Friday, January 9

বিনোদন

বড়পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে রানি মুখার্জি? ‘ওহ মাই গড ৩’ ছবির কাস্টিং নিয়ে জল্পনা তুঙ্গে

ছবিতে রানি মুখার্জির যোগ দেওয়ার জল্পনায় সরগরম হয়ে উঠছে নেটভুবন। নব্বই দশকের অভিনেত্রীকে ফের নতুন ভূমিকায় বড়পর্দায় দেখার জন্য আবেগের জোয়ারে গা ভাসাচ্ছেন তাঁর ভক্তরা।
বড়পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে রানি মুখার্জি? 'ওহ মাই গড ৩' ছবির কাস্টিং নিয়ে জল্পনা তুঙ্গে
জল্পনা তুঙ্গে। ছবি- ইনস্টাগ্রাম।

‘ওহ মাই গড ৩’

তুন বছরের শুরুতেই বড় খবর অক্ষয় কুমারের ছবি নিয়ে। শোনা যাচ্ছে ‘ওহ মাই গড’ ছবির তৃতীয় পর্বে অক্ষয় কুমারের সঙ্গে যোগ দিতে চলেছেন নব্বইয়ের দশকের বলি তারকা রানি মুখার্জি। খবর যদি সত্যি হয়, তবে অক্ষয় কুমারের সঙ্গে এটাই রানি মুখার্জির প্রথম প্রজেক্ট হতে চলেছে।

‘ওহ মাই গড’ অক্ষয় কুমারের জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম। সামাজিক প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রথম এবং দ্বিতীয় কিস্তি ইতিমধ্যে দর্শকদের মন কেড়েছে। তৃতীয় পর্ব নিয়েও তাই অনুরাগীদের মধ্যে উন্মাদনা ক্রমশ বাড়ছে। তার উপর ছবিতে রানি মুখার্জির যোগ দেওয়ার জল্পনায় সরগরম হয়ে উঠছে নেটভুবন। নব্বই দশকের অভিনেত্রীকে ফের নতুন ভূমিকায় বড়পর্দায় দেখার জন্য আবেগের জোয়ারে গা ভাসাচ্ছেন তাঁর ভক্তরা।

শোনা যাচ্ছে, ‘ওহ মাই গড ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খবর অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হয়ে যেতে পারে শ্যুটিংয়ের কাজ। ফলে কাস্টিং থেকে ছবির যাবতীয় কর্মকাণ্ড নিয়ে নির্মাতারা জোর প্রস্তুতি নিচ্ছেন বলে আঁচ করা যাচ্ছে। গুঞ্জন এমন শোনা যাচ্ছে যে, ছবির পরিচালক অমিত রাই এই পর্বে এমন গল্প নিয়ে আসছেন যা আগের তুলনায় অনেক বেশি দর্শকের মনে গেঁথে যাবে। অক্ষয় কুমার নাকি এমনটাই চেয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। ব্যাঙ্গাত্মক কমেডি ঘরানার এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় সেবার করেছিলেন পরেশ রাওয়াল, মিঠুন চক্রবর্তী এবং ওম পুরির মত একাধিক পোড়খাওয়া তারকা। এরপর ২০২৩-এ মুক্তি পায় ছবির দ্বিতীয় কিস্তি ‘ওহ মাই গড ২’। এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপুর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতমকে। এবার সেই ফ্র্যাঞ্চাইজিরই তৃতীয় ছবির কাস্টিং নিয়ে এল বিরাট খবর। তবে জল্পনা যাই হোক না কেন, নির্মাতাদের তরফ থেকে ‘ওহ মাই গড ৩’ নিয়ে কোনো আনুষ্ঠানিক  ঘোষণা এখনো সামনে আসেনি।

 

আরও পড়ুন – করিমুল হকের জীবনী নিয়েই দেবের ৫০তম ছবি

আরও পড়ুন – ফিরছে রণবীর-আলিয়া জুটি! ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এবার কি তবে হাড়হিম করা জম্বি কাহিনী?

ফলো করুণ-