Friday, October 17

বিনোদন

মুক্তির আগে প্রকাশ্যে ‘রক্তবীজ ২’-এর ট্রেলার, সন্ত্রাসের মাঝে বার্তা ভারত-বাংলাদেশ মৈত্রী ও বন্ধনের

মুক্তির আগে প্রকাশ্যে 'রক্তবীজ ২'-এর ট্রেলার, সন্ত্রাসের মাঝে বার্তা ভারত-বাংলাদেশ মৈত্রী ও বন্ধনের
পুজোর বক্স অফিস দখলের বার্তা দিল 'রক্তবীজ ২'। ছবি- সংগৃহীত। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

রক্তবীজ ২ ট্রেলার

সন্ন দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত রাজনৈতিক বাংলা থ্রিলার ছবি ‘রক্তবীজ ২’। চলতি বছর দুর্গাপুজোর বড় আকর্ষণ হতে চলেছে এই সিনেমা। জনপ্রিয় জুটি তথা পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-এর পরিচালনায় তৈরি এই সিনেমা অনেকদিন থেকে আলোচনার মাধ্যমে তিনি কেন্দ্রবিন্দুতে। আগামী ২৬ সেপ্টেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার ঠিক ১০ দিন আগে বুধবার বিশ্বকর্মা পুজোর দিন মুক্তি পেল ছবির টানটান ট্রেলার।

‘রক্তবীজ ২’ এর ট্রেলারই বুঝিয়ে দিল যে এই পুজোর প্রেক্ষাগৃহ এবার তার দখলে। রুদ্ধশ্বাস থ্রিলারের মাঝে এই ছবির মূল বার্তা এবার দুই পড়শি দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক মৈত্রীর বন্ধন। ছবির গল্পে সন্ত্রাসবাদ মোকাবিলায় দুদেশের সম্পর্ককে নতুনভাবে তুলে ধরেছেন পরিচালক জুটি।

ট্রেলারের রয়েছে শক্তিশালী ডায়লগ- ‘যতদিন গঙ্গা বইবে, পদ্মা বইবে, ভারত বাংলাদেশ একসাথেই রইবে’। ছবিতে এই ডায়লগ সীমান্ত সন্ত্রাসবাদকে কেন্দ্র করে গড়ে উঠলেও ছবির নেপথ্যে রয়েছে দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক, এক অটুট বন্ধন। তাই এই ছবির কেন্দ্রবিন্দু শুধু অ্যাকশন নয়, এক কঠিন বাস্তবতা ও কূটনৈতিক পরিসরে দুদেশের মধ্যে সম্পর্ক গড়ার কাহিনী।

ট্রেলারে প্রথম থেকেই দেখা যায় মুনিরকে ধরার জন্য মরিয়া চেষ্টা করছে পঙ্কজ সিংহ, সংযুক্তার মত দুঁদে পুলিশ অফিসার। সন্ত্রাস যে কোনো দেশের নাম নয় ট্রেলারের পরতে পরতে প্রকাশ পেয়েছে। এই ছবিতে প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি। আর শেখ হাসিনার আদলে জনপ্রিয় অভিনেত্রী সুলতানা রহমান। গোয়েন্দা অফিসার পঙ্কজ সিংহ, সংযুক্তার ভূমিকায় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে দেখা যাবে। সীমান্তে সন্ত্রাস বাদকে রুখে দাঁড়ানোই যাঁদের দায়িত্ব। অন্যদিকে রহস্যময় মুনিরের চরিত্রে রয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরা। কৌতুকধর্মী চরিত্রের বেড়াজাল থেকে বেরিয়ে অঙ্কুশের সিরিয়াস অভিনয় নজর কেড়েছে। মুনির আলমের মত একজন বিলেত ফেরত ডাক্তার কিভাবে নৃশংস সন্ত্রাসবাদী হয়ে উঠল সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়া ছবিতে আছে কাঞ্চন মল্লিক, অনুসূয়া মজুমদার, সীমা বিশ্বাস, কৌশানি মুখার্জী ও নুসরৎ জাহানের মত একাধিক জনপ্রিয় মুখ।

আরও পড়ুন – খুব শীঘ্রই আসছে ইন্দু সিজন ৩, হইচই-তে স্ট্রিমিং শুরু কবে?

‘রক্তবীজ 2’ দুই দেশের সহযোগিতা, মৈত্রীর বন্ধন ও পারস্পরিক বোঝাপড়াকে অন্য মাত্রায় তুলে ধরতে চলেছে। ছবিটি দেখাতে চাইছে যে সন্ত্রাসবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হলেও ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক এত গভীর যে তা কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়ার নয়। ছবিতে এও ফুটে উঠেছে যে, বন্ধন কোনো কাঁটাতারে আবদ্ধ থাকে না। বরং দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আবেগ প্রভৃতি মেলবন্ধনে বেঁধে রাখে।

আরও পড়ুন – ‘পুলিশ স্টেশন মে ভূত’, এবার কি তাহলে ভুতের খপ্পরে ‘ফ্যামিলি ম্যান’?

সিনেমাটি প্রযোজনা করেছে উইন্ডোজ প্রোডাকশন। বরাবরের মতো এই ছবিতেও পরিচালক জুটি মানবিক ও সামাজিক বার্তাকে গুরুত্ব দিয়েছেন। ‘রক্তবীজ ২’ তাই শুধু একটি ছবি থেকেও বেশি সমপোযোগী এক বার্তা।

ফলো করুণ-