রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’
‘প্রলয়’ সিনেমার কথা মনে পড়ে? অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জে ওঠার কাহিনী নিয়ে সেবার রাজের এই ছবি পর্দায় আগুন ঝরিয়েছিল। ‘প্রলয়’ মুক্তি পাওয়ার প্রায় ১২ বছর পর মানুষের সেই প্রতিবাদের কাহিনী নিয়ে ফের বড়পর্দায় ফিরছেন রাজ। নতুন বছরে পা দেওয়ার আগে সামনে এল রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি ‘হোক কলরব’ এর প্রথম ঝলক। চলতি বছরের আগস্ট মাসে এই ছবির কথা প্রথম ঘোষণা করেছিলেন রাজ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কথামত ওই মাসেরই ২৭ তারিখ সামনে আসে ছবির মোশন পোস্টার। এবার প্রকাশ্যে এল তার টিজার।
শহরের বুকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলা র্যাগিং এবং আত্মহত্যার মত ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি। জানা যাচ্ছে, এই ছবির নেপথ্যে রয়েছে সত্য ঘটনা। ২০১৪ সালে এক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে একটি ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন এরকমই ছিল যে, সেই ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠছে রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’। কিন্তু টিজার মুক্তি পাওয়ার পর মোটামুটি স্পষ্ট যে কলেজ র্যাগিংই হতে যাচ্ছে এই ছবির মূল বিষয়বস্তু।
ছবির জমজমাট টিজারের শুরুতে দেখা গেছে হুটার জ্বালিয়ে ছুটছে পুলিশের গাড়ি। তারপরই দেখা যাচ্ছে কলেজ ক্যাম্পাসের ছাদে অর্ধনগ্ন হয়ে বেসামাল অবস্থায় দাড়িয়ে আছে এক অসহায় ছাত্র। চোখেমুখে তাঁর ভয়ের ছাপ। নিজেকে বাঁচাতে সে মরিয়া। ঠিক সেইসময় টিজারের দৃশ্যে ভেসে আসে সব্যসাচী চক্রবর্তীর গলা, ‘প্রতিটা গল্পে একজন নায়ক থাকে। আর তার বিপরীতে খলনায়ক। একবার আগুন জ্বললে নেভানো খুব কঠিন। এই গল্প পুলিশ আর স্টুডেন্টদের’।
এরপরই দেখা যায় যুযুধান দুই পক্ষ- পুলিশ এবং পড়ুয়া। কলেজের গেট ভেঙে ঢুকে পড়ছে আন্দোলনকারী ছাত্ররা। ক্ষোভে, রাগে তাঁরা জ্বলন্ত বোতল ছুঁড়ে দিচ্ছে পুলিশের দিকে। ব্যারিকেড দিয়ে পুলিশ চেষ্টা করছে মারমুখী পড়ুয়াদের আটকাতে। এবার অভিনেতা রোহন ভট্টাচার্যকে দেখা যায় পুলিশের উর্দিতে। ছাত্ররা জ্বলন্ত বোতল ছুঁড়লে, নাটকীয় কায়দায় টিজারের দৃশ্যে আবির্ভাব হয় শাশ্বত চট্টোপাধ্যায়। ডান হাত দিয়ে বোতল লুফে নিয়ে ফুঁ দিয়ে নিভিয়ে দেন তিনি। তারপর ‘অনিমেষ দত্ত’র কেতাবি ঢঙে বলে ওঠেন, ‘নমস্কার আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, আমি ঝোলাই। র্যাগিং একটা ক্রাইম, থানা জ্বালানোও একটা ক্রাইম।’ এরই মধ্যে এক ছাত্রকে লকআপে শুয়ে বলতে শোনা যায়, ‘আমরা ক্রিমিনাল নই স্যার, আমরা স্টুডেন্ট’। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় প্রতিবাদী পোস্টার, আন্দোলন।
ট্রেলারে শ্বাশতর সঙ্গে দেখা গেছে জন ভট্টাচার্য, ওম সাহানিদের। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই রাজ চক্রবর্তীর ‘হোক কলরব।’
সব ছবি– ইনস্টাগ্রাম
আরও পড়ুন – অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’-তে কি শেষপর্যন্ত অক্ষয় খান্নাকে দেখা যাবে? কি জানা গেল?
আরও পড়ুন – ‘মুরগির ঠ্যাং’ এখন অতীত, ২০২৫-এ পরপর হিট ছবি আর মোহময়ী লুকে আগুন ঝরালেন অনন্যা পান্ডে


