Raghu Dakat Song
প্রত্যাশার পারদ চড়ছিল আগে থেকেই। কারণ এই পুজোর মরশুমে বড় পর্দায় মুক্তি পাচ্ছে টলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’। গত সোমবারই এসভিএফ-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে বুধবার মুক্তি পাচ্ছে ছবির প্রথম মিউজিক ভিডিও। সেইমত, আজ পয়লা গান প্রকাশ পাওয়ার সাথে সাথে ঝড় উঠে গেল নেটমাধ্যমে। প্রথম ঝলকেই কপালে রক্ততিলক আর হাতে বিরাট খড়গ নিয়ে ‘জয় কালী, জয় কালী, জয় মা কালী’ বলে রনহুঙ্কার ছাড়লেন ‘রঘু ডাকাত’ রূপে দেব। নিকষ কালো অন্ধকারের বুকে জ্বলন্ত মশাল হাতে উদ্দাম নৃত্য আর ভয়ঙ্কর ‘হা রে রে রে…’ ধ্বনির সাথে কেঁপে উঠল বিস্তৃত রণভূমি। গানের শেষে রণভূমির মাটিতে দাউ দাউ করে জ্বলে উঠল কালী মায়ের মুখ।
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় আর নায়ক দেবের জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশা এমনিতেই তুঙ্গে ছিল, তার ওপর বুধবার মুক্তি পাওয়া গান ‘জয় কালী’ (Raghu Dakat Song) সেই উন্মাদনাকে আরও বহুগুণে বাড়িয়ে দিল। গানের শুরুতেই কপালে রক্ততিলক আর হাতে বিশাল খড়গ নিয়ে রুদ্রমূর্তি বেশে হাজির হলেন দেব। যুদ্ধ যে আসন্ন, বোঝাই যাচ্ছিল। চারদিকে ‘রঘু’র সাঙ্গপাঙ্গদের চিৎকারে গমগম করছিল যুদ্ধভূমি। এক ঝলকেই যেন দর্শকদের টেনে নিয়ে যাওয়া হল প্রাচীন রণপ্রান্তরে। শুধু দেব নন, এই গানের হাত ধরেই সামনে এল ছবির একাধিক চরিত্র। ডাকাত মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায় গানের তালে তাল দিলেন হাতে অস্ত্র ধরে। গল্পের গুঞ্জার চরিত্রে সোহিনী সরকারকে দেখা গেল অন্য রূপে। এর আগে ওমকে দেখা গিয়েছিল দুর্লভ রায়ের ভূমিকায়, আর রঘুর নায়িকা সৌদামিনীর চরিত্রে সামনে এসেছিলেন ‘খাদান কিশোরী’ ইধিকা পাল। খলচরিত্র অহিন্দ্র বর্মনের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য এমন রূপে ধরা দিয়েছিলেন, যা দর্শকরা আগে কখনও দেখেননি। সব মিলিয়ে পুজোর বক্স অফিস যে ইতিমধ্যে রঘুর দখলে তার সাক্ষ্য প্রমাণ দিল ছবির প্রথম গান।
আরও পড়ুন – খুব শীঘ্রই আসছে ইন্দু সিজন ৩, হইচই-তে স্ট্রিমিং শুরু কবে?
নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’-এর লুক প্রকাশ্যে এনে দর্শকদের মধ্যে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার দেব। সিঁদুরে কপাল, মুখ ঢাকা চাদরে অভিনেতার সেই রূপ দেখে ভক্তরা যেমন চমকে উঠেছিলেন, তেমনই স্বাধীনতা দিবসে প্রকাশ্যে আসা ছবির পয়লা টিজারে তাঁকে পাওয়া গিয়েছিল আরও ভয়ানক অবতারে। টিজারের ভাঁজে ভাঁজে ফুটে উঠেছিল মাতৃভূমি রক্ষায় ব্রিটিশদের বিরুদ্ধে রঘুর লড়াইয়ের মারকাটারি দৃশ্য। কখনও আলো আঁধারি রাতে ঘোড়সওয়ার ডাকাত সর্দার, আবার কখনও অত্যাচারী ব্রিটিশ শাসকের আস্তানায় রবিনহুড বেশে। তখন স্পষ্ট হয়ে গিয়েছিল, এই পুজোর বক্স অফিস বাজিমাত করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ছবির নির্মাতারা।
বুধবার মুক্তি পাওয়া ‘জয় কালী’ গানের সুর দিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য, গীতিকার সুগত গুহ। কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য ও রথিজিৎ নিজেও। ‘রঘু ডাকাত’ ছবিকে ঘিরে দর্শকমহলে উন্মাদনার আগুন ছড়ালেও, এখনই সেই আগুন নেভার সম্ভাবনা নেই। দেব-ধ্রুব জুটির নতুন চমক দেখতে হলে দর্শকদেরকে অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত।