চিনের স্মার্টফোন নির্মাতা Realme খুব শিগগিরই ভারতের বাজারে আনতে চলেছে তাদের Realme GT 7 সিরিজের স্মার্টফোন। বেশ কয়েকদিন ধরে প্রযুক্তিমহলে এই সিরিজের দুটি মডেল আলোচনার মধ্যে রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় BIS সার্টিফিকেশন ডেটাবেসে এই সিরিজের দুটি মডেল যথা, Realme GT 7 এবং GT 7T থাকতে দেখা গেছে। এর থেকেই বেশ স্পষ্ট যে খুব শীঘ্রই এদেশে মডেলগুলি লঞ্চ প্রকাশ পেতে পারে। তবে এখনও পর্যন্ত সংস্থার পক্ষ থেকে এ সম্বন্ধে কোন নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি।
Xpertpick-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, BIS ডেটাবেসে Realme র RMX5061 এবং RMX5085 নামের দুটি মডেল নম্বর সার্টিফিকেশন পেয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, লঞ্চ হওয়ার সময় ওই ডিভাইসগুলির নাম রাখা হবে যথাক্রমে Realme GT 7 এবং Realme GT 7T। তবে মডেল নম্বর ছাড়া ডিভাইসগুলি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
এর পাশপাশি, Realme র পক্ষ থেকে GT 7 সিরিজের জন্য একটি মাইক্রোসাইটও Amazon ইকমার্স প্লাটফর্মে লাইভ করা হয়েছে। খুব সম্ভবত, গেমিং-ফোকাসড ফিচারেই জোর দিতে চলেছে এই সংস্থা। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোন বিবৃতি বা স্পেসিফিকেশন সামনে আসেনি।
Realme GT 7: কি থাকতে পারে নতুন সিরিজে?
তবে জানা যাচ্ছে, Realme GT 7 ফোনে থাকতে পারে MediaTek Dimensity 9300 Plus প্রসেসর। এর সঙ্গে দেওয়া হতে পারে ১২ জিবি র্যাম। অন্যদিকে, GT 7T মডেলে থাকতে পারে Dimensity 8400 চিপসেট, যার সঙ্গে থাকবে ৮ জিবি র্যাম। Realme-র এই দুটো ডিভাইসই অ্যানড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে বলেও জানা যাচ্ছে।
Realme GT 7T সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে না এলেও, অন্য মডেলটি অর্থাৎ Realme GT 7 এর স্পেসিফিকেশন কি হবে তা মোটামুটি অনুমান করা যাচ্ছে। বলা হচ্ছে, চিনের বাজারে লঞ্চ হওয়া নতুন প্রযুক্তির Realme Neo 7 মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হলো GT 7। বাস্তবে তাই যদি হয়, তবে এই স্মার্টফোনে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা বেশি। এই ফিচারের ডিসপ্লে সর্বোচ্চ ৬০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা দিতে সক্ষম। এছাড়া, এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের Sony IMX896 প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে থাকার সম্ভাবনা আছে OIS সাপোর্ট। এর পাশাপাশি, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং ১৬ মেগাপিক্সেলের Sony IMX896 ফ্রন্ট সেন্সরও থাকতে পারে বলে শোনা যাচ্ছে। তবে উভয় ফোনেই ১২০W ফাস্ট চার্জিংয়ের সুবিধা মিলবে বলেও দাবি করা হয়েছে।
তবে, সংস্থার তরফ থেকে Realme GT 7 এবং Realme GT 7T ফোনগুলির চূড়ান্ত স্পেসিফিকেশন প্রকাশিত না হওয়া পর্যন্ত কিছুই স্পষ্ট করে বলা যাচ্ছে না। গুজবে ছড়ানো ফোনের বৈশিষ্ট্যগুলো চূড়ান্ত স্পেসিফিকেশন থেকে ভিন্ন হতে পারে। মডেলদুটি কবে প্রকাশ পাবে এ নিয়ে Realme এখনও কোন তারিখ ঘোষণা করেনি। তবে চলতি মে মাসের মধ্যে এই সিরিজ সম্পর্কে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।