Sunday, December 21

Privacy Policy

আমাদের ওয়েবসাইটে আগত পাঠক বা দর্শনার্থীদের গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই গোপনীয়তা নীতিতে (Privacy Policy) আমরা ব্যাখ্যা করেছি কিভাবে আমাদের ওয়েবসাইট দর্শনার্থীদের তথ্য সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত রাখে।

প্রযোজ্য ক্ষেত্র

এই নীতি শুধুমাত্র আমাদের অনলাইন কার্যক্রমের জন্য প্রযোজ্য। এটি সিবুলেটিন ডট কম ওয়েবসাইটে ভিজিট করা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্টের ক্ষেত্রেই এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে। অফলাইনে বা অন্য কোনও মাধ্যমে সংগৃহীত তথ্য এই নীতির আওতাভুক্ত নয়।

সম্মতি

আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতির সকল শর্তে সম্মতি প্রদান করছেন।

আমরা যে তথ্য সংগ্রহ করি

আপনার কাছ থেকে যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়, তা স্পষ্টভাবে জানানো হবে সেই মুহূর্তেই যখন তথ্য প্রদান করতে বলা হবে।

আপনি যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, বার্তার বিষয়বস্তু ইত্যাদি তথ্য আমরা সংগ্রহ করতে পারি। আপনি যদি আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আমরা আপনার নাম, কোম্পানির নাম, ঠিকানা, ইমেইল ও ফোন নম্বর সংগ্রহ করতে পারি।

তথ্য ব্যবহারের উদ্দেশ্য

আমরা সংগৃহীত তথ্য নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করি:

  • ওয়েবসাইট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।
  1. ওয়েবসাইটের পারফরম্যান্স ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা।
  2. নতুন ফিচার, পরিষেবা বা কনটেন্ট তৈরি ক।
  3. ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রাখা (সহায়তা, আপডেট, প্রচারণা ইত্যাদি)।
  4. ইমেইল পাঠানো।

প্রতারণা শনাক্ত ও প্রতিরোধ করা।

লগ ফাইল

cbulletin.com সাধারণ ওয়েব সার্ভার লগ ফাইল ব্যবহার করে। এই ফাইলগুলোতে দর্শনার্থীদের আইপি অ্যাড্রেস, ব্রাউজারের ধরন, ইন্টারনেট সেবা প্রদানকারী (ISP), তারিখ ও সময়, রেফারিং ও এক্সিট পেজ ইত্যাদি সংরক্ষিত হয়।
এই তথ্য কোনো ব্যক্তিগত পরিচয় নির্ধারণের জন্য ব্যবহৃত হয় না; কেবলমাত্র প্রবণতা বিশ্লেষণ, ওয়েবসাইট পরিচালনা ও ব্যবহারকারীর গতি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়।

কুকিজ ও ওয়েব বিকন

আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীদের পছন্দ সংরক্ষণ ও ওয়েবপেজ অভিজ্ঞতা উন্নত করতে ‘কুকিজ’ ব্যবহার করে।
আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করতে পারেন, তবে এতে ওয়েবসাইটের কিছু অংশ সঠিকভাবে কাজ নাও করতে পারে।

Google DoubleClick DART Cookie

Google আমাদের ওয়েবসাইটের তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সরবরাহকারী হিসেবে DART কুকি ব্যবহার করতে পারে, যা ব্যবহারকারীর আগের ভিজিট অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে। আপনি চাইলে Google-এর বিজ্ঞাপন নীতিমালায় গিয়ে এই কুকি ব্যবহার বন্ধ করতে পারেন:

Google Ads Policy

আমাদের বিজ্ঞাপনদাতারা

আমাদের কিছু বিজ্ঞাপনদাতা কুকি ও ওয়েব বিকন ব্যবহার করতে পারেন। তাদের নিজ নিজ গোপনীয়তা নীতিতে এই ব্যবহারের বিবরণ দেওয়া আছে। উদাহরণস্বরূপ:

Google: https://policies.google.com/technologies/ads

তৃতীয় পক্ষের গোপনীয়তা নীতি

example.com-এর এই নীতি তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তাদের কীভাবে আপনার তথ্য সংগ্রহ ও ব্যবহার করে, তা জানতে অনুগ্রহ করে সংশ্লিষ্ট ওয়েবসাইটের নিজস্ব গোপনীয়তা নীতি পড়ুন।

CCPA (ক্যালিফোর্নিয়া প্রাইভেসি অধিকার)

ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার বা বিক্রয় সংক্রান্ত তথ্য জানার ও তা মুছে ফেলার অধিকার রাখেন। এই সংক্রান্ত কোনো ধরনের অনুরোধ থাকলে আমাদের ইমেইল করুন: editor@cbulletin.com

GDPR (ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা অধিকার)

ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের নিম্নলিখিত অধিকার রয়েছে:

ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেসের অধিকার।

ভুল তথ্য সংশোধনের অধিকার।

তথ্য মোছার অনুরোধের অধিকার।

তথ্য প্রক্রিয়াকরণ সীমিত করার অধিকার।

প্রক্রিয়াকরণে আপত্তি জানানোর অধিকার।

তথ্য স্থানান্তরের অনুরোধ করার অধিকার।

আপনি এই অধিকারগুলির যেকোনো একটি ব্যবহার করতে চাইলে আমাদের ইমেইল করুন। আমরা এক মাসের মধ্যে আপনার অনুরোধের জবাব দেওয়ার চেষ্টা করব।

শিশুদের তথ্য

আমরা ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে সচেতনভাবে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
যদি আপনি মনে করেন যে কোনো শিশু আমাদের ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য প্রদান করেছে, অনুগ্রহ করে দ্রুত আমাদের জানান — আমরা সেই তথ্য অবিলম্বে মুছে ফেলব।

সর্বশেষ আপডেট: ২৪/১১/২০২৫

ফলো করুণ-

আরও পড়ুন