POCO F7 5G: চলতি মাসের শেষে ভারতের বাজারে পা রাখতে পারে POCO-র নতুন স্মার্টফোন POCO F7 5G। ইতিমধ্যে নতুন এই ফোন BIS ও IMDA ওয়েবসাইটে দেখা গেছে। ফলে খুব শিগগিরই যে লঞ্চ হবে, তা স্পষ্ট। বিশেষ করে ব্যাটারি ও প্রসেসরের দিক থেকে প্রযুক্তি মহলে সাড়া ফেলতে পারে এই ফোন। POCO F7 মডেলটি গত মার্চ মাসে চালু হওয়া Poco F7 Ultra এবং Poco F7 Pro ভ্যারিয়েন্টের সাথেই যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
POCO F7 5G ব্যাটারি
POCO F7- এর সবচেয়ে চর্চিত বিষয় এর ব্যাটারি। ৭৫৫০ এমএএইচ পাওয়ারের বিশাল ব্যাটারি নিয়ে আসতে পারে ফোনটি। সঙ্গে আবার থাকছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এর ফলে দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করলেও বারবার চার্জ দেওয়ার ঝক্কি পোয়াতে হবে না। পাশাপাশি চার্জও হবে খুব দ্রুত।
POCO F7 5G চিপসেট
প্রসেসরের দিক থেকে আছে নতুন চমক। এই ফোন দেওয়া হতে পারে Qualcom Snapdragon 8s Elite চিপসেট। এটি মূলত Snapdragon 8 Elite-এর একটু হালকা সংস্করণ হলেও পারফরম্যান্সের দিক থেকে Gen 2-কে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলত, গেমিং, মাল্টিটাস্কিং কিংবা ভারী অ্যাপ ইনস্টলেশন, সব ক্ষেত্রেই মিলতে পারে দারুণ অভিজ্ঞতা।
POCO F7 5G ডিসপ্লে
ডিসপ্লের দিকে থেকেও পিছিয়ে নেই POCO F7 5G। ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ এই ফোনে থাকার সম্ভাবনা আছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে LTPS AMOLED ডিসপ্লে। ফলে স্ক্রলিং বা ভিডিও দেখার অভিজ্ঞতা হয়ে উঠতে পারে অনবদ্য। পাশাপাশি ফোনটিকে আরো আকর্ষণীয় করে তুলতে ডিজাইনেও আসতে পারে পরিবর্তন।
POCO F7 5G ক্যামেরা
OPPO F7 এর ক্যামেরা স্পেসিফিকেশনও এখনও সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে, ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 সেন্সর। সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকার সম্ভাবনা আছে। ফোনের সামনের প্যানেলে থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ও ভিডিও কলিং ক্যামেরা।
POCO F7 5G ওএস

এছাড়া, সফটওয়্যারের ক্ষেত্রেও নিয়ে আসা হচ্ছে আধুনিকত্ব। খুব সম্ভবত এই ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক HyperOS 2.0 ইউজার ইন্টারফেস। ৫জি, Wi-Fi 7, Bluetooth 6.0 ও NFC-র মতো অত্যাধুনিক কানেক্টিভিটি ফিচার নিয়েই ফোনটি বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।
POCO F7 5G দাম
সংস্থার তরফ থেকে POCO F7-এর দাম নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে POCO F6 যেখানে ২৯ হাজার ৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, সেই হিসাবে মোটামুটি F7 5G এর দাম ৩০ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে সংস্থার তরফ থেকে ফোনটির সার্বিক বৈশিষ্ট্য, প্রযুক্তির ব্যবহার, ব্যাটারি ইত্যাদি সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত সবকিছু পরিষ্কার হচ্ছে না ।
দাবিত্যাগ: এই নিবন্ধটি বিভিন্ন ফাঁস এবং অনানুষ্ঠানিক সূত্রের উপর ভিত্তি করে লেখা হয়েছে। যদিও সঠিক তথ্য প্রদানের জন্য সবরকম প্রচেষ্টা করা হয়েছে। ফোনের চূড়ান্ত স্পেসিফিকেশন, মূল্য এবং লঞ্চের বিবরণ অনুমান করা তথ্যের থেকে ভিন্ন হতে পারে। অফিসিয়াল আপডেটের জন্য, POCO সংস্থার ঘোষণা এবং অনুমোদিত বিক্রেতাদের অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
- দাবিত্যাগ: এই নিবন্ধটি বিভিন্ন ফাঁস এবং অনানুষ্ঠানিক সূত্রের উপর ভিত্তি করে লেখা হয়েছে। যদিও সঠিক তথ্য প্রদানের জন্য সবরকম প্রচেষ্টা করা হয়েছে। ফোনের চূড়ান্ত স্পেসিফিকেশন, মূল্য এবং লঞ্চের বিবরণ অনুমান করা তথ্যের থেকে ভিন্ন হতে পারে। অফিসিয়াল আপডেটের জন্য, POCO সংস্থার ঘোষণা এবং অনুমোদিত বিক্রেতাদের অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।