক গ্রিফিন্ডর রঙ এবং রেডমির লোগো বসানো হয়েছে। আরেকটি সংস্করণে হগওয়ার্টস স্কুলের নকশাও দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
Redmi Turbo 4 Pro: অন্যান্য বৈশিষ্ট্য
ডিভাইসটির ওজন মাত্র ২১৯ গ্রাম এবং এর ডায়মেনশন ১৬৩.১ x ৭৭.৯৩ x ৭.৯৮mm, যা দৈনন্দিন ব্যবহারের পক্ষে যথেষ্ট সুবিধাজনক। Redmi Turbo 4 Pro সরাসরি লেটেস্ট Android ১৫-এ চলবে এবং তার উপর থাকবে Xiaomi-এর HyperOS 2 ইন্টারফেস। ফলে সফটওয়্যার পারফরম্যান্স হবে আরও স্মুথ এবং আপডেটেডও থাকবে।
Redmi Turbo 4 Pro: এক নজরে
- 📱 ডিসপ্লে: 6.83″ 1.5K OLED, 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision
- ⚙️ প্রসেসর: Snapdragon 8s Gen4 (3.2GHz)
- 🎮 জিপিইউ: Adreno 825
- 🧠 র্যাম: 12GB / 16GB (LPDDR5X)
- 💾 স্টোরেজ: 256GB / 512GB / 1TB (UFS 4.1)
- 📸 পিছনের ক্যামেরা: 50MP (OIS + EIS) + 8MP ওয়াইড অ্যাঙ্গেল
- 🤳 সেলফি ক্যামেরা: 20MP
- 🔋 ব্যাটারি: 7550mAh, 90W ফাস্ট চার্জিং
- ⚡ অপারেটিং সিস্টেম: Android 15 + HyperOS 2
- ✨ বিশেষ ভার্সন: Harry Potter Edition
- 💧 জল-ধুলো থেকে সুরক্ষা: IP66, IP68, IP69 রেটিং
- 🔗 অন্যান্য বৈশিষ্ট্য: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও স্পিকার, Wi-Fi 6, 5G, NFC
Redmi Turbo 4 Pro: দাম
ভারতের বাজারে ফোনটির দাম র্যাম এবং স্টোরেজের ধরণ অনুযায়ী ২৫,৭৬০ টাকা থেকে ৩৫,১৩৫ টাকা পর্যন্ত হতে পারে। ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের হ্যারি পটার সংস্করণের দাম হতে পারে ৩২,৭৯৫ টাকা।