Thursday, January 8

বিনোদন

ফিরছে রণবীর-আলিয়া জুটি! ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এবার কি তবে হাড়হিম করা জম্বি কাহিনী?

এর আগে রণবীর-আলিয়া জুটিকে মূলত রোমান্টিক বা ড্রামা ঘরাণায় দেখা গেছে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।
ফিরছে রণবীর-আলিয়া জুটি! 'ধুরন্ধর'-এর সাফল্যের পর এবার কি তবে হাড়হিম করা জম্বি কাহিনী?
'ধুরন্ধর'-এর পর এবার রণবীর-আলিয়া জুটি? ছবি- সংগৃহীত।

রণবীর-আলিয়া জুটি

‘ধুরন্ধর’ ছবির ব্যাপক সাফল্যের পর ফের বড়পর্দায় ফিরছেন রণবীর সিং। তবে এবার শোনা যাচ্ছে তিনি নাকি জুটি বাঁধছেন আলিয়া ভাটের সঙ্গে। ‘গলি বয়’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাঁহানি’ ছবিতে রণবীর-আলিয়া জুটির অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন কেড়েছিল। তবে এবার দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নয়, বরং একেবারে হাড়হিম করা গল্প নিয়ে তাঁরা হাজির হচ্ছেন বলেই খবর। রোম্যান্স কিংবা পারিবারিক নাটকের গণ্ডি পেরিয়ে দর্শকের সামনে এবার তাঁরা তুলে ধরতে চলেছেন ভয়াবহ জম্বি ভাইরাসের প্রলয় কাহিনি। অ্যাকশন, হরর ও থ্রিলারের মিশেলে নাকি তৈরি হবে এই ছবি। রণবীরের নতুন এই ছবিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ইতিমধ্যে চর্চা তুঙ্গে। জানা গিয়েছে, আসন্ন এই ছবির নাম রাখা হয়েছে ‘প্রলয়’।


ফিরছে রণবীর-আলিয়া জুটি! 'ধুরন্ধর'-এর সাফল্যের পর এবার কি তবে হাড়হিম করা জম্বি কাহিনী?

রণবীর-আলিয়া জুটি

 

খবর পাওয়া যাচ্ছে, কাল্পনিক বিপর্যয়কে কেন্দ্র করেই ‘প্রলয়’ সিনেমার প্রেক্ষাপট সাজানো হচ্ছে। ছবির কাহিনীতে দেখা যাবে ভয়ঙ্কর এক ভাইরাসের মারণ প্রকোপ। তার কবলে পড়ে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। জম্বি আতঙ্কের সংকটজনক পরিস্থিতে বেঁচে থাকার লড়াই ও মানবিকতার পরীক্ষাই হয়ে উঠবে ছবির মূল কাহিনি। ছবিতে রণবীর সিংকে দেখা যাবে এক সাহসী এবং ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। অন্যদিকে আলিয়া ভাটকে দেখা যাবে শক্তিশালী এবং দৃঢ় চরিত্রে।


ফিরছে রণবীর-আলিয়া জুটি! 'ধুরন্ধর'-এর সাফল্যের পর এবার কি তবে হাড়হিম করা জম্বি কাহিনী?

এবার রোমান্টিক ড্রামা নয়

 

খবর এমনই যে, জম্বি কাহিনীকে পর্দায় বাস্তবসম্মত করে তুলতে ছবির ভিজ্যুয়াল এফেক্ট ও মেকআপে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাইরাসের ভয়াবহতা ফুটিয়ে তোলার জন্য যুক্ত করা হচ্ছে আন্তর্জাতিক মানের টিম। ইতোমধ্যে নাকি প্রি প্রোডাকশন এর কাজও শুরু হয়েছে। বিভিন্ন লোকেশনে নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা।


ফিরছে রণবীর-আলিয়া জুটি! 'ধুরন্ধর'-এর সাফল্যের পর এবার কি তবে হাড়হিম করা জম্বি কাহিনী?

নতুন ছবিতে ভিন্ন স্বাদের চরিত্রে রণবীর-আলিয়া

 

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উম্মাদনা ক্রমশ বাড়ছে। এর আগে রণবীর-আলিয়া জুটিকে মূলত রোমান্টিক বা ড্রামা ঘরাণায় দেখা গেছে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে ‘ধুরন্ধর’ পরবর্তী সময়ে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসতে পারে বলে জানা যাচ্ছে। যদিও নতুন ছবির পরিচালক এবং প্রযোজনা সংস্থা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবে মনে করা হচ্ছে কোনো বড়সড় নাম এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে থাকতে পারে।


ফিরছে রণবীর-আলিয়া জুটি! 'ধুরন্ধর'-এর সাফল্যের পর এবার কি তবে হাড়হিম করা জম্বি কাহিনী?

চড়ছে প্রত্যাশার পারদ

 

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রণবীর ‘ডন ৩’ ছবি থেকে নিজের নাম কাটিয়েছেন। ধুরন্ধর এর সাফল্যের পর ভিন্ন ঘরানার ছবিতেই তার মন জমেছে বলে গুঞ্জন। ‘প্রলয়’ সিনেমার প্রাথমিক খবর অবশ্য সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। তাই সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে শুটিং শুরুর দিনক্ষণ অচিরেই শোনা যাবে। তবে একথা সত্যি যে, রণবীর-আলিয়া জুটির জম্বি ভাইরাসের ‘প্রলয়’ ওঠার আগেই বলিউডে নতুন করে আলোচনার ঝড় বইতে শুরু করেছে।

 

সব ছবি– ইনস্টাগ্রাম

তথ্যসূত্র– সংবাদমাধ্যম

আরও পড়ুন – ২৪,০০০% মুনাফা! ‘ধুরন্ধর’, ‘কান্তারা’কে টপকে ২০২৫ সালের সবচেয়ে বড় হিট এখন এই ছবি

আরও পড়ুন – বিজয়-রশ্মিকার বিয়ের খবরে সরগরম নেটপাড়া, কোথায় বসছে বিয়ের আসর?

ফলো করুণ-