Sara Ali Khan – Orry
সারা আলি খান এবং ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির মধ্যে একসময়কার বন্ধুত্বে বড়সড় চিড় ধরেছে। যে সম্পর্ক একসময় দুজনের শেয়ার করা ছবিতে প্রায়শই ধরা পড়ত, এখন তা বদলে গেছে মাত্র কয়েক মুহূর্তেই। এমনকি সারার বিরুদ্ধে কটূক্তি করতেও ছাড়েননি ওরি। এই সম্পর্ক ভাঙনের নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ‘আনফলো’ বিতর্ক। সম্প্রতি ইনস্টাগ্রামে ওরিকে ‘আনফলো’ করে দেন সারা। আর তাতেই সূত্রপাত হয় এই ঘটনার। ক্ষেপে গিয়ে ওরি সারার কেরিয়ারকে ‘শোচনীয়’ বলে আক্রমণও করেছেন।
তবে, এই খারাপ সম্পর্কের পেছনে কারণ শুধু এইটুকু নয়। কিছুদিন আগে ওরি ইন্সটাগ্রামে একটি রিল পোস্ট করেছিলেন। সেই রিলে তিনি বেশ কিছু নামকে তিনি ‘খারাপ’ নাম বলে উদাহরণ দেন। তাঁর সেই বাছাই করা ‘খারাপ’ নামের তালিকার মধ্যে ছিল তিনটি নাম— অমৃতা, সারা এবং পলক। এই নামেই প্রথম বিতর্কের সূত্রপাত। কারণ, এই নামগুলির সঙ্গে সারার পরিবারের নাকি সরাসরি যোগ রয়েছে। সারার মায়ের নাম হল অমৃতা সিংহ। সারার ভাই ইব্রাহিম আলি খানের গার্লফ্রেন্ডের নামও পলক তিওয়ারি। সুতরাং, কারোর বুঝতে অসুবিধা হয়নি যে ওরি ‘অযথা’ সারার পরিবার নিয়ে টানাহ্যাঁচড়া করছেন।
এই ঘটনার পর নেটনাগরিকরা খেয়াল করেন যে, ওরিকে সারার ‘ ফলোয়িং’ লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরই ওরি সারার কেরিয়ার নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করেন সমাজমাধ্যমে। রিলে, ওরি একটি নীল রঙের জাল টপ পরেছিলেন, যার উপরে একটি ব্রা ছিল। এই রিলের কমেন্টে একজন সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সঠিক প্রশ্ন: এই ব্রা দিয়ে তিনি ঠিক কি আগলে রেখেছেন’। ওরি হঠাৎই তার উত্তরে অযাচিত কমেন্ট করে বসেন। তিনি লেখেন, ‘সারা আলি খানের হিটের সংখ্যা।’ ওরির কুরুচিকর এই মন্তব্যেই বিস্ফোরণ ঘটে। সারার কেরিয়ার নিয়ে এমন মন্তব্য শুনে তাঁর অনুরাগীরা রীতিমত ক্ষেপে আগুন হয়ে যান। শুধু ভক্তরাই নয়, নেটিজেনরাও এই ধরনের ‘রুচিহীন’ মানসিকতার তীব্র প্রতিক্রিয়া জানান।
তাঁদের মতে, সারা আলি খান নিজের যোগ্যতায় বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। কেউ তাঁর হয়ে অভিনয় করে দেননি। সেখানে ওরহান আওয়াত্রামানি বলিউড স্টারদের সঙ্গে ‘কেবল’ হাস্যমুখে ছবি তুলেই স্পটলাইটে আসার সুযোগ পেয়েছেন। অনেকের দাবি, সারার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার এক্তিয়ার ওরির নেই। তবে ওরিও ছেড়ে কথা বলেননি। তাঁর বক্তব্য, তাঁকে এড়িয়ে যাওয়ার অর্থ হল নিজের ক্ষতি করা।
উল্লেখ্য, ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি-কে প্রায়শই বিভিন্ন বলিউড পার্টি এবং ইভেন্টে তারকাদের সঙ্গে পোজ দিতে দেখা যায়। স্টার কিডদের সঙ্গে হামেশাই ক্যামেরাবন্দি হন। সমাজমাধ্যমে তিনি অত্যন্ত সক্রিয়। স্বঘোষিত ‘বলিউডের বেস্ট ফ্রেন্ড’ হিসেবেও তাঁর পরিচয় আছে। মাঝেমধ্যেই তিনি মজাদার রিল বানিয়ে শেয়ার করেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে।
আরও পড়ুন – পদ্ম পুরস্কার ২০২৬: বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও ১০ জন, দেখুন তালিকা
আরও পড়ুন – চলতি বছরের শেষেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’


