Police Station Mein Bhoot
দীর্ঘ ২৭ বছর পর ফের একসাথে পরিচালক রাম গোপাল ভার্মা এবং অভিনেতা মনোজ বাজপেয়ী। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া কাল্ট ক্লাসিক ‘সত্যা’র সাফল্যের এত বছর পর এই জুটি আবার কাজ করেছেন একটি হরর কমেডি ঘরানার ছবিতে। ভৌতিক এই ছবির নামও অদ্ভুত – ‘পুলিশ স্টেশনে ভূত’। হিন্দিতে যা হল ‘পুলিশ স্টেশন মে ভূত’। সম্প্রতি সামনে এসেছে সেই ছবির গা-ছমছমে মোশন পোস্টার। সোমবার এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
মোশন পোস্টারে রীতিমত শিহরন তৈরি করেছে মনোজ বাজপেয়ীর লুক। পুলিশের পোশাকে দেখা গিয়েছে তাকে। তার বাঁ কাঁধে রয়েছে ভয়ানক চেহারার ভাঙাচোরা, রক্তমাখা একটি পুতুল। আলো আঁধারি পরিবেশে পুতুলের বিস্ফোরিত ছোখ যেন শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেয়। এই ছবিতে আর একটি বড় সংযোজন হল জেনেলিয়া দেশমুখ। ‘সিতারে জমিন পর’ ছবিতে জেনেলিয়াকে সম্প্রতি দেখা গিয়েছিল। এই ছবিতে বাজপেয়ীর সঙ্গে তাঁকে দেখে দর্শকরা রীতিমত উচ্ছ্বসিত।
মনোজ বাজপেয়ী সোস্যাল হ্যান্ডেলে আসন্ন ছবির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘সত্যা থেকে শুরু করে আজ পর্যন্ত… কিছু কিছু যাত্রা পরিপূর্ণতা পেতেই হয়। প্রায় তিন দশক পর ভৌতিক কমেডি ‘পুলিশ স্টেশন মে ভূত’-এ পুনরায় দুজনে একসঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আমার জন্য এটি স্পেশাল।’ ১৯৯৮ সালের রাম গোপাল ভার্মার ‘সত্যা’ ছবিতে ‘ভিকু মাতরে’র চরিত্র মনোজ বাজপেয়ীর অভিনয় তাঁকে রাতারাতি বিখ্যাত করে তুলেছিল। সেই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাই দীর্ঘ প্রায় তিন দশক পর বলিউডের দুই মহারথীর পুনরায় জোটবদ্ধ হওয়া নেহাতই একটি ছবিতে কাজ করা নয়, এ এক নস্ট্যালজিয়া।
SHOOT BEGINS 🎬
From Satya to now… some journeys are meant to come full circle. Thrilled to reunite with @RGVzoomIn after nearly three decades for our new horror comedy Police Station Mein Bhoot. This one is special.@geneliad @VauveEmirates… pic.twitter.com/a6rtwZuor1
— manoj bajpayee (@BajpayeeManoj) September 1, 2025
আরও পড়ুন – খুব শীঘ্রই আসছে ইন্দু সিজন ৩, হইচই-তে স্ট্রিমিং শুরু কবে?
সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে ইতিমধ্যে ভাইরাল এই ছবির মোশন পোস্টার। ‘পুলিশ স্টেশন মে ভূত’ ছবির ব্যাঙ্গাত্মক নাম এবং তার সঙ্গে ভয়ানক পোস্টার নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। বলিউডে হরর কমেডি তৈরি করার নজির হাতে গোনা। তার মধ্যে ভুলভুলাইয়া (২০০৭), ভূতনাথ (২০০৮), স্ত্রী (২০১৮) এবং রুহি- র (২০২১) মত কিছু সিনেমা দর্শকদের মনে দাগ কাটতে পেরেছিল। রাম গোপাল ভার্মা এবং মনোজ বাজপেয়ী জুটির কাছে এই ছবিকে বক্স অফিসে দাঁড় করানো একটি চ্যালেঞ্জ। এই কঠিন পরীক্ষার প্রথম ধাপে তাঁরা যে একশোয় একশো পেলেন তা বলা বাহুল্য। তবে পথ এখনো অনেক বাকি। আরজিভি-র পরিচালনায় ‘ফ্যামিলি ম্যান’-এর মারকাটারি অভিনয় কিভাবে দর্শকদের মুগ্ধ করবে সেটাই এখন দেখার।
আরও পড়ুন – ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ ট্রেলার: দুই নারীর জেদ, বন্ধুত্ব ও স্বপ্নপূরণের গল্প, দেখবেন কবে এবং কোথায়