সোমবার ভারতে লঞ্চ হয়েছে Oppo K13 5G স্মার্টফোন। এই হ্যান্ডসেটটি Oppo মূলত মিড-রেঞ্জ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করেছে। K13 5G মডেলে স্মার্টফোন এমন কিছু ফিচার আছে যা সাধারণত প্রিমিয়াম ফোনেই দেখা যায়। বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, স্ন্যাপড্রাগন প্রসেসর এবং উন্নত AI ক্যামেরা সবকিছুই আছে এই ফোনে।
এক ঝলকে দেখা নেওয়া যাক Oppo K13 5G ফোনে কি কি ফিচার রয়েছে।
স্পেসিফিকেশন ও স্টোরেজ
Oppo K13 5G ফোনে Snapdragon 6 Gen 1 চিপসেট ব্যবহৃত হয়েছে, যা 8GB LPDDR4X RAM-এর সঙ্গে শক্তিশালী পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য থাকছে Adreno A710 GPU, ফলে গেমিং বা ভারী অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হওয়ারও সম্ভবনা কম।

ফোনটির দুটি স্টোরেজ অপশন রয়েছে—128GB ও 256GB, উভয় ক্ষেত্রেই UFS 3.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এই ধরেনর স্টোরেজ দ্রুত ডেটা এক্সেস করতে সাহায্য করে।
ডিসপ্লে ও ডিজাইন
Oppo K13 5G-তে রয়েছে 6.7 ইঞ্চির Full HD এবং AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। ফোনের 92.2 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং সর্বোচ্চ 1,200 নিট ব্রাইটনেস ভিডিও কনটেন্ট দেখা কিংবা গেম খেলার জন্য আদর্শ অভিজ্ঞতা দেবে।

উপরন্তু, ফোনের ডিসপ্লেতে ‘Wet Hand Touch’ ও ‘Glove Mode’ও রয়েছে। তার মানে ফোনের ডিসপ্লে ভিজে থাকলে বা ফোনের ব্যবহারকারীর হাত ভেজা থাকলে অথবা গ্লাভস পরা অবস্থায় অপারেট করলে ফোনের টাচ ফিচার কাজ করবে।
ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি
ফোনটির অন্যতম আকর্ষণ 7,000mAh ব্যাটারি। এত বড় ব্যাটারি দৈনন্দিন ব্যবহারের জন্য দীর্ঘক্ষন ব্যাকআপ দেবে বলে মনে করা হচ্ছে। সঙ্গে থাকছে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং।
সংস্থার দাবি, এই মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ফোনে শূন্য থেকে ৬২ শতাংশ পর্যন্ত চার্জ হবে। আর ১০০ শতাংশ চার্জ দিতে সময় লাগবে ৫৬ মিনিট। Oppo-র দেওয়া বিবৃতি অনুযায়ী, সম্পূর্ণ চার্জে সেটটি ৪৯ ঘণ্টারও বেশি কলিং টাইম ও ৩২ ঘণ্টারও বেশি মিউজিক টাইম সুবিধা দিতে সক্ষম।
ক্যামেরা সেটআপ ও AI ফিচার
এবার আসি ক্যামেরার কথায়। Oppo K13 5G মডেলের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল OV50D40 সেন্সর ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল OV02B10 সেকেন্ডারি সেন্সর ক্যামেরা থাকছে। f/1.85 অ্যাপারচারের অটোফোকাসে সমৃদ্ধ এই ক্যামেরা প্রতিদিনের ব্যবহারে চমৎকার ছবি তোলার অভিজ্ঞতা দেবে।

সঙ্গে থাকছে সেলফি এবং ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার মধ্যে ছবির মান উন্নত করার জন্য AI Clarity Enhancer, AI Eraser 2.0, AI Unblur এবং AI Retouch ফিচার থাকছে।
অন্যান্য ফিচার
এছাড়া মডেলটি IP65 রেটিং যুক্ত হওয়ার জন্য জল বা ধুলো থেকে ফোন কিছুটা সুরক্ষিত থাকবে। এছাড়া এই ফোনের in-display fingerprint sensor, infra-red remote control, dual stereo speakers এবং Wi-Fi 6 সাপোর্ট সেটটির সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করবে।

আর হ্যাঁ, অনেকক্ষণ ব্যবহারে ফোন যাতে বেশি গরম না হয় তার জন্য 60cm² গ্রাফাইট শীট ও 57cm² ভেপার কুলিং চেম্বারও রয়েছে এই মডেলে। এখানেই শেষ নয়, Oppo K13 5G ফোনে আছে AI LinkBoost 2.0 প্রযুক্তি, যা দুর্বল সিগন্যালেও ফোনের যোগাযোগ ঠিক রাখার চেষ্টা করবে।
Oppo K13 5G-র দাম
Oppo K13 5G স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্টের মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারিত হয়েছে ১৭,৯৯৯ টাকা, এবং 256GB স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাবে আইসি পার্পল এবং প্রিজম ব্ল্যাক রঙে। আগামী ২৫শে এপ্রিল থেকে Oppo-র অফিশিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এর মাধ্যমে এই ফোনের বিক্রি শুরু হবে ।