Explained: ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ বিতর্ক
নেটফ্লিক্স-এর সাম্প্রতিক ঘোষণা বিশ্ববিনোদন শিল্পে বড়সড় প্রভাব ফেলতে চলেছে। বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-র মালিকানা হস্তান্তর হতে চলেছে। নিলামে উঠছে এই সংস্থা। আর তা কিনে নেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা করছে জনপ্রিয় এবং প্রভাবশালী অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। অবশেষে, তাতে সিলমোহর পড়ল ৬ ডিসেম্বর যখন আনুষ্ঠানিকভাবে নেটফ্লিক্স ঘোষণা করল যে তারা হলিউডের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওকে কিনে নিচ্ছে। এই দৌড়ে অবশ্য কমকাস্ট এবং প্যারামাউন্ট স্কাইড্যান্সও ছিল। কিন্তু দীর্ঘ দরকষাকষির পর নিলামে শেষপর্যন্ত চূড়ান্ত বিডার হিসেবে জয়ী হয় নেটফ্লিক্স। তবে এই ডিলের প্রভাব প্রসঙ্গে সোচ্চার হয়েছেন বিনোদন বিশ্বের তাবড় তাবড় সব মানুষরা। শুরু হয়েছে প্রবল বিতর্ক। কেউ কেউ বলছেন, ইতিহাসকে আগামী কয়েক দশকের জন্য পাল্টে দিতে পারে এই ডিল। জেমস ক্যামেরনও এই চুক্তিকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। কিন্তু কেন?
নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি চুক্তি
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ওয়ার্নার ব্রাদার্স হলিউড বিনোদন জগতের একটি ব্যাপক ঐতিহ্যবাহী কোম্পানি।নেটফ্লিক্স এর এসইসি ফাইলিং অনুযায়ী, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির এই ঐতিহাসিক ডিলের ইক্যুইটি মূল্য দাঁড়িয়েছে ৭২০০ কোটি ডলারে। যার মধ্যে এন্টারপ্রাইজ মূল্য নির্ধারিত হয়েছে ৮২৭০ কোটি ডলার। নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ারপ্রতি মূল্য ধরা হয়েছে ২৭.৭৫ ডলার। এর ফলে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ফিল্ম স্টুডিও সহ তাদের জনপ্রিয় এইচবিও, এইচবিও ম্যাক্স এবং স্ট্রিমিং নেটওয়ার্কগুলি চলে এল নেটফ্লিক্সের আওতায়। এতদিন ‘হ্যারি পটার’, ‘লর্ড অফ দ্য রিংস’, ‘ডিসি কমিকস ইউনিভার্স’, ‘গেম অফ থ্রোনস’, ‘ক্যাসাব্লাঙ্কা’, ‘দ্য বিগ ব্যাং থিওরি’-এর মত শতশত কালজয়ী সিনেমা এবং টেলিভিশন সিরিজের লাইব্রেরির সম্রাট ছিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। চুক্তি অনুযায়ী, এখন থেকে সেই বিপুল সাম্রাজ্যের অধিপতি হতে চলেছে নেটফিল্ক্স। তবে চুক্তি কার্যকর হওয়ার আগে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের টেলিভিশন চ্যানেল, যেমন ডিসকভারি এবং সিএনএন-কে ডিল সম্পন্ন হওয়ার আগে আলাদা করে দেবে। সব মিলিয়ে অনুমান করা যাচ্ছে যে, এই পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় এক বছর।
ওয়ার্নার ব্রাদার্স-এর অধিগ্রহণের ফলে নেটফ্লিক্স এমন এক কন্টেন্ট শক্তি অর্জন করতে চলেছে যা এর আগে কোনো স্ট্রিমিং প্লাটফর্ম করে উঠতে পারেনি। ইতিমধ্যে নেটফ্লিক্স জানিয়েছে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-র সম্পদ তাদের কন্টেন্ট পাইপলাইন দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আরো শক্তিশালী করবে।
নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি চুক্তির প্রভাব কি হতে পারে?
MULTIPLEX ASSOCIATION OF INDIA RAISES SERIOUS CONCERNS OVER STREAMING GIANT NETFLIX’S PROPOSED ACQUISITION OF WARNER BROS @MIB_India @kamalgianc pic.twitter.com/jlGQmbsyJv
— Multiplex Association Of India (@MAofIndia) December 5, 2025
অন্যদিকে এত বড়ো আকারের অধিগ্রহণ প্রভূত বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অধিগ্রহণ কার্যকরী হলে বিনোদন শিল্পের সুষ্ঠু প্রতিযোগিতা ব্যাহত হতে পারে। অনেকের মতে, একতরফা কন্টেন্টের প্রভাব সৃষ্টি হলে ছোটো স্টুডিওগুলো ক্ষতিগ্রস্থ হতে পারে। এমনকি, মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এমএআই) উদ্বেগ প্রকাশ করেছে যে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এবং নেটফ্লিক্সের এই ডিল ঐতিহ্যবাহী সিনেমাহলগুলি থেকে দর্শকদের আকর্ষণকে স্ট্রিমিং প্ল্যাটফর্মের দিকে সরিয়ে নিয়ে যেতে পারে। তাঁরা সন্দেহ প্রকাশ করেছেন যে, বিশ্বের অন্যতম বৃহৎ এই স্টুডিওর অধিগ্রহণ ভবিষ্যতে পেক্ষাগৃহে সিনেমার মুক্তিকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। এমএআই সভাপতি কমল জ্ঞানচন্দানি এক বিবৃতিতে বলেছেন যে, এই ডিল চলচ্চিত্র নির্মাণ, বিতরণ এবং প্রকাশনার স্বাভাবিক বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া, এত কন্টেন্ট এক জায়গায় কেন্দ্রীভূত হলে সাবস্ক্রিপশনের মূল্যবৃদ্ধি কেমন হবে তা নিয়েও দর্শকদের দিক থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তথ্যসূত্র– সংবাদমাধ্যম
আরও পড়ুন – ধুরন্ধর তারকাদের পারিশ্রমিক: অক্ষয় খান্নার থেকে ‘২০ গুণ’ বেশি পেলেন রণবীর, বাকিরা কত পেলেন?
আরও পড়ুন – ধুরন্ধর ছবির রিভিউ: পেক্ষাগৃহে তুফান কি আদৌ তুলতে পারল রণবীর-অক্ষয়-মাধবনরা?


