Sunday, December 21

বিনোদন

‘কান্তারা’র দৈব্যকে ‘অপমান’ করার অভিযোগ রণবীরের বিরুদ্ধে

অভিযোগ, মঞ্চে ঋষভের অভিনয় নকল করার সময় ওই অঞ্চলের তুলু সম্প্রদায়ের আরাধ্য দেবী ‘চামুণ্ডা দৈব্য’কে অপমান করেছেন তিনি।
'কান্তারা'র দৈব্যকে 'অপমান' করার অভিযোগ রণবীরের বিরুদ্ধে
'কান্তারা'র দৈব্যকে 'অপমান' করার অভিযোগ। কি করলেন রণবীর? ছবি- ইনস্টাগ্রাম।

‘কান্তারা’র দৈব্যকে ‘অপমান’ করার অভিযোগ রণবীরের বিরুদ্ধে

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রণবীরের। এবার ‘কান্তারা’র দৈব্যকে ‘অপমান’ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি গোয়ায় ৫৬তম চলচ্চিত্র উৎসব (আইআইএফএ)-এর সমাপনী অনুষ্ঠানে ‘কান্তারা: আ লিজেন্ড চ্যাপ্টার ১’ ছবিতে ঋষভ শেঠির অভিনয়ের প্রশংসা করতে গিয়ে ফ্যাসাদে পড়লেন তিনি। দক্ষিণ ভারতের বিশেষ একটি অঞ্চলের ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে ‘কান্তারা’ ছবি তৈরি হয়েছে। রণবীরের বিরুদ্ধে অভিযোগ, মঞ্চে ঋষভের অভিনয় নকল করার সময় ওই অঞ্চলের তুলু সম্প্রদায়ের আরাধ্য দেবী ‘চামুণ্ডা দৈব্য’কে তিনি অপমান করেছেন। এমনকি তাঁর বিরুদ্ধে পুলিশি অভিযোগও দায়ের করা হয়েছে।

‘কান্তারা: আ লিজেন্ড চ্যাপ্টার ১’ ছবিতে ঋষভের অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে। প্রশংসা করেছেন রণবীরও। ছবিতে ঋষভকে নানা দেব-দেবীর রূপ ধারণ করে অভিনয় করতে দেখা গেছে। ছবিতে কর্নাটকের টুডুনাড়ু নামের একটি অঞ্চলের মানুষের ধর্মীয় ভাবাবেগকে তুলে ধরা হয়েছে। টুডুনাড়ুতে বসবাসকারী জনগোষ্ঠীদের বিশ্বাস যে, তাঁদের বনজঙ্গল এবং অঞ্চল রক্ষা করেন প্রেতাত্মারা। তাই তাঁরা জঙ্গল এবং প্রকৃতিকে দেবীজ্ঞানে পুজো করেন। তুলু সম্প্রদায়ের দেবদেবীদের মধ্যে গুলিগাদেবীর বোন চণ্ডী রূপে পূজিতা হন। ‘কান্তারা’ ছবিতে ঋষভ এইসব দেব-দেবীরই নানান রূপ ধারণ করে অসাধারণ অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋষভের অভিনয় প্রসঙ্গে রণবীর চামুণ্ডাদেবীর অভিনয় করে দেখাতে শুরু করেন। তাই দেখে দর্শকাসনে বসে থাকা ঋষভ শেট্টি তখন বারবার রণবীরের দিকে আঙুল নেড়ে ওই অভিনয় করতে বারণ করেন। কিন্তু ঋষভের বারণে আদৌ কর্ণপাত করেননি রণবীর। বিতর্ক এখানেই দানা বাঁধে। রণবীরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তুলু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে আঘাত হেনেছেন তিনি। এরপর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেতা। নির্মমভাবে ট্রোল করা হয় তাঁকে। অবশেষে, পরিস্থিতির গুরুত্ব বুঝে, সমাজমাধ্যমে পোস্ট করে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।

‘কান্তারা’র দৈব্যকে ‘অপমান’ করার অভিযোগ, কি করলেন রণবীর?

কান্তারা দৃশ্যকে এমনভাবে অনুকরণ করার জন্য রণবীর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষমা চেয়ে নিয়ে লিখেছেন, ‘কান্তারা ছবিতে ঋষভের অভিনয়ের প্রশংসা করাই ছিল আমার উদ্দেশ্য। অভিনেতা হয়ে আর একজন অভিনেতার প্রতি সম্মান জানানো। আমি উপলব্ধি করতে পারি, এমন দৃশ্যে অভিনয় করতে গেলে চরিত্রের মধ্যে নিজেকে কতটা নিমগ্ন করতে হয়। যার কারণে ঋষভের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আমি সবসময়ই আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে গভীরভাবে সন্মান করে এসেছি। আমি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তবে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

তথ্যসূত্র- ইনস্টাগ্রাম

আরও পড়ুন – ধুরন্ধর ছবির কাল্পনিক চরিত্র বনাম ‘বাস্তব’ চরিত্র, কার সঙ্গে মিল ঠিক কতটা? কি রায় দিলেন সিনেমাবোদ্ধারা?

আরও পড়ুন – New Bengali Movie List December 2025: বড়দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, জেনে নিন কি কি

ফলো করুণ-